

পাবলিক নিউজঃ মনোজ শর্মা/অলোক চক্রবর্তী বারাবনী:-বারাবনি থানার রাণীগঞ্জ চটির বাসিন্দা ৫০ বছরের অশোক ব্যানার্জী দেওয়াল চাপা পড়ে গেলে বাড়ীর লোক তাকে প্রথমে কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতর কাকা ভোলানাথ ব্যানার্জী জানান তাদের গোয়াল ঘর আছে সেখানে ২৫ টা গরু থাকে এবং ভাইপো অশোকের গোয়ালে সাতটা গরু থাকে সোমবার সকালে তার ভাইপো এসে বলে গোয়ালের গরুগুলো বার করে নিতে যেকোনো সময়ে ভেঙে পড়ে যেতে পারে দুজনে গোয়াল ঘরে গরু খুলতে যাবার দুমিনিটের মধ্যে গোয়াল ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়, কোনরকম ভাবে তিনি বার হয়ে গরু গুলো বার করে আনার পর ভাইপোকে খুঁজতে গিয়ে ভাঙা দেওয়ালের নীচ থেকে তাকে উদ্ধার করে কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

