


আলোক চক্রবর্তী জামুড়িয়ে:- মঙ্গলবার নবান্নে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়াতে কলকাতার সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জামুড়ীয়া বাজারে বিজেপির কর্মীরা বন্ধ সমর্থনে দোকান বন্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে হাতাহাতি এবং ধ্বস্তাধস্তি হয় খবর পেয়ে পুলিশ এসে বিজেপি কর্মীদের আটক করে নিয়ে গেছে। বিজেপির কর্মী জানান মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বুধবার ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি সেই বন্ধ সমর্থনে জামুড়ীয়া বাজার বন্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে বাধা দেওয়াতে উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ বিজেপির কর্মীদের আটক করে নিয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা জানান মঙ্গলবার নবান্ন অভিযানে বিজেপি এবং সিপিএমের কর্মীরা যুব অভিযানের নামে নবান্নতে অশান্তি করতে গেছিল পুলিশ কড়া হাতে সেটা আটকেছিল, বিজেপি এবং সিপিএম যৌথভাবে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিলেও জামুড়ীয়ার জনগণ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া কোন সরকার রাজ্য চালাতে পারবে না তাই জামুড়ীয়ার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধের বিরোধিতা করে দোকান খুলেছেন গাড়ী যাতায়াত করছে।

































