পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল ১ মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান পাণ্ডবেশ্বর থানা পুলিশ।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী পাণ্ডবেশ্বর:-পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল ১ মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান পাণ্ডবেশ্বর থানা পুলিশ।এলাকাবাসী সুত্রে জানা গিয়েছে মহিলার গলাতে রক্তের দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে, সেই হেতু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনাটি ঘটেছে কেন্দ্রা পঞ্চায়েতের ডালুর বন্ধ ৮ নম্বর ইসিএলর আবাসন এলাকায়। পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা পঞ্চায়েতের ডালুরবাঁধ ৮ নম্বর ইসিএলর আবাসন এলাকা থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। মৃতের নাম বুলবুল দেবী (৪৪) বছর বয়স জানা গেছে।

আবাসনের ভিতর থেকে রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় । স্থানীয় সূত্রে জানা যায়,আবাসনের ভেতর খাটের পাশে মেঝের উপর পড়েছিল বুলবুল দেবীর দেহ। গলার বাঁদিকে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তের ছাপও রয়েছে। যার ফলে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য প্রতিবেশী সূত্রে জানা যায় বুলবুল দেবীর স্বামী ডালুরবাঁধ কোলিয়ারিতে স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি কয়েক বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর কারণে সেই চাকরি পান বুলবুল দেবী। তিনি ডালুরবাঁধ সাইডিং এর কর্মরত ছিলেন। এখন পুলিশ এই বিষয়ে কোনো মুখ খুলতে চান নি তিনি বললেন এটা তদন্ত বিষয় আমরা তদন্ত শুরু করেছি কি কারণে খুন হয়েছে সেটা জানার চেষ্টা করছি। তারপরে ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। রাত্রি ৯ টা পর্যন্ত বিষয়টি নিয়ে থানাতে কোন লিখিত অভিযোগ হয়নি বলে খবর। পুলিশ এখনো পর্যন্ত জানতে পারিনি কি কারনে এই খুব কিংবা আত্মঘাতী এই রহস্যটা মিটাবার চেষ্টা করছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts