বৃহস্পতিবার সকালে আসানসোল থেকে দূর্গাপুরগামী মদ ভর্তি একটা ট্রাক জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মেরে উল্টে যায়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় পুলিশের কাছে খবর গেলে পুলিশ তৎপরতার সাথে ক্রেন এনে ট্রাকটাকে সোজা করে এবং রাস্তায় ভাঙা মদের বোতল তুলে রাস্তা পরিস্কার করে দেয়। ঘটনাস্থলে এক্সসাইজ দপ্তরের আধিকারিক পৌঁছে তদন্ত শুরু করেছেন।





































