Blog

  • জামুড়ীয়াতে বন্ধ নিয়ে চরম বিশৃঙ্খলা আটক বিজেপির কর্মীরা।

    জামুড়ীয়াতে বন্ধ নিয়ে চরম বিশৃঙ্খলা আটক বিজেপির কর্মীরা।

    আলোক চক্রবর্তী জামুড়িয়ে:- মঙ্গলবার নবান্নে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়াতে কলকাতার সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জামুড়ীয়া বাজারে বিজেপির কর্মীরা বন্ধ সমর্থনে দোকান বন্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে হাতাহাতি এবং ধ্বস্তাধস্তি হয় খবর পেয়ে পুলিশ এসে বিজেপি কর্মীদের আটক করে নিয়ে গেছে। বিজেপির কর্মী জানান মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বুধবার ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি সেই বন্ধ সমর্থনে জামুড়ীয়া বাজার বন্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে বাধা দেওয়াতে উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ বিজেপির কর্মীদের আটক করে নিয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা জানান মঙ্গলবার নবান্ন অভিযানে বিজেপি এবং সিপিএমের কর্মীরা যুব অভিযানের নামে নবান্নতে অশান্তি করতে গেছিল পুলিশ কড়া হাতে সেটা আটকেছিল, বিজেপি এবং সিপিএম যৌথভাবে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিলেও জামুড়ীয়ার জনগণ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া কোন সরকার রাজ্য চালাতে পারবে না তাই জামুড়ীয়ার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধের বিরোধিতা করে দোকান খুলেছেন গাড়ী যাতায়াত করছে।

  • বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা।

    বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা।

    বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। আর এদিন কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে এই তৃণমূল শ্রমিক সংগঠনের জমায়েতে আসেন তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।
    তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সহ রাজ্যের অন্যান্য জেলার কল-কারখানাতে এই বন্ধের কোন প্রভাব পড়েনি।

  • এলাকার কুকুরকে নির্মম ভাবে মারার জন্য থানায় অভিযোগ করলো পশুপ্রেমীরা।

    এলাকার কুকুরকে নির্মম ভাবে মারার জন্য থানায় অভিযোগ করলো পশুপ্রেমীরা।

    লাঠি দিয়ে কুকুরকে মারার ছবি সিসিটিভিতে

    আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সোসাল মিডিয়ায় কুকুরকে নির্দয়ভাবে মারার সিসি টিভি ফুটেজ ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়ায় আসানসোল শহরে, ফুটেজ দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় পশুপ্রেমী সংঘটনের সদস্যারা। সোসাল মিডিয়ায় পোস্ট করা সিসি ফুটেজের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মহিশীলা কলোনির সানভিউ পার্কের কোন এক জায়গায় চার পাঁচটা কুকুর নিজেদের মধ্যে খেলছিল এবং ডান্ডা হাতে নিয়ে এক ব্যাক্তি সেখানে এসে একটা কুকুরকে ডান্ডা দিয়ে তার কোমড়ে আঘাত করে কোনরকমে কুকুরটা অন্যদিকে পালিয়ে যায়। ঐ ভাইরাল ভিডিও দেখে আসানসোলের পশু প্রেমী সংঘটনের সদস্যা লিপিকা চক্রবর্তী, তারা নাগ, দেবরাজ কর্মকার এবং সৌরিশ গড়াই ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতিকে শনাক্তে করতে সক্ষম হয়।জানা যায় উক্ত ব্যাক্তির নাম সুকান্ রায় এবং তিনি যুবকদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। পশু প্রেমী সংস্থার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অবলা জীবকে প্রাণ নাশের অভিযোগ জানান এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান । পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তী জানান ইতিপূর্বে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙ্গায় এক ব্যাক্তি রাস্তার কুকুরকে নির্দয়ভাবে মেরে হত্যা করে ঐ ব্যাপারে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করাতে রাস্তার কুকুরদের উপর পাশবিক অত্যাচার বেড়ে চলেছে।

  • ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো/ সাংবাদিক সম্মেলনে বললেন আসানসোলের ডিআরএম

    ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো/ সাংবাদিক সম্মেলনে বললেন আসানসোলের ডিআরএম

    আসানসোল DRM সাংবাদিক সম্মেলন করে

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:- পূর্ব রেলের আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং মঙ্গলবার দুপুরে আসানসোলে ডিরআরএম কার্যালয়ের নিউ কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের নতুন ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে বলেন, যখন এনপিএস আনা হয়েছিল, তখন তার মধ্যে এমন কিছু বলা ছিল যা নিয়ে রেল কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ দেখা গিয়েছিলো। তাই কেন্দ্রীয় সরকার এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছিলো। এবার তাই একটি নতুন পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস আনা হয়েছে। 
    তিনি বলেন যে, এই নতুন পেনশন নীতিতে পুরানো পেনশন নীতির প্রতিটি ভাল জিনিস রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে এই ইউনিফাইড পেনশন স্কিমটি এনপিএস থেকে অনেক ভাল বলে তিনি দাবি করেন। ডিআরএম বলেন যে, ইউনিফাইড পেনশন স্কিমে গ্র্যাচুইটির ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ইউনিফাইড পেনশনও পাওয়া যাবে এই স্কিমের অধীনে। ন্যূনতম ১০ বছরের মধ্যে পেনশন শুরু হবে। একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে। অর্থাৎ পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ পেনশন দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনের ৬০ শতাংশ দেওয়া হবে।

    তিনি বলেন যে এটা দেখা যাচ্ছে যে ২০০৪-এর আগে নিয়োগ হওয়াদের সাথে ২০০৪-এর পরে নিয়োগ হওয়াদের পেনশন সুবিধার অসঙ্গতি দূর করতে কেন্দ্রীয় সরকারের সম্মতিতে রেলওয়ের এটি একটি খুব বড় পদক্ষেপ ছিল। তিনি বলেন এটি একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। যা সমস্ত সরকারী কর্মচারীদের পক্ষে ভালো ।

  • কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

    কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

    মনোজ শর্মা /আলোক চক্রবর্তী জামুরিয়া:-পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন জামুড়ীয়ার কংগ্রেস নেতা ফিরোজ খান। সম্প্রতি ফিরোজ খান ফেসবুক লাইভে দেবেশ চক্রবর্তীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাথে যোগসাজশ করে কংগ্রেস দলকে ধ্বংস করতে চাইছে, নিজের এলাকার কংগ্রেসের সংঘটন শক্তিশালী না করে বিভিন্ন ব্লকে কংগ্রেসের সংঘটন শক্তিশালী না হবার কারণ জিজ্ঞেস করছেন। দেবেশ চক্রবর্তী ভালো সাংঘটনিক নেতা না হবার কারণ জেলার কংগ্রেসের অবস্থা খারাপ তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যোগসাজশ করে কংগ্রেস দলকে শক্তিশালী করতে চাইছেন না।

    ফিরোজ খান কংগ্রেস নেতা
  • চাকরির দাবিতে ধর্ণা বিধবা।

    চাকরির দাবিতে ধর্ণা বিধবা।

    ইসিএলের কাজোড়া এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারীতে মৃত খনি কর্মীর চাকরির দাবিতে ধর্ণাতে বসলেন তাঁর বিধবা স্ত্রী বেদুনী মাঝি

    চাকরির দাবিতে ধর্না

    আলোক চক্রবর্তী/অন্ডাল:- ইসিএলের কাজোড়া এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারীতে মৃত খনি কর্মীর চাকরির দাবিতে ধর্ণাতে বসলেন তাঁর বিধবা স্ত্রী বেদুনী মাঝি। দশ বছর আগে বেদুনী মাঝির স্বামী খনি কর্মীর কোন কারণে মৃতু হয় বারবার খনি কতৃর্পক্ষর কাছে আবেদন করে কোন লাভ না হওয়ায় অগত্যা কোলিয়ারীর সামনে ধর্ণা বিক্ষোভে বসেন বলে জানান মৃতর স্ত্রী বেদুনী মাঝি। কোলিয়ারীর খনি সংঘটন কে কে এস সির সভাপতি গৌতম মন্ডল জানান বেদুনী মাঝির স্বামী লক্ষীরাম মাঝি মুকুন্দপুর কোলিয়ারীতে লোডারের কাজ করতো কোন কারণে তার হঠাৎ মৃতু হয় কোম্পানির আইনে কর্মীর মৃতুতে তার পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে এবং তার স্ত্রী বেদুনী মাঝি মনোনীত হয়। কতৃপক্ষ চাকরির জন্য কিছুদিন অপেক্ষা করতে বললেও দশ বছরে তার চাকরি না হওয়াতে সংঘটন খনি বন্ধ করে বেদুনী মাঝির সাথে ধর্ণাতে অংশগ্রহণ করেছে ।

  • चेली डंगाल के बाद अब मोहिशीला मे कुत्ते को डंडे से मारकर कमर तोड़ा…

    चेली डंगाल के बाद अब मोहिशीला मे कुत्ते को डंडे से मारकर कमर तोड़ा…

    CCTV footage

    पब्लिक न्यूज ब्यूरो/ आसनसोल, पश्चिम बंगाल आसनसोल साउथ थाना अंतर्गत मोहिशीला के सन विव पार्क इलाके से एक हैरान कर देने वाली घटना सामने आई है, जिस घटना का एक सिसिटीवी फुटेज भी सोसल मिडिया पर जमकर वायरल हो रहा है, जिस विडिओ मे यह साफ देखा जा सकता है की चार स्ट्रीट डॉग सड़क के किनारे इधर -उधर घूम रहे हैं, उसी बिच एक सक्स अपने हाँथो मे एक डंडा लेकर आता है और एक स्ट्रीट डॉग के कमर पर इतनी जोरदार तरीके से डंडे से मारता है की उस स्ट्रीट डॉग की कमर टूट जाती है और वह इधर -उधर गिरता -पड़ता अपनी जान बचाने की कोसिस करता है, हालांकि घटना के बाद वह स्ट्रीट डॉग बुरी तरह घायल है, वहीं वायरल विडिओ को देख आसनसोल के पशु प्रेमी लिपिका चक्रवर्ती, तारा नाग, देब राज कर्मकार और सोरिस गोराई घटना स्थल पर पहुँच स्ट्रीट डॉग को बेरहमी से डंडे मारकर कमर तोड़ने वाले व्यक्ति की पहचान कर ली है, जिसका नाम सुकांतो राय है, जो युवकों को कराटे और मार्शल आर्ट सिखाता है, वहीं पशु प्रेमियों ने आरोपी सुकांतो राय के खिलाफ आसनसोल साऊथ थाना मे एक लिखित शिकायत भी दर्ज करा दी है और दोषी सुकांत राय के ऊपर कानूनी कार्रवाई करने की मांग की है, पशु प्रेमी लिपिका ने बताया की इससे पहले आसनसोल साऊथ पुलिस फाड़ी अंतर्गत चेली डंगाल इलाके मे भी एक व्यक्ति ने एक स्ट्रीट डॉग को डंडे से बेरहमी से पिट -पीटकर मौत के घाट उतार दिया, जिसके ऊपर भी उन्होने साऊथ पुलिस फाड़ी मे लिखित शिकायत की है, लिपिका ने यह दुख जताते हुए कहा की वह बेजुबानो के ऊपर अत्याचार करने वालों के खिलाफ शिकायत तो करती हैं पर पुलिस द्वारा समय पर उचित कार्रवाई नही होने के कारण कुछ बेज़ुबान मासूम कुत्तों पर अत्याचार करने वाले लोगों का मनोबल बढ़ जाता है और वह इस तरह की घटना को बिना डर और बिना किसी भय के लगातार अंजाम दे रहे हैं, लिपिका ने कहा की उनके जैसे ऐसे कई पशु प्रेमी हैं जो आवारा पशुओं को खाना खिलाने से लेकर उनकी समय -समय पर स्वास्थ्य जाँच कर अगर वह बीमार हुए तो उनका इलाज करते हैं

  • জামুড়ীয়ার বেসরকারি কারখানায় সোলার প্যানেল উদ্বোধন।

    জামুড়ীয়ার বেসরকারি কারখানায় সোলার প্যানেল উদ্বোধন।

    মনোজ শর্মা/জমুরিয়া :- পশ্চিম বর্ধমান জেলার জামুড়ীয়া শিল্পতালুকে সুপার স্মেলটার কারখানায় ১৯৮০.৩ কিলোওয়াট পাওয়ারের সোলার প্যানেল লাগানো হয়েছে। মঙ্গলবার এই সোলার প্যানেলের উদ্বোধন করলেন টাটা সোলার কোম্পানির ম্যানেজার এস সিংহানিয়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল আশিষ রঞ্জন প্রসাদ। কর্নেল জানান কেন্দ্রীয় সরকারের মুফত বিজলি ঘর প্রকল্পে সাধারণ জনগণ বাড়ীর ছাদে সোলার প্যানেল লাগাতে পারবেন এবং পয়সা না থাকলে কেন্দ্রীয় সরকারের ব্যাংককে নির্দেশ দিয়েছেন কম সুদে ঋন দিতে যারমধ্যে কেন্দ্রীয় সরকার ভরতুকিও দেবেন।

  • কল্যানেশ্বরীতে মোবাইল দোকানে ভয়াবহ চুরির ঘটনায় আতঙ্ক।

    কল্যানেশ্বরীতে মোবাইল দোকানে ভয়াবহ চুরির ঘটনায় আতঙ্ক।

    CCTV camera

    আলোক চক্রবর্তী/কুলটি :-কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ীর অন্তর্গত কল্যানেশ্বরীতে অর্ক টেলিকম এন্ড স্টুডিও ফ্ল্যাশ ভিশন নামে এক বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে রবিবার রাত্রে। দোকানের মালিক জয়ন্ত সেন জানান তার দোকানে মোবাইল ফোন, ক্যামেরা, ল্যাপটপ,হেডফোন, সিমকার্ড সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রি হয়। রবিবার তার শরীর খারাপ থাকাতে তিনি দোকানে আসেন নি সোমবার সকালে দোকান খুলে দেখেন তার দোকানের ছাদ ফুটো এবং দোকানের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে, দোকানে রাখা সব মূল্যবান জিনিস চুরি করে নিয়েছে চোররা।আনুমানিক লক্ষাধীক টাকার উপর ক্ষতি হয়েছে বলে জানা গেছে তিনি জানান এই রকম ঘটনা আগে কোনদিন ঘটে নি তাই এই চুরির ঘটনায় আশেপাশের দোকানদারদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব জানার পর সিসি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।

    চুরির পর দোকানের দৃশ্য
  • রং তুলিতে আর জি কর ঘটনার প্রতিবাদ আসানসোলে

    রং তুলিতে আর জি কর ঘটনার প্রতিবাদ আসানসোলে

    আলোক চক্রবর্তী /আসানসোল:-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করার পর পশ্চিম বাংলার সাথে গোটা বিশ্বে সর্বস্তরের জনগণ দোষীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বার করেছে নারী-পুরুষ সহ সর্বসাধারণ। আসানসোল শহরে ইতিপূর্বে ভগৎ সিং মোড়ে, বিএন আর মোড়ে বিভিন্ন সংঘটন আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ, ধর্ণা, মিছিল বার করা হয়েছে। মঙ্গলবার প্রচন্ড বৃষ্টির মধ্যে শিল্পাঞ্চলের উঠতি চিত্রকররা রং তুলিতে আর জি করের ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবিতে ছবির মাধ্যমে প্রতিবাদ করলেন। ইন্দ্রদীপ কোনার নামে এক চিত্রকর জানান গত ৯ আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিল্পাঞ্চলের সমস্ত চিত্রকররা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে ছবির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে তাদের দাবি আগামী দিনে এই রকম ঘটনা না ঘটে সরকারকে নজর রাখতে হবে।