পাবলিক নিউজঃ মনোজ শর্মা/অলোক চক্রবর্তী বারবানী:– তিনদিন আগে কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে একটা অডিও প্রকাশ হবার পর বিধাননগর থানা স্বপ্রনোদিত মামলা করে লালবাজারের ধর্ণামঞ্চ থেকে ডিওয়াই এফ আইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য কালাতন দাশগুপ্তকে গ্রেপ্তার করে তার প্রতিবাদে রবিবার সারা বাংলায় প্রত্যেক থানায় ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বাপি মিত্র ডিওয়াই এফ আইয়ের বারাবনির জেলা সম্পাদক জানান তিলোত্তমার বিচারের দাবিতে তারা লালবাজারের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভকারীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করে বিক্ষোভকারীদের মনোবল ভেঙে দিতে চাইছেন কিন্তু তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত ডিওয়াই এফ আইয়ের বিক্ষোভ প্রদর্শন চলবে।