Blog

  • पश्चिम बर्धमान के आसनसोल दुर्गापूजा कार्निवल की तैयारी को लेकर प्रशासन की ओर से ली गई जायजा

    पश्चिम बर्धमान के आसनसोल दुर्गापूजा कार्निवल की तैयारी को लेकर प्रशासन की ओर से ली गई जायजा

    पब्लिक न्यूज आसनसोल :–पश्चिम बर्धमान के आसनसोल दुर्गापूजा के बाद राज्य सरकार की तरफ से कार्निवाल का आयोजन किया जाता है आज आसनसोल नगर निगम जिला प्रशासन और पुलिस प्रशासन द्वारा संयुक्त रूप से भगत सिंह मोड़ से लेकर पुलिस लाइन तक इलाके का दौरा किया गया और कार्निवल को किस तरह से संपन्न किया जाएगा। इसकी रूपरेखा तैयार की गई। इस संदर्भ में पत्रकारों को जानकारी देते हुए आसनसोल नगर निगम के उपमेयर अभिजीत घटक ने बताया कि गुरुवार कार्निवल को लेकर एक दौरा किया गया। मौके पर जिला प्रशासन, पुलिस तथा आसनसोल नगर निगम के वरिष्ठ अधिकारी उपस्थित थे। मौके पर यह देखा गया कि किस तरह से कार्निवल को सुचारू ढंग से संपन्न किया जाएगा। इसकी रूपरेखा तैयार की गई। उन्होंने कहा कि यह देखा गया था कि बीते साल आगामी साल के मुकाबले ज्यादा भीड़ हुई थी। इसलिए इस साल उम्मीद की जा रही है कि पिछले साल की तुलना में और ज्यादा भीड़ होगी इसलिए तैयारी को उसे हिसाब से किया जा रहा है हालांकि उन्होंने यह नहीं बताया कि इस साल कौन से कलाकार कार्निवाल का हिस्सा बनेंगे। उन्होंने कहा कि इसके बारे में फैसला बाद में लिया जाएगा। लेकिन उन्होंने यह जरूर बताया की उम्मीद की जा रही है कि इस बार पिछले साल की तुलना में ज्यादा पूजा कमेटी कार्निवाल का हिस्सा बनेगी। इसके अलावा डिप्टी मेयर ने कहा कि इस बार कार्निवल को समय पर समाप्त करने के लिए प्रशासन पूरी तैयारी कर रहा है। हर कमेटी को उनके तय समय के अंदर ही अपने कार्यक्रम समाप्त करने होंगे।

  • नबी (नबी दिवस) को शांतिपूर्वक संपन्न कराने को लेकर हीरापुर और आसनसोल दक्षिण थाना पुलिस की ओर से

    नबी (नबी दिवस) को शांतिपूर्वक संपन्न कराने को लेकर हीरापुर और आसनसोल दक्षिण थाना पुलिस की ओर से

    आसनसोल पब्लिक न्यूज डेस्क :– ईद मिलाद उन नबी (नबी दिवस) को शांतिपूर्वक संपन्न कराने को लेकर हीरापुर थाना पुलिस की ओर से बृहस्पतिवार  की शाम को- ऑर्डिनेशन कमेटी की बैठक का आयोजन किया गया। बैठक के दौरान हर वर्ष की तरह भी नबी दिवस को लेकर विभिन्न मुस्लिम बहुल इलाके से निकलने वाले जुलूस की जानकारी दी गई। इस मौके पर विभिन्न मस्जिद कमेटियों के पदाधिकारियों ने अपना- अपना विचार रखते हुए पुलिस को हर संभव सहयोग देने का आश्वासन दिया। साथ ही शांति व्यवस्था बनाये रखने में सहयोग करने की अपील की। बैठक में पुलिस अधिकारियों ने जुलूस निकाले जाने को लेकर प्रशासन द्वारा गाइडलाइन का पालन करने पर जोर दिया। साथ ही धार्मिक अनुष्ठान की जानकारी पहले ही थाना को देने की अपील की। आगामी 5 सितंबर को नबी दिवस पर विभिन्न इलाके से जुलूस निकालकर मस्जिद रोड स्थित जामा मस्जिद पहुंचेगी। इस बैठक में एसीपी इप्शिता दत्ता, सीआई अशोक सिंह महापात्र, थाना प्रभारी तन्मय राय , कई पुलिस अधिकारी सहित तृणमूल माइनोरिटी सेल के जिलाध्यक्ष एसएम हसन,बोरो चेयरमैन शिवानंद बाउरी, पार्षद अशोक रुद्र, कहकशा रियाज, राकेश शर्मा, गुरमीत सिंह, मोहम्मद हर्षतुल्ला, रक्तदान आंदोलन के प्रणेता प्रबीर धर विभिन्न मस्जिद कमेटियों के इमाम आदि मौजूद थे।

  • দুর্গাপূজো কার্নিভাল / আসানসোলে এলাকা পরিদর্শনে পুরনিগম, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা………আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    দুর্গাপূজো কার্নিভাল / আসানসোলে এলাকা পরিদর্শনে পুরনিগম, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা………আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:– দুর্গাপূজোর পরে বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার কার্নিভালের আয়োজন করে আসছে। কলকাতার পাশাপাশি জেলাতেও এই দুর্গাপূজো কার্নিভাল হয়।বৃহস্পতিবার সেই কার্নিভালের আয়োজনে আসানসোল পুরনিগম, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল যৌথভাবে আসানসোলের জিটি রোডে ভগত সিং মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। কার্নিভাল কিভাবে হবে ও তার জন্য কি কি করতে হবে, তা নিয়ে এদিন একটি পরিকল্পনা তৈরি করা হয়। ছিলেন আসানসোল মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

    পরে সাংবাদিকদের এ বিষয়ে আসানসোল ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, এদিন কার্নিভাল নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং আসানসোল পুরনিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এখানে কার্নিভাল কিভাবে সুষ্ঠুভাবে করা হবে হবে তা দেখা হয়েছে। একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, গত বছর প্রথম বছরের তুলনায় বেশি ভিড় দেখা গেছিলো। তাই এ বছর গত বছরের তুলনায় বেশি ভিড় হবে বলে আশা করা হচ্ছে। তাই সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, এই বছর কার্নিভালে কোন শিল্পীরা অংশ নেবেন, তা তিনি এদিন বলতে পারেননি । তিনি বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে যে গত বছরের তুলনায় এবার আরও বেশি পূজো কমিটি কার্নিভালে অংশ নেবে। এবারের কার্নিভাল যথাসময়ে শেষ করার জন্য অনেক চেষ্টা করা হবে। এরজন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি পুজো কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের অনুষ্ঠান শেষ করতে হবে।উল্লেখ্য, সরকারি ভাবে এখনো পর্যন্ত জানানো না হলেও, প্রশাসনের একটা সূত্র থেকে জানা গেছে, আগামী ৪ অক্টোবর এই পুজো কার্নিভাল হবে।

  • রেল ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকের তৎপরতা / আসানসোল স্টেশনে ট্রেনে প্রসূতির সন্তান প্রসব……… আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    রেল ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকের তৎপরতা / আসানসোল স্টেশনে ট্রেনে প্রসূতির সন্তান প্রসব……… আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনে বুধবার ২২৬৪৩ এর্নাকুলাম – পাটনা এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি সন্তান প্রসব করেন।
    জানা গেছে, বুধবার দুপুর ২:৫২ মিনিটে ২২৬৪৩ এর্নাকুলাম – পাটনা এক্সপ্রেস ট্রেনটি আসানসোল স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। ঠিক সেই সময় এক মহিলা যাত্রীর প্রসব যন্ত্রনা শুরু হয়। ট্রেনে থাকা অন্য যাত্রীদের সাহায্যে ঐ মহিলার স্বামী ভারতীয় রেলের যাত্রী সহায়তা পোর্টাল, রেল মদতের মাধ্যমে বিষয়টিকে জানান। এরপরে রেলের তরফে আসানসোল ডিভিশনের কমার্শিয়াল কন্ট্রোল এবং আসানসোলের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি বলা হয়। তারা একটি বেসরকারি হাসপাতালকে (আসানসোল স্টেশনে জরুরি স্টেশন কলের জন্য দায়িত্ব প্রাপ্ত চুক্তিভিত্তিক চিকিৎসা সংস্থা) গোটা বিষয়টি বলেন। সেই মতো ঐ বেসরকারি হাসপাতালের একটি মেডিকেল টিম ডঃ পি. কে. চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কোন রকম দেরি না করে কোচে উপস্থিত হন। সময়মতো চিকিৎসা পরিসেবার মাধ্যমে, ঐ মহিলা যাত্রী দুপুর ৩:০৮ মিনিটে একটি সুস্থ সন্তানের জন্ম দেন।

    এরপরে মা এবং শিশুকে সাবধানতার সঙ্গে ট্রেন থেকে নামিয়ে রেল অ্যাম্বুলেন্সে করে দুপুর ৩:১৫ মিনিটে আসানসোলের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ এবং সরকারি রেল পুলিশ বা জিআরপির কর্মীদের পাহারায়।আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, মা এবং শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল । তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    রেল মদতের তাৎক্ষণিক পদক্ষেপ এবং আসানসোল ডিভিশনের রেল কর্মী, ডাক্তার এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ে মহিলা যাত্রী এবং তার নবজাতকের আরাম এবং সুরক্ষা নিশ্চিত করেছে। গোটা বিষয়টিতে রেলের অতি সক্রিয়তার জন্য, সমস্ত সহযাত্রীরা প্রশংসা করেছেন। পাশাপাশি, তারা রেলের মানবিক এবং যাত্রীবান্ধব প্রক্রিয়ার প্রশংসা করেন।

  • আসানসোলে সিএমওএইচ অফিসে স্মারকলিপি / প্ল্যাকার্ড হাতে কমিটিনিটি হেল্থ অফিসারদের বিক্ষোভ…আসানসোল,৪

    আসানসোলে সিএমওএইচ অফিসে স্মারকলিপি / প্ল্যাকার্ড হাতে কমিটিনিটি হেল্থ অফিসারদের বিক্ষোভ…আসানসোল,৪

    আসানসোল পাবলিক নিউজ ডেস্ক :– সেপ্টেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচওরা বৃহস্পতিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। পরে তারা বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারক লিপি সিএমওএইচের কাছে জমা দেন।
    এই বিষয়ে অন্ডালের কমিউনিটি হেলথ অফিসার চৈতালি রায় বলেন, পাঁশকুড়ার স্বাস্থ্য অফিসার সুস্মিতা সামন্ত মানসিক চাপের কারণে মারা গেছেন। তাকে এত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিলো যে তিনি তা সামলাতে পারেননি। যে কারণে তিনি মারা যান। তিনি আরো বলেন, আজ আমরা তার মৃত্যুর বিচার চাইতে এখানে এসেছি।

    কমিউনিটি হেলথ অফিসারদের উপর যেভাবে কাজের বোঝা চাপানো হচ্ছে, তাদের উপর টার্গেট দেওয়া হচ্ছে, একেবারেই ঠিক নয়। এর ফলে কমিউনিটি হেলথ অফিসাররা ঠিকমতো কাজ করতে পারছেন না। যে কারণে তাদের দোষ দেওয়া হচ্ছে। তবে তারা রোগীর সেবা করুক বা ল্যাপটপে কাজ করুক, তাদের এই দুটি কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এর সাথে তিনি বলেন, অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকরা কমিউনিটি হেলথ অফিসারদের সাথে ঠিক ভাবে আচরণ করেন না। আমরা পরীক্ষা দেওয়ার পরে এই জায়গায় এসেছি। কারোর দয়া বা অনুগ্রহে এই চাকরি পাইনি। তবুও ঊর্ধ্বতন আধিকারিকরা আমাদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, সুস্মিতা যতক্ষণ না ন্যায়বিচার পাচ্ছেন এবং কমিউনিটি হেল্থ অফিসারদের অন্যান্য দাবি পূরণ না হয়, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

  • আসানসোলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার…….আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    আসানসোলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার…….আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :- বাড়ি থেকে উদ্ধার হলো এক যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডের তালপুকুরিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম মহঃ শাহনওয়াজ আলম (৩৫)।
    পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের তালপুকুরিয়ার বাসিন্দা মহঃ শাহনওয়াজ আলম বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়িতে একাই ছিলো। পরে তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা খবর দিলে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ এলাকায় আসে। পুলিশের উপস্থিতিতে তাকে উদ্ধার কর আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


    এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম বলেন, এই যুবক বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলো। এদিন তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আরো বলেন, এই যুবক এর আগে দু/একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো।
    প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই এই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

  • আসানসোলে ” ডাক সমাবেশ ২০২৫ ‘ র আয়োজন,আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    আসানসোলে ” ডাক সমাবেশ ২০২৫ ‘ র আয়োজন,আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– আসানসোল ডাক বিভাগের তরফে বৃহস্পতিবার আসানসোল রেল স্টেশনের কাছে একটি হোটেলে ” ডাক সমাবেশ ২০২৫ ” আয়োজন করা হয়। কাস্টমার মিট বা সেমিনারে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আসানসোল ও দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং রানিগঞ্জ এলাকার স্থানীয় শিল্পপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে সিনিয়র ডাক সুপারিনটেনডেন্ট অংশুমান কুমার , পূর্ব রেলওয়ের সিনিয়র ডিসিএম, এমএসএমই বিভাগের আধিকারিক উত্তম লাহা, রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খৈতান, রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের উপদেষ্টা অরুণ ভারতীয়া , আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি শম্ভুনাথ ঝা, বিভিন্ন বিভাগের সকল ঊর্ধ্বতন আধিকারিক, ডাকঘরের গ্রাহক এবং ডাকঘরের সাথে যুক্ত অন্যান্য আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের অংশুমান কুমার বলেন, সময়ের সাথে সাথে ডাকঘরের কর্মব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। ডাকঘর এখন অনেক ক্ষেত্রেই তার উপস্থিতি অনুভব করছে। এই পরিস্থিতিতে, সময়ে সময়ে এই ধরনের সেমিনার আয়োজন করা প্রয়োজন। যাতে কেবল ডাকঘরই তার গ্রাহকদের সাথে সমন্বয় স্থাপন করতে পারে না, বরং গ্রাহকরা ব্যবসায়িক ক্ষেত্র, এমএসএমই বিভাগ এবং সাধারণ জনগণের কাছ থেকে ডাকঘর থেকে তাদের প্রত্যাশা সম্পর্কে তথ্য পেতে পারেন। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া পোস্ট অনেক পরিবর্তন দেখেছে। এর মধ্যে রয়েছে ডাক বিভাগে অ্যাডভান্সড পোস্ট টেকনোলজি ২.৯ প্রবর্তন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, ডিজি পিন এবং গ্রামীণ এলাকায় ইন্টিগ্রেটেড ডেলিভারি সেন্টারের অংশগ্রহণে ভারতের ডিজিটাল রূপান্তর। ডাকঘরগুলিতেও ডোরস্টেপ ডেলিভারি নিশ্চিত করা হচ্ছে। অংশুমান কুমার আরো বলেন, মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড আসানসোলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে, একটি বিশেষ কভার করেছে। এসএসপিও আসানসোল বিভাগ দ্বারা একটি স্মারক পণ্য হিসাবে সরবরাহ করা হবে।

    এই প্রসঙ্গে রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খৈতান বলেন, আসানসোল বিভাগের বর্তমান সিনিয়র ডাক সুপারিনটেনডেন্ট অংশুমান কুমারের নেতৃত্বে ডাক বিভাগের কর্মব্যবস্থা যেভাবে উন্নত হয়েছে। অংশুমান এবং তার দল সর্বদা তাদের পরিষেবা উন্নত করার চেষ্টা করেন। যাতে তারা গ্রাহকদের আরও বেশি সুবিধা প্রদান করতে পারে। এর পাশাপাশি, ভারতীয় ডাক বিভাগের তরফে ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যও এমন অনেক কাজ করা হচ্ছে। যে কারণে তারা প্রচুর সুবিধাও পাচ্ছে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের সমাবেশের উদ্বোধন হয়।

  • সালানপুরে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার / ক্ষতিপূরণের দাবিতে বসা অবরোধ বিক্ষোভ তুলতে লাঠিচার্জ পুলিশের………….. সালানপুর ও আসানসোল, ৩ সেপ্টেম্বরঃ

    সালানপুরে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার / ক্ষতিপূরণের দাবিতে বসা অবরোধ বিক্ষোভ তুলতে লাঠিচার্জ পুলিশের………….. সালানপুর ও আসানসোল, ৩ সেপ্টেম্বরঃ

    Public newz Asansol correspondent

    পশ্চিম বঙ্গের পাবলিক নিউজ :– পথ দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃত্যু ও তারপরে ক্ষতি পূরণের দাবি করা রাস্তা অবরোধ ও বিক্ষোভ তুলতে পুলিশের লাঠিচার্জকে ঘিরে বুধবার দুপুরে ধুন্ধুমার কান্ড ঘটলো আসানসোলের সালানপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের দেন্দুয়া মোড়ে। প্রায় ১৮ ঘন্টা ধরে চলে ক্ষতি পূরণ ও চাকরির দাবিতে চলে এই রাস্তা অবরোধ বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ ঘটে একটি পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায় মোটরবাইক চালক আসানসোলের সালানপুর থানার শ্রীরামপুরের বাসিন্দা অশোক মাহাতো (৫০) মারা যান। এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের দাবি, আসানসোল কল্যানেশ্বরী রোড দিয়ে মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ মোটরবাইক করে যাচ্ছিলেন এলআইসি এজেন্ট অশোক মাহাতো। সেই সময় লোহার রড বোঝাই দ্রুতগামী একটি ট্রাক অশোকবাবুর মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং জখম হয়। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তার মৃত্যু হয়।এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত বাইক চালকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। তারা স্থানীয়দের সাহায্যে বিক্ষোভ দেখানো শুরু করেন৷
    এই ঘটনার প্রতিবাদে রাত থেকেই মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজনেরা দেন্দুয়া মোড়ে চিত্তরঞ্জন-আসানসোল রাজ্য সড়ক সম্পূর্ণ অবরোধ করেন। সারা রাতের পরে বুধবার সকাল থেকেও চলে এই রাস্তা অবরোধ বিক্ষোভ । এর ফলে আসানসোল-চিত্তরঞ্জন রোডে বিশাল যানজট সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার লম্বা গাড়ির লাইন পড়ে এই রাস্তায়।পরিবারের সদস্য অবরোধকারীদের দাবি, মৃত মোটরবাইক চালকের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং দুজনকে চাকরি দিতে হবে। ঘটনার খবর পেয়ে সালানপুর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় রেফ ও কমব্যাট ফোর্স। প্রথমে পুলিশ অফিসাররা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ পুলিশ খানিকটা বাধ্য হয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে । এর পর ঐ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। রয়েছে পুলিশ।পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের দাবি, পুলিশ এই ঘটনা নিয়ে প্রথম থেকেই নিষ্ক্রিয় ছিলো। কোন কিছু করেনি। তার উপর, ঐ পরিবারের পাশে না দাঁড়িয়ে পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করলো। তাদের দাবি, পুলিশের এই লাঠি চার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় নিয়মিতভাবে ট্রাক ও বড় গাড়ি বেপরোয়াভাবে যাতায়াত করে। যে কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিন্তু পুলিশ প্রশাসন সবকিছু দেখেও কিছু করেনা।এদিকে, লাঠিচার্জের কথা পুলিশ অস্বীকার করেছে। পুলিশের তরফে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কোন কথা শুনতে চাইছিলেন না। তাই বল প্রয়োগ করে লাঠি উঁচিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

  • অজানা বন্য প্রাণীর আতঙ্ক সালানপুরের গ্রামে/ রাত পাহারার ব্যাবস্থা সালানপুর, ৩ সেপ্টেম্বরঃ

    অজানা বন্য প্রাণীর আতঙ্ক সালানপুরের গ্রামে/ রাত পাহারার ব্যাবস্থা সালানপুর, ৩ সেপ্টেম্বরঃ

    পশ্চিম বঙ্গের পাবলিক নিউজ :–বেশ কিছু দিন ধরে আসানসোলের সালানপুর থানার বৃন্দাবনী গ্রামে এক অজানা বন্য প্রাণীর আতঙ্ক। গ্রামের মানুষেরা ঐ অজানা বন্য প্রাণীর আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বার হতে পারছেন না। তারা গ্রামে রাত পাহারার ব্যাবস্থা করেছেন। গ্রামের মাটির রাস্তায় সেই প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে। গ্রামের একটা জঙ্গলে সেই বন্য প্রাণীর যাওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে মাধুরী পাল নামে এক মহিলা জানান, তিনি তিন দিন ধরে সন্ধ্যায় তার বাড়ির পিছনে ঐ অজানা বন্য প্রাণীকে দেখতে পাচ্ছেন। আরেক গ্রামবাসী জানান, গত ১৫ দিন ধরে গ্রামে ঐ বন্য প্রাণীটি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সে এখনও গ্রামের কারোর কোন ক্ষতি করেনি। তবে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। তারা জানান, পুলিশ বা বন বিভাগকে এখনও এ বিষয়ে অবহিত করা হয়নি। তবে ঐ বন্য প্রাণীর আতঙ্কে গ্রামের মানুষেরা সন্ধ্যের পরে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। জেলেরা মাছ ধরতে বাঁধে যাচ্ছেন না। গ্রামের মহিলারা তাদের ছোট ছোট ছেলেমেয়েদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। তবে, ভিডিওতে ছবি দেখে অনেকেই মনে করছেন, ঐ বন্য প্রাণী হায়না। বনেজঙ্গলে খাবার না পেয়ে অনেক সময় এরা বসতি এলাকায় চলে আসে। সালানপুর ও রুপনারায়নপুর এলাকায় হায়না মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।এদিকে, বন দপ্তর জানিয়েছে, ঐ প্রাণীটি তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

  • आसनसोल चितरंजन मुख्य मार्ग पर देंदुआ के ईसीएल अस्पताल के पास हुए एक सड़क हादसे में जीवन बीमा एजेंट अशोक महतो की हुई मौत , लोगों ने की प्रदर्शन,चला कई घंटे तक पथ अवरोध ,पुलिस ने की लाठी चार्ज पथ अवरोध हटाने के लिए ।

    आसनसोल चितरंजन मुख्य मार्ग पर देंदुआ के ईसीएल अस्पताल के पास हुए एक सड़क हादसे में जीवन बीमा एजेंट अशोक महतो की हुई मौत , लोगों ने की प्रदर्शन,चला कई घंटे तक पथ अवरोध ,पुलिस ने की लाठी चार्ज पथ अवरोध हटाने के लिए ।

    पश्चिम बंगाल पब्लिक न्यूज:– मंगलवार शाम को आसनसोल चितरंजन मुख्य मार्ग पर देंदुआ के ईसीएल अस्पताल के पास हुए एक सड़क हादसे में जीवन बीमा निगम एजेंट अशोक महतो की मौत हो गई अशोक श्रीरामपुर के रहने वाले थे घटना के बाद नाराज स्थानीय लोगों ने रोड जामकर विरोध प्रदर्शन किया उन्होंने सालानपुर ब्लॉक के देंदुआ मोड़ पर रोड जाम किया स्थानीय सूत्रों से पता चला है कि एक ट्रक ने उनकी बाइक को कुचल दिया इतना ही नहीं हादसा इतना भयावह था कि ट्रक का पहिया अशोक के शरीर पर चढ़ गया जिससे घटना स्थल पर ही उनकी मौत हो गई इसके बाद नाराज लोगों ने देंदुआ कल्याणेश्वरी सड़क को जाम कर दिया लोगों के प्रदर्शन के दौरान सड़क पर गाड़ियों की लंबी लाइन लग गई और यात्रियों को भारी परेशानियों का सामना करना पड़ा क्योंकि उन्हें घंटों पैदल चलना पड़ा अशोक महतो के परिवार की मांग है कि उन्हें कम से कम 20 लाख रुपए मुआवजा और दो परिजनों को स्थाई नौकरी दी जाए उनका साफ कहना था कि जब तक उनकी मांगे नहीं मानी जाती वह अपना प्रदर्शन समाप्त नहीं करेंगे। घटना की सूचना पाकर बड़ी संख्या में पुलिस मौके पर पहुंचे गईघटनास्थल पर पुलिस आकर इन लोगों को समझने की प्रयास की पर इलाके के लोग किसी तरीका का कोई बात मानने के लिए तैयार नहीं लगभग 16 घंटा रास्ता बंद कर प्रदर्शन किया जा रहा था। घटनास्थल में विशाल पुलिस वाहिनी पहुंची और पुलिस अधिकारी के साथ । पुलिस अधिकारी समझने की कोशिश की प्रदर्शन करियों पर वे लोग हटाने के लिए तैयार नहीं हुई। फिर पुलिस अपनी आपा खोई और जमकर लाठी बरसाया प्रदर्शनकारियों पर भीड़ को तीतर-भीत कर रोड जाम खत्म किया। वाहन को फिर से सुचारू रूप से चालू किया। कई लोग गिरफ्तार हुए इस मामले में।