
পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।কাঁকসা বিডিও অফিসে গ্রুপ ডি কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। শুভঙ্কর কে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনেও যোগদান করতে দেখা গিয়েছিল। আরজি করে তরুণী ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে বিচার চাইতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে শুভঙ্কর পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচারে পুলিশকে মারধোরের সময় শুভঙ্কর কে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশকে মারধোরের ঘটনায় শুভঙ্কর প্রথম সারিতে ছিলেন। তিনি পুলিশকে মারধর করছিলেন এবং পুলিশকে লক্ষ করে ইঁট পাটকেল ছুড়ছিলেন। যার সরাসরি সম্প্রচারের সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। সেই ছবি পরে ভাইরাল হতেই পুলিশ তার খোঁজ শুরু করে। সূত্র মারফত খবর পেয়ে হাওড়া জেলার পুলিশ দুর্গাপুরের স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাওড়ার উদ্দেশ্যে নিয়ে যায়। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন,শুভঙ্কর গত কয়েকদিন ধরে অনুপস্থিত রয়েছে।তার বাড়ি কালীগঞ্জ এলাকায়।খবরটা তারা পেয়েছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে।তবে পুলিশকে মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাতে তাকে দেখা গেছে।
































