Blog

  • বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে গেল স্কোব গেটে, রাস্তা বন্ধ, হীরাপুর থানার তৎপরতায় রাস্তা পরিস্কার করা হয়।

    বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে গেল স্কোব গেটে, রাস্তা বন্ধ, হীরাপুর থানার তৎপরতায় রাস্তা পরিস্কার করা হয়।

    আলোক চক্রবর্তী/ বার্ণপূর :সোমবার রাত্রে হীরাপুর থানার স্কোব গেটের কাছে গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকাতে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়। খবর পেয়ে ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, কাউন্সিলর গুরমিত সিং ঘটনাস্থলে পৌঁছান। শিবানন্দ বাউড়ী জানান স্কোব গেটের কাছে একটা গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকার ফলে যাতায়াতের অসুবিধা হয় তিনি খবর পেয়ে ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলেন গাছ কেটে রাস্তা পরিস্কার করে দেবার জন্য কারণ এটা কারখানার দায়িত্ব এলাকায় কোন অসুবিধা হলে জরুরী ভিত্তিতে সেই কাজ করা কিন্তু তার আগেই হীরাপুর থানার আধিকারিক লোক দিয়ে গাছ কেটে রাস্তা পরিস্কার করে দিয়েছেন হীরাপুর থানার আধিকারিককে ধন্যবাদ জানান।

  • আর জি কর কাণ্ডর পর মেয়েদের ও মহিলাদের আত্ম নির্ভরশীলতা গড়তে মিশন জিন্দেগী।

    আর জি কর কাণ্ডর পর মেয়েদের ও মহিলাদের আত্ম নির্ভরশীলতা গড়তে মিশন জিন্দেগী।

    মহিলাদের আত্ম নির্ভরশীলতা গড়তে মিশন জিন্দেগী।

    বার্নপুর:-প্রায় প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের আত্মসুরক্ষা করার উদ্দেশ্যে বার্ণপুরের মিশন জিন্দেগী ট্রাষ্ট ৫ বছর থেকে ৫০ বছরের মহিলাদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রাষ্টের সভাপতি সুকেন্দার শর্মা জানান প্রত্যেক রবিবার বার্ণপুরের গুরুদোয়ারার মাঠে গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির ও সদস্যদের সহায়তায় এই
    প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে

  • ঝাড়খণ্ড সরকারের অবৈধ লটারি টিকিটের বিক্রির খবরে পালিয়ে বাঁচলো বিক্রেতা।

    ঝাড়খণ্ড সরকারের অবৈধ লটারি টিকিটের বিক্রির খবরে পালিয়ে বাঁচলো বিক্রেতা।

    আলোক চক্রবর্তী:- ঝাড়খণ্ড সরকারের অবৈধ লটারি টিকিটের বিক্রির খবরে পালিয়ে বাঁচলো বিক্রেতা।পশ্চিম বাংলার সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড সরকারের লটারীর টিকিটকে অবৈধ ঘোষণা করলেও বিভিন্ন জায়গায় অবৈধ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার প্রায় সব জায়গায় এই অবৈধ লটারির টিকিট পুলিশ প্রশাসনের সামনে বিক্রি হচ্ছে, খবর পেয়ে প্রতিনিধিরা গেলে লটারী বিক্রেতারা অস্বীকার করে এবং অনেক সময় লিটারি বিক্রেতারা ক্যামেরা দেখে পালিয়ে যায়। ঝাড়খন্ড লটারি মারমার বিক্রি হচ্ছে কুলটি ,বারাবানি ,সালানপুর এই বিভিন্ন এলাকায় নিশ্চিত রয়েছে পুলিশ প্রশাসন। কার মধুতে এই ঝাড়খন্ড লটারি বিক্রি হচ্ছে। কেন পুলিশ তাদেরকে ধরছেনা রাজ্য সরকারের ট্যাক্সকে ফাঁকি দিয়ে এই ঝাড়খন্ড লটারি বিক্রি করছে বিক্রেতারা তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলছে ঝারখান থেকে আসছে বলে আমরা বিক্রি করছি যদি এখানে আসে না ঝাড়খন্ড লটারি তাইলে আমরা কি করে বিক্রি করব নিশ্চয়ই কারো মজাতে এখানে এই লটারি প্রবেশ করছে যার ফলে রাজ্য সরকারের ট্যাক্সের চুরি হচ্ছে। কেন পুলিশ কোন রকম পদক্ষেপ নিচ্ছে না এই বেআইনি লটারি বিক্রেতার বিরুদ্ধে। পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন এই বিষয়ে আমরা দেখছি কিন্তু জানিনা ঝারখান্ড লটারি বিক্রি করতে পারে কিনা এই বিষয়টা আমি পুরো পুরি জানিনা আমি খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আমাদের আধিকারির সাথে কথা বলবো। এবং এরপরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

    ঝাড়খণ্ড লটারি ফাঁকি দিচ্ছে রাজ্য সরকারের ট্যাক্স বিক্রি হচ্ছে বারাবানি এলাকায়
  • প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রতিবাদী মিছিল    আসানসোলে।

    প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রতিবাদী মিছিল    আসানসোলে।

    আলোক চক্রবর্তী:-তিলোত্তমার বিচারের দাবিতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আসানসোলের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা আদালত চত্বরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রতিবাদী মিছিল বার করে। কালচারাল এবং লিটারেলী ফোরাম অফ বেঙ্গল আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদী মিছিল বার করা হয়। জিতেন্দ্র তিওয়ারি জানান তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতার পর আসানসোলে কালচারাল এবং লিটারেলী ফোরামের উদ্যোগে শহরের বিশিষ্ট সাহিত্যিক, কবি, লেখক ও শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা বৃষ্টিকে উপেক্ষা করে গান্ধী মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রতিবাদী মিছিল বার করে প্রতিবাদী গাণ ও কবিতা করবেন।

    প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রতিবাদী মিছিল আসানসোলে।
  • মূখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভ পৌরনিগমের সামনে।

    মূখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভ পৌরনিগমের সামনে।

    আলোক চক্রবর্তী:-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক ধর্ষিত হবার পর খুন হয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংঘটন বিক্ষোভ দেখান। সোমবার সকালে বৃষ্টির মধ্যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা আসানসোল পৌরনিগমের সামনে অবস্থান বিক্ষোভ দেখান। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিভিন্ন সদস্যরা। অবস্থান বিক্ষোভ দেখাবার পর তারা দক্ষিণ থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

  • জাতীয় সড়কের মেরামতের কাজ শুরু। দুর্ঘটনা থেকে এরাবার জন্য মানুষের সুরক্ষার জন্য

    জাতীয় সড়কের মেরামতের কাজ শুরু। দুর্ঘটনা থেকে এরাবার জন্য মানুষের সুরক্ষার জন্য

    আলোক চক্রবর্তী:-১৯ নম্বর জাতীয় সড়কের মেরামতের কাজ শুরু। আসানসোল জুবিলী মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রাস্তা তৈরী করার উদ্দ্যোগ নিয়েছে ১৯ নম্বর জাতীয় সড়ক কতৃপক্ষ। জাতীয় সড়ক কতৃপক্ষর ইঞ্জিনিয়ার জানান তারা রাস্তা মেরামত করছেন কিন্তু অবিরাম বৃষ্টির ফলে আবার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে সেইজন্য পাকাপাকি ভাবে রাস্তা মেরামত করা হচ্ছে আগামী চারদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এনএইচএ বিভিন্ন জায়গা বড় বড় গর্ত হয়ে গেছে যার ফলে দুর্ঘটনা নিত্যদিন হচ্ছে। বহু মানুষ প্রাণ হারিয়েছে এইরকম গর্তের দুর্ঘটনায় তাই এনেচের এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে এই কাজ শুরু করা হয়েছে এই কাজ নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন ডি সি ট্রাফিক এনএইচের আধিকারির কাছে আবেদন জানায়। এই চিঠি পাওয়ার পর এনএইচের আধিকারি পুজোর আগেই সমস্ত রাস্তা কাজ আরম্ভ করে দিয়েছে জানালেন আধিকারি এনএইচের পুলিশ অধিকারী উপস্থিত ছিলেন নর্থ ট্রাফিকের আশরাফুল

  • দূর্গাপূজার আগে রাস্তা, লাইট ঠীক করা হবে

    দূর্গাপূজার আগে রাস্তা, লাইট ঠীক করা হবে

    Street Light file photo

    আলোক চক্রবর্তী :-আসানসোল পৌরনিগমের ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী সোমবার জানান রাজ্যের বিভিন্ন দূর্গাপূজার কমিটিদের আর্থিক অনুদান বৃদ্ধি করে তাদের উৎসাহিত করছেন সাথে জনগণকে পূজোর আনন্দ উপভোগ করার জন্য উৎসাহিত করছেন। পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুর এলাকায় বিভিন্ন দূর্গাপূজার কমিটিও আর্থিক অনুদান পেয়েছেন, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন বরো চেয়ারম্যানকে রাস্তা, লাইট ঠীক করার নির্দেশ দেওয়া হয়েছে। পূজোর আগে বার্ণপুর এলাকায় সমস্ত রাস্তা ঠীক করার পাশাপাশি আলোকোজ্জ্বল করা হবে।

  • সুমথপল্লীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা।

    সুমথপল্লীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা।

    আলোক চক্রবর্তী :- আসানসোল শহরের বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ও পুলিশ টহল বাড়লেও কমছে না ছিনতাইয়ের ঘটনা। রবিবার রাত্রে আসানসোল পৌরনিগমের ৪৮ নং ওয়ার্ডের সুমথ পল্লীর বাসিন্দা ব্যাবসায়ী দিপঙ্কর চ্যাটার্জী মোটরবাইক নিয়ে বাড়ী ফেরার সময় এলাকায় এক ছিনতাইকারীর ক্ষপরে পড়েন কোনরকম ভাবে তিনি রক্ষা পান। দীপঙ্কর চ্যাটার্জী জানান তিনি মোটরবাইক করে বাড়ী ফেরার সময় এলাকায় এক মোড়ে এক যুবক তার রাস্তা আটকায় এবং আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে পয়সা দিতে বলে কিন্তু তিনি ভয় না খেয়ে ছিনতাইকারীর কলার শক্ত করে ধরে ফেলে চীৎকার করতে থাকেন ধস্তাধস্তিতে তিনি টালমাটাল হয়ে মোটরবাইক থেকে পড়ে গেলে ছিনতাইকারী হাত ছাড়িয়ে রাসডাঙ্গার দিকে দৌড়ে পালায়। ঘটনার পর সুমথপল্লীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে

    সুমথপল্লীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা।
  • বার্নপুর স্টেশন রোড টিএমসি পার্টি অফিসের সামনে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ও আসানসোল পৌর নিয়মে মেয়র বিধান উপাধ্যায়

    বার্নপুর স্টেশন রোড টিএমসি পার্টি অফিসের সামনে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ও আসানসোল পৌর নিয়মে মেয়র বিধান উপাধ্যায়

    রক্তদান শিবিরে উপস্থিত রাজ্যের মন্ত্রী ও আসানসোল পৌর নিগমের মেয়র

    আসানসোল: আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ড পরোপিতা অশোক রুদ্রের নেতৃত্বে বার্নপুর স্টেশন রোড তৃণমুল পার্টি কার্যালয় সামনে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে রাজ্যের আইন ও বিচার এবং শ্রম  মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন । আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসি মূল হক, ডেপুটি মেয়র ও পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্তি ছিলো।
    এখানে 50 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই উপলক্ষে, মলয় ঘটক অমরনাথ চ্যাটার্জি বিধান উপাধ্যায় ওয়াসিম উল হক অভিজিৎ ঘটক সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন যে রক্তের অভাবে কারো জীবন না যাক এবং আমাদের রাজ্য সরকার যেভাবে কাজ করছে এই ধরনের বিভিন্ন রক্তদান শিবির আয়োজন করছে আমাদের রাজ্য সরকার এবং আমাদের দল। তার জন্য মানুষের অনেক প্রাণহানি থেকে বাঁচতে পারছে। রক্ত কোনো বিকল্প নয় তাই রক্তদান শিবির হওয়া উচিত আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের কর্মীদেরকে আমাদের দলের নেতাদেরকে যারা এই ধরনের অনুষ্ঠান করে।  সেজন্য রক্তদানের খুব প্রয়োজন। অশোক রুদ্র বলেন এই রক্তদান উৎস আমরা প্রত্যেক বছর করি এবং মানুষের জন্য সমস্ত সময় আমরা প্রস্তুত থাকি। সাহায্যের হাত বাড়াবার জন্য তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা এই রক্তদানের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারই নির্দেশে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি এর ছাড়াও সারা বছর আমরা সামাজিক মূল্য কাজ করি এবং নিজের বিভিন্ন ওয়ার্ডে রাজ্য সরকার আসানসোল পৌর নিগমের সাহায্যে অনেক মানুষের কাজ করি।

  • আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি সালানপুরের গ্রামে ধিক্কার মিছিল                      

    আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি সালানপুরের গ্রামে ধিক্কার মিছিল                      

    আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদের আওয়াজ এবার শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়ছে।রবিবার আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাসুদেবপুর দূর্গা মন্দির থেকে জেমারী গেট পর্যন্ত ধিক্কার মিছিল করা হয়। সেই মিছিলে পুরুষ, মহিলা থেকে শুরু করে যুবক, যুবতী ও কিশোর এবং কিশোরীরা পায়ে পা মেলান। মিছিলের মধ্যেই আওয়াজ উঠে ” তিলোওমার তোমার রক্ত হবে নাকো ব্যর্থ”, “ইউ ওয়ান জাস্টিস”।

    আরজি করের ঘটনা / সালানপুরে ডিওয়াইএফআইয়ের প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ

    DYFI বিক্ষোভ ও মিছিল আর জি কার কান্ডো কে নিয়ে

    সালানপুর, ২৫ আগষ্টঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআইয়ের সালানপুর লোকাল কমিটির ডাকে রবিবার আরজি করের ঘটনায় মূল দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল হয়। মিছিলটি নিমতলা বাস স্ট্যান্ড থেকে শুরু হয় দেন্দুয়া মোড় পর্যন্ত যায়। এই মিছিলে পায়ে পা মেলান প্রচুর মানুষ। মিছিলের শেষে দেন্দুয়া মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক ভিক্টর আচার্য্য, জেলা কমিটির সদস্য আবীর ঘোষ,লোকাল কমিটির সদস্য চন্দন বাউরি, শম্ভু বাউরি সহ আরো অনেকে।