Blog

  • মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ।

    মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ।

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।কাঁকসা বিডিও অফিসে গ্রুপ ডি কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। শুভঙ্কর কে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনেও যোগদান করতে দেখা গিয়েছিল। আরজি করে তরুণী ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে বিচার চাইতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে শুভঙ্কর পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচারে পুলিশকে মারধোরের সময় শুভঙ্কর কে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশকে মারধোরের ঘটনায় শুভঙ্কর প্রথম সারিতে ছিলেন। তিনি পুলিশকে মারধর করছিলেন এবং পুলিশকে লক্ষ করে ইঁট পাটকেল ছুড়ছিলেন। যার সরাসরি সম্প্রচারের সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। সেই ছবি পরে ভাইরাল হতেই পুলিশ তার খোঁজ শুরু করে। সূত্র মারফত খবর পেয়ে হাওড়া জেলার পুলিশ দুর্গাপুরের স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাওড়ার উদ্দেশ্যে নিয়ে যায়। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন,শুভঙ্কর গত কয়েকদিন ধরে অনুপস্থিত রয়েছে।তার বাড়ি কালীগঞ্জ এলাকায়।খবরটা তারা পেয়েছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে।তবে পুলিশকে মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাতে তাকে দেখা গেছে।

  • *পুজোয় দার্জিলিঙের জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে পূর্বরেল

    *পুজোয় দার্জিলিঙের জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে পূর্বরেল

    আগামী ৯ অক্টোবর (বুধবার) দুর্গা ষষ্ঠী আর বেশিরভাগ বাঙালি ঠিক ষষ্ঠীর দিনটাই বেছে নেন বেড়াতে যাওয়ার জন্য। কেউ যাবেন পুরী , কেউ কাশ্মীর,  কেউবা  যাবেন দার্জিলিং। কিন্তু সময় মত টিকিট কাটা হয়নি, বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লাইন লম্বা। এদিকে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছেও আপনার আছে। চিন্তা কিসের?  মুশকিল আসান পূর্ব রেল তো আছে আপনাদের সাথে।

    অক্টোবর মাসের ৯ তারিখ , সোলো তারিখ, তিরিশ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন ( আপ)। ট্রেনটি হাওড়া থেকে রাত এগারো টা পঞ্চানো মিনিটে ছেড়ে  ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল দশ টা পয়েন্টালিয়েশ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিঙে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের দশ, সাতারও, একতিরিশ এবং নভেম্বর মাসের ৭ তারিখ  নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে (ডাউন)। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর বারোটা পয়েন্টালিশ মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে রাত বারোটা দশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি ২ টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি ২ টায়ার, পাঁচটি এসি ৩ টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

  • পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার

    পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর তাত পুকুর এলাকায়।
    স্থানীয় বাসিন্দা বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন,সকাল ১০টা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে যান।তখনই তিনি কিছু একটা জলের মধ্যে ভাসতে দেখেন। এরপর তিনি কাছে গিয়ে বুঝতে পারেন কোন মহিলার মৃতদেহ ভাসছে তার পুকুরে।
    তৎক্ষণাৎ তিনি জামালপুর থানার পুলিশকে খবর দিলে।
    খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।যে দেহটি উদ্ধার হয় সেটি একটি মহিলার বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার কোন নাম পরিচয় জানা যায়নি। মহিলার পরিচয় জানতে ও মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • রেলের জায়গার বস্তি উচ্ছেদ,অবস্থান বিক্ষোভে ১০০ টি পরিবার

    রেলের জায়গার বস্তি উচ্ছেদ,অবস্থান বিক্ষোভে ১০০ টি পরিবার

    পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকো আমবাগান এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে । মূলত পূর্ব রেলের জায়গার উপর এই বস্তি থাকায় এমনই দাবি করে রেলের তরফে কিছু দিন আগে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তি বাসীরা।
    বস্তি বাসীরা জানান ৫০ বছরেরও বেশি দিন ধরে এই জায়গার ওপর তাদের বসবাস। প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। স্বাভাবিক ভাবেই কোনো ভাবেই জায়গা ছাড়া যাবে না।
    রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেও বৃহস্পতিবার নির্ধারিত দিনে রেলের আধিকারিকরা উচ্ছেদ করতে না আসায়। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসীরা।
    যেকোনো মুহূর্তে রেলের আধিকারিকরা বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করতে হাজির হতে পারেন। কিন্তু সেই সময়টা কখন আসবে সেই নিয়েই আতঙ্কিত বস্তিবাসী।
    পাশাপাশি বস্তি বাসীরা বাসস্থান ছেড়ে না যাওয়ার জন্য রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ৫০-৬০ টি পরিবার।
    অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল পুলিশের বিপক্ষে দাঁড়ান বস্তি বাসীরা।
    জানা গিয়েছে,রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন,শেষমেশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বস্তির মানুষদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।

  • আরজিকর কাণ্ডে ছবি এঁকে প্রতিবাদ অংকন শিল্পীদের

    আরজিকর কাণ্ডে ছবি এঁকে প্রতিবাদ অংকন শিল্পীদের

    পূর্ব বর্ধমান:-আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে যখন দেশজুড়ে দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন স্তরের মানুষ। সেই সময় বৃহস্পতিবার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় বর্ধমান কানলা রোডের পার্শ্ববর্তী এলাকায় ক্যানভাসে কবি এঁকে প্রতিবাদ জানালো শিল্পীরা।অর্থাৎ তুলির টানে আরজিকর ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি শিল্পকলার মাধ্যমে তুলে ধরেন তারা।এদিন আরজিকর হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তির দাবি জানান চিত্রশিল্পীরা ।তাদের এক টাই দাবি” we want justice” ।
    এদিন এলাকার বেশ কিছু চিত্রশিল্পীরা এই প্রতিবাদে এদিন সামিল হন।
    প্রতিবাদী শিল্পীরা জানিয়েছেন, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার সাথে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার প্রতিবাদ শুধু পশ্চিমবাংলা নয়। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশে নারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। একই সাথে আরজি করের ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেফতার করে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি তুলেছেন তারা। তবে তাদের দাবি রাস্তায় নেমে প্রতিবাদ নয়। ক্যানভাসে তুলির টানে প্রতিবাদের অভিনব চিন্তাভাবনা তাদের। চিত্রশিল্পীদের অভিনব প্রতিবাদ দেখে মুগ্ধ এলাকার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে চিত্রশিল্পীরাও যেভাবে ছবি এঁকে তাদের দাবি এবং প্রতিবাদ জানাচ্ছেন তা প্রশংসনীয়।

  • অক্সিজেনের অভাবে মৃত্যু প্রাক্তন রেল কর্মীর,রেল হাসপাতালে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

    অক্সিজেনের অভাবে মৃত্যু প্রাক্তন রেল কর্মীর,রেল হাসপাতালে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে। মৃতের নাম অমূল্য দাস।বয়স ৭৭ বছর। মৃতের পরিবারের অভিযোগ সকালে অমূল্য দাস অসুস্থ বোধ করায় তাকে পানাগড় রেলস্টেশন সংলগ্ন রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র স্থানান্তর করা হবে। সেইমতো আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে রোগীকে চাপানো হলে অসুস্থ অবস্থায় অমূল্য দাস কে দুর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পানাগড়ের দার্জিলিং মোড়ে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্সের চালক কে এই বিষয়ে জানানো হলে অ্যাম্বুলেন্সের চালক বলেন ভগবানের নাম নিয়ে চলুন কিছুই হবে না। এরপর এম্বুলেন্সে করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অমূল্য দাসকে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদয়রা দেহ ফের নিয়ে আসে পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে।পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্সে চাপানোর সময় তারা রেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সকে অ্যাম্বুলেন্সে সিলিন্ডারে অক্সিজেন আছে কিনা সেই বিষয়ে বারবার জিজ্ঞাসা করা হলে সব ঠিকঠাক আছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়। পরিবারের অভিযোগ যদি সব ঠিকই থাকত তবে পানাগড় থেকে বেরোনোর সময় অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন কিভাবে শেষ হয়ে যায়। শুধুমাত্র অক্সিজেনের অভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। যদিও এই বিষয়ে হাসপাতালের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএমের কার্যালয়ে বোমাবাজির ঘটনা / দুর্গাপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়দের

    ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএমের কার্যালয়ে বোমাবাজির ঘটনা / দুর্গাপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়দের

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-আরজি করের ঘটনার প্রতিবাদে নেমে বুধবার ডিওয়াইএফআইয়ের মিছিল ও সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছিলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম ও বিভিন্ন বাম সংগঠন। করা হয় মিছিল ও সভা। তা করতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে বচসা ও ধস্তাধস্তি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, আসানসোলর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, দূর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় সহ জেলা ও রাজ্য নেতৃত্ব এদিন রাস্তায় নামে।
    দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় সিপিএমের মিছিল। মিছিলের রুট ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর পুরনিগম পর্যন্ত যাওয়া। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াশ গান্ধী মোড়ের কাছ দিয়ে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে পুরনিগমের দিকে যাওয়ার চেষ্টা করে সিপিএম নেতৃত্ব। দুর্গাপুর পুরনিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন সিপিএম কর্মী ও সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে গোটা পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী।
    সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, আমাদের কর্মীদের ওপর নৃশংস ভাবে বোমা ছুঁড়ে হামলা চালালো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা। আর আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের ঘটনার বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএমের।
    অন্যদিকে এদিনের মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ ও তৃনমুল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি আরজি করের ঘটনা টেনে সতর্ক করেন সিভিক ভলেন্টিয়ারদেরকে।

  • शिक्षा रत्न सम्मान 2024 सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक को

    शिक्षा रत्न सम्मान 2024 सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक को

    प्रधानाध्यापक

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल : शिक्षक दिवस पर राज्य सरकार द्वारा प्रत्येक वर्ष शिक्षा के क्षेत्र में विशेष योगदान देनेवाले शिक्षकों को शिक्षा रत्न सम्मान दिया जाता है।  प्रत्येक जिल में उत्कृष्ट योगदान के लिए शिक्षकों को शिक्षा रत्न पुरस्कार से सम्मानित किया जाता है।  इस साल भी कई शिक्षकों को शिक्षा रत्न सम्मान दिया जाएगा 5 सितंबर यानी शिक्षक दिवस के अवसर पर इस कार्यक्रम का आयोजन किया जायेगा। इस साल भी कोलकाता के विश्व बांग्ला मेला प्रांगण  शिक्षकों को शिक्षा रत्न 2024 पुरस्कार से सम्मानित किया जाएगा ।
    इस बार पश्चिम बर्द्धमान जिले के रानीगंज स्थित सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक तापस कुमार चटर्जी को शिक्षारत्न सम्मान के लिए चुना गया है पश्चिम बंगाल सरकार के स्कूल शिक्षा विभाग के निदेशक द्वारा तापस कुमार चटर्जी को इसकी सूचना दी गई है और उन्हें 5 सितंबर को कोलकाता में विश्व बांग्ला मेला प्रांगण में उपस्थित रहने के लिए आमंत्रित किया गया है। रानीगंज क्षेत्र के लिए निश्चित रूप से यह एक बहुत सम्मान का विषय है कि यहां के एक स्कूल के प्रिंसिपल को इस बेहद प्रतिष्ठित पुरस्कार के लिए चुना गया है। उन्हें इस सम्मान के लिए चुने जाने पर राजीव मुखर्जी गांधी प्रसाद नोनिया मुकेश झा मनोज यादव अतनु दत्ता सुजात हुसैन मोहम्मद इमरान उदास चक्रवर्ती आदि ने बधाई दी।

  • পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পাবলিক নিউজঃডেস্ক আসানসোল:-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলেে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কাজি নজরুল ইসলামের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে জেলাশাসক এস পোন্নাবালাম ও আড্ডার চেয়ারম্যান কবি দত্ত স্বাধীনতা আন্দোলনে কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, কাজী নজরুল ইসলামের লেখা স্বাধীনতা প্রেমিকদের যেভাবে উজ্জীবিত করেছিল। তাদেরকে উৎসাহিত করেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সাহস যুগিয়েছিলেন তিনি যে সংগ্রামের চেতনা জাগিয়েছিলেন, তার কোনো নজির নেই। তারা বলেন, কাজি নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মূর্ত প্রতীক ছিলেন। তিনি এমন সব শ্যামা সঙ্গীত ও গান তৈরি করেছিলেন, যা আজও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে গাওয়া হয়। আমাদের জন্য গর্বের বিষয় যে কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

  • দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।

    দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।

    দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।বুধবার বিকালে দূর্গাপুরে ডিওয়াই এফ আইয়ের মিছিলে সংঘর্ষ এবং সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজির ঘটনায় নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি দূর্গাপুরে এসে রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। তিনি জানান রাজ্যের মূখ্যমন্ত্রী আন্দোলন দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিলেন পরবর্তীকালে তাদের মুক্তি দেওয়া হয়। বুধবারের দূর্গাপুরের হামলার ঘটনায় আরো একবার প্রমাণিত হয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা হামলা চালিয়েছিলেন তারমধ্যে তাদের প্রাক্তন কর্মীও উপস্থিত ছিলেন। রাজ্যের অপদার্থ পুলিশ গতকালের ঘটনা সামলাতে অসমর্থ, নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন আরো তীব্র হবে বলে জানান মিনাক্ষী মুখার্জি।