
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার রাত্রে আসানসোল পৌরনিগমের এ্যাকাউন্ট দপ্তরে জানা যায় তাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা তোলা হয়েছে রাত্রে সাইবার ক্রাইম দপ্তরের আসানসোল শাখায় অভিযোগ করা হয়েছে বলে জানান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান মঙ্গলবার রাত্রে জানতে পারা যায় পৌরনিগমের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্যাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা গায়ের হয়ে গেছে তারা সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানিয়ে আসার পর ব্যাংক থেকে জানাতে চাওয়া হয় তারা ব্যাংককে দেওয়া মোবাইল নং বদলাতে চায় পৌরনিগমের লোক ব্যাংককে গিয়ে দেখে চিঠিটা আসানসোল পৌরনিগমের নয়। মেয়র জানান প্রথমে অপরাধীরা ৪০ লক্ষ টাকা মধ্যপ্রদেশের এক ব্যাক্তির এ্যাকাউন্টে নেবার পর অন্য আরেকটা এ্যাকাউন্ট থেকে ৮০ লক্ষ টাকা সরাবার সময় ব্যাংকের নজরে আসার পর তারা খবর পাঠায়, সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জমা করার পর ১২ লক্ষ টাকা উদ্ধার করা গেছে। মেয়র জানান প্রত্যেক ব্যাংকের উচিত গ্রাহকদের টাকা জমা বা তোলার সময় খবর করা তাহলে গ্রাহকেরা সচেতন হবে এবং ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারবে।











































