

পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আসানসোল রেল স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হলো এক মহিলার দেহ। অঙ্গাত পরিচয় মৃত মহিলার বয়স আনুমানিক ৫০ বছর। বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আসানসোল রেল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে অঙ্গাত পরিচয় ঐ মহিলা অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। আসানসোল আরপিএফ ওয়েষ্ট পোষ্টের আরপিএফের জওয়ানেরা সেই খবর পেয়ে সেখানে যায়। তারা মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, মহিলার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট না পাওয়া গেলে, জানা যাবেনা কি করে মহিলার মৃত্যু হয়েছে। সম্ভবতঃ, ঐ মহিলা ভবঘুরে ছিলেন।

আসানসোলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল ও বরাচক স্টেশনের মাঝে। পুরুলিয়ার সাঁতুড়ির বাসিন্দা মৃত যুবকের নাম মঙ্গল হেমব্রোম (৩৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
আসানসোল রেল পুলিশ সূত্রে খবর, এদিন পুরুলিয়ার বাসিন্দা মঙ্গল হেমব্রোম আসানসোল ও বরাচক স্টেশনের মাঝে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলো। সেই সময় সে কোন ট্রেনে কাটা পড়েন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমে মৃত যুবকের কোন পাওয়া যায় নি। পরে খবর পেয়ে বাড়ির লোকেরা এসে মৃতদেহ সনাক্ত করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
