

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল সোমবার রাত্রে রবীন্দ্র ভবনে আসানসোল প্রেস ক্লাবের পরিসরে একটা বাচ্চা হনুমান ঠান্ডায় আশ্রয় নিয়েছিল তার পরনে জামা প্যান্ট দেখে অনুমান করা হয় হনুমানটা কারো পোষ্য হবে কোন কারণে সে পালিয়ে এসে আসানসোল প্রেস ক্লাবের এলাকায় আশ্রয় নিয়েছিল। প্রেস ক্লাবের সদস্যরা তাকে খাবার দেবার পর রুপনারায়নপুরের বন দপ্তরে ফোন করে তাদের হাতে প্রেস ক্লাবের উদ্দ্যোগে তুলে দেওয়া হয়েছে।
















































