



পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:– দুর্গাপূজোর পরে বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার কার্নিভালের আয়োজন করে আসছে। কলকাতার পাশাপাশি জেলাতেও এই দুর্গাপূজো কার্নিভাল হয়।বৃহস্পতিবার সেই কার্নিভালের আয়োজনে আসানসোল পুরনিগম, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল যৌথভাবে আসানসোলের জিটি রোডে ভগত সিং মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। কার্নিভাল কিভাবে হবে ও তার জন্য কি কি করতে হবে, তা নিয়ে এদিন একটি পরিকল্পনা তৈরি করা হয়। ছিলেন আসানসোল মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।





পরে সাংবাদিকদের এ বিষয়ে আসানসোল ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, এদিন কার্নিভাল নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং আসানসোল পুরনিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এখানে কার্নিভাল কিভাবে সুষ্ঠুভাবে করা হবে হবে তা দেখা হয়েছে। একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, গত বছর প্রথম বছরের তুলনায় বেশি ভিড় দেখা গেছিলো। তাই এ বছর গত বছরের তুলনায় বেশি ভিড় হবে বলে আশা করা হচ্ছে। তাই সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, এই বছর কার্নিভালে কোন শিল্পীরা অংশ নেবেন, তা তিনি এদিন বলতে পারেননি । তিনি বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে যে গত বছরের তুলনায় এবার আরও বেশি পূজো কমিটি কার্নিভালে অংশ নেবে। এবারের কার্নিভাল যথাসময়ে শেষ করার জন্য অনেক চেষ্টা করা হবে। এরজন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি পুজো কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের অনুষ্ঠান শেষ করতে হবে।উল্লেখ্য, সরকারি ভাবে এখনো পর্যন্ত জানানো না হলেও, প্রশাসনের একটা সূত্র থেকে জানা গেছে, আগামী ৪ অক্টোবর এই পুজো কার্নিভাল হবে।




































































