Category: purbo burdwan

  • কাজের দাবিকে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি কারখানার গেট আটকের বিক্ষোভ ও ধর্ণা এলককাবাসীর,পুলিশ গিয়ে আটক করলো ৪০জন বিক্ষোভকারীকে

    কাজের দাবিকে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি কারখানার গেট আটকের বিক্ষোভ ও ধর্ণা এলককাবাসীর,পুলিশ গিয়ে আটক করলো ৪০জন বিক্ষোভকারীকে

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাজের দাবিতে ধর্ণায় বসে বিক্ষোভ দেখতে গিয়ে আটক হল প্রায় ৪০ জন গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দারা বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়দের কাজের দাবিতে ঝর্ণায় বসে।
    কারখানার গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোনো যানবাহন প্রবেশ করতে পারে নি।
    স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোন লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ।বারবার বিক্ষোভ দেখিয়েও কাজের কাজ কিছুই হয় না।তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্ণায় বসে এবং কারখানার গেটের সামনে বাঁশকোপা গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে জেরে কারখানার ভেতর শ্রমিকরা এবং কোন যানবাহন প্রবেশ করতে পারেনি।। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায়। কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় ৪০ জন বিক্ষোভকারীকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে কারখানার ভেতরে যানবাহন প্রবেশ করায় পুলিশ কর্মীরা।

  • বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে।

    বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গত ২৭ এ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই অভিযানে যোগ দেন কাঁকসা বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঐদিন পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে তার উপর। পুলিশকে মারধর করার অভিযোগে গত ২৮ সে আগস্ট তাকে দুর্গাপুরের কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাওড়া জেলা পুলিশ। এরপর শুরু হয় তার বিচার।জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার তিনি কাজে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে। আজ সকালে তিনি কাজে যোগ দেওয়ার পরই তাকে কাঁকসার যুগ্ম বিডিও তার রুমে ডেকে পাঠিয়ে তার হাতে সাস্পেনশন লেটার ধরিয়ে দেন। তিনি জানান জেলা শাসকের নির্দেশে গত ২৮ তারিখ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে।কারণ তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।এই মর্মে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা শাসক দফতর থেকে তার কাছে লেটার দেওয়া হয়। তিনি বলেন বে আইনি সরকারের বে আইনি সাসপেন্ড এটা। তিনি আইনের পথে তার এই সাসপেনশনের প্রতিবাদে আইনি লড়াই চালাবেন। তিনি বলেন তারা সত্যের পথে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনটাকে দমানোর জন্য নানান ভাবে কৌশল করে এই ধরনের চাপ সৃষ্টি করছে সরকার। যদিও তারা কোনভাবেই ভীত নন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না আরজিকরের ঘটনায় পরিবার বিচার পাচ্ছে।

  • দিলীপ কিস্কু,কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি।

    দিলীপ কিস্কু,কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-গত পাঁচই জুন থেকে কর্মহীন কাঁকসার বনকাটি পঞ্চায়েতের খেরোবাড়ি এলাকার বাসিন্দা দিলীপ কিস্কু।কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি। দিলীপ কিস্কুর অভিযোগ, গত জুন মাসের পাঁচ তারিখে তাকে বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্দেশে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা তাকে কাজে যোগ দিতে বারণ করে। কি কারনে তাকে কাজ থেকে বার করে দেওয়া হয়। তার উত্তর তিনি পাননি। এই বিষয়ে জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও প্রশাসনিকভাবে কোন সুরাহা তিনি পাননি বলে তার অভিযোগ। তার অনুমান তাকে চক্রান্ত করে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে।যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন, দিলীপ কিস্কু যে সময়ে কাজে যোগ দিয়েছিল সেই সময় তাকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি বলেই যতটুকু তিনি জেনেছেন। কিভাবে ও কে তাকে কাজে যোগ দেওয়া করিয়েছিল সেটাও তার জানা নেই। তার কাছে যদি কোনো নিয়োগপত্র থাকে তাহলে তিনি সেই নিয়োগপত্র নিয়ে আবেদন করতে পারেন।তার পর বিষয়টি বিবেচনা করা যাবে। সম্ভবত তাকে কোনরকম নিয়োগপত্র না দিয়েই নিয়োগ করা হয়েছিল যার কারণে প্রশাসনিক নিয়ম মেনে ওই জায়গায় স্থানীয় বেকার যুবকদের কাজে যোগদান করানো হয়েছে পি এইচ ই দফতর থেকে।

  • নকল ভাড়াটিয়া সেজে লুটপাটের পরিকল্পনার ফাঁস, পাটনা থেকে গ্রেপ্তার।

    নকল ভাড়াটিয়া সেজে লুটপাটের পরিকল্পনার ফাঁস, পাটনা থেকে গ্রেপ্তার।

    পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী:-পশ্চিম বর্ধমান নকল ভাড়াটিয়া সেজে বাড়ীওয়ালার সোনার চেন ছিনতাই করে এলাকাবাসীরা এসে যাওয়াতে পালিয়ে যায় ভাড়াটিয়া। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস পাটনা থেকে গ্রেপ্তার করা নয়ন সিং নামে এক দুস্কৃতির ব্যাপারে বিস্তৃত জানান। গত ২১ শে আগষ্ট কন্যাপুর ফাঁড়ির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ নয়ন সিং নামে এক ব্যাক্তির উপর সন্দেহ হওয়াতে তার বিরুদ্ধে অভিযোগ জমা করেন। অভিযোগে অজয় দেবনাথ লিখেছেন কিছুদিন আগে নয়ন সিং নামে এক ব্যাক্তি তার বাড়ীতে ভারাটে হিসাবে থাকতে আসে সেসময় তার পরিচয়পত্র চাইলে সে বলে দু থেকে তিনদিনের মধ্যে তিনি পরিচয়পত্র আনিয়ে নেবেন কিন্তু নয়ন সিং সময়ের মধ্যে পরিচয়পত্র জমা দিতে না পারাতে তাকে ঘর খালি করার জন্য বলে তার ঘর খালি করিয়ে নেয়। গত ২১ শে আগষ্ট নয়ন সিং দুজন বন্ধুকে নিয়ে জোর করে তার ঘরে ঢুকে যায় এবং অজয় দেবনাথ তার বাবা- মা বাধা দিলে তাদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয় সেসময় অজয় দেবনাথের মাএর গলার সোনার চেন ছিনতাই করে নেয় বাড়ীর লোক চীৎকার করাতে প্রতিবেশীরা আসলে তাদের রিভলবার দেখিয়ে হুমকি দিয়ে তিনজন পালিয়ে যায় অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে পাটনা থেকে নয়ন সিংকে গ্রেপ্তার করলেও রিভলবার পাওয়া যায় নি। ধ্রুব দাস জানান তদন্তে নেমে জানা যায় তিনজন বাঁকুড়া জেলার কোন দোকানে লুটপাট করার আগে রেকি করছিল সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং লুটপাটের আগেই নয়ন সিংকে গ্রেপ্তার করা সম্বভব হয়েছে। ধ্রুব দাস পুলিশের সচেতনতা নিয়ে প্রচারের জন্য এটা সম্বভব হয়েছে, কোন ভাড়াটিয়া রাখার সময় তার পরিচয়পত্র স্থানীয় থানাতে জমা করার কথা প্রচার করা হয়। নয়ন সিং এর ব্যাপারে পাটনার স্থানীয় থানা থেকে খোঁজ নেওয়া হচ্ছে তার কোন অপরাধমূলক কাজের ব্যাপারে বা কারোর সাথে জড়িত আছে কি না। নয়ন সিংকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান ডিসি সেন্ট্রাল।

  • আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল

    আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল

    আলোক চক্রবর্তী আসানসোল: আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল।গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণ করার পর সারা দেশ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বুধবার আসানসোলের তুলসিরাণী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রীরা আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে একটা মিছিল স্কুলের সামনে থেকে শুরু করে হটনরোড মোড় সিটি বাস স্ট্যান্ডে শেষ হয়।

  • আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ মিছিল।

    আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল :-বুধবার দুপুরে আসানসোল আদালতের আইনজীবীরা আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে একটা প্রতিবাদী মিছিল বার করা হয়। আদালতের আইনজীবীরা জানান আর জি কর কান্ডে এক মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণ করা হয় তাদের শাস্তির দাবিতে প্রতিবাদী মিছিল বার করা হয় এবং যতদিন দোষীদের শাস্তি হচ্ছে ততদিন এই প্রতিবাদী মিছিল বার করা হবে বলে জানান বার এ্যাসোসিয়সনের বাণী মন্ডল।

  • ভাড়া ঘরে অবৈধভাবে কল সেন্টারে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

    ভাড়া ঘরে অবৈধভাবে কল সেন্টারে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

    আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবসে সাইবার এবং ডিডি দপ্তরের অভূতপূর্ব সাফল্য দূর্গাপুরের সিটি সেন্টার থেকে এক ভাড়া বাড়ীতে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি দপ্তরের আধিকারিকরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ জানান গোপন সূত্রে খবর পেয়ে দূর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ীতে হানা দিয়ে ডিডি দপ্তরের আধিকারিকদের তাদের কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞেস করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলাতে সন্দেহ হওয়াতে জানা যায় তারা একটা কল সেন্টার চালায় মূলত বিদেশি নাগরিকদের এ্যান্টি ভাইরাস এ্যাপ সম্বন্ধে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে পেমেন্ট আদায় করতো যেহেতু বিদেশের ব্যাপার সে দেশের আইন বা ডিডি দপ্তরের পক্ষে প্রতারকদের খোঁজা মুশকিল। সাইবার ক্রাইম দপ্তর বাড়ী থেকে ১২ টা ল্যাপটপ, ১৩ টা মোবাইল, ৬ টা হেডফোন সহ ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল আদালতে পেশ করলে ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ তাদের কাছ থেকে আরো বিশদভাবে জানার জন্য। তবে ধৃতরা সবাই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের মধ্যে গৌরব বিশওয়াল, ইয়াসির আইযুব, মহঃ আজহারউদ্দীন, আবদুল হোসেন, নাসিফ ইসলাম, রাহুল বাহেদি, অঙ্কিত স, শেখ সাদ, মহঃ কাইয়েফ, আনন্দ সাউ, আয়ান আলি, আনন আফজল, শেখ সোয়াব আলি বলে জানান ডিসিপি।

  • গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    আলোক চক্রবর্তী দুর্গাপুর:-মঙ্গলবার দূর্গাপুরে সিটি সেন্টার লাইব্রেরীতে সাধারণ গ্রন্থাগার দিবস পালন হয়ে গেলো। পশ্চিম বর্ধমান আয়োজিত রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন ও জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় সিটি সেন্টার লাইব্রেরীতে গত ৩১ শে আগষ্ট এবং ৩ রা সেপ্টেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয়। মঙ্গলবার গ্রন্থাগার দিবস উদ্বোধন করলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত গ্রন্থআধিকারিক নির্মাল্য অধিকারী। তিনি জানান সবসময় গুগল নির্ভর করা যায় না সাময়িক কিছু সমস্যা সমাধান করা সম্বভব কিন্তু বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় তা গুগল করতে পারে না। করোনার পর বই পড়ার মানসিকতা অনেক বেড়েছে তবে গ্রামগঞ্জের লাইব্রেরীগুলোতে কর্মী অপ্রতুলতার জন্য বন্ধ থাকলেও বর্তমানে চেষ্টা করা হচ্ছে সেসব বন্ধ লাইব্রেরী খোলার।

  • কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।

    কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।সেই অবরোধ তুলতে গিয়ে প্রশাসন সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু করার আশ্বাস দিলেও আশ্বাস মত কাজ শুরু না হওয়ায় সোমবার ফের দুপুর ১২টা নাগাদ আন্দোলনে নামে স্থানীয়রা।তবে এবার রাজবাঁধে জাতীয় সড়কের দুই ধারে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি আজ সকলেও একটি টোটো যাত্রী নিয়ে রাজবাঁধ বাস স্টান্ডের কাছে পৌঁছাতেই সার্ভিস রোডের উপর সৃষ্টি হওয়া গর্তের উপর জল জমে থাকায় সেই গর্ত বুঝতে না পেরে যাতায়াত করতে গিয়ে জলের মধ্যেই টোটো উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী আহত হয়।তাই যতক্ষন না প্রশাসন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষন না সার্ভিস রোড মেরামতের মেরামতের কাজ শুরু করছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।অন্যদিকে স্থানীয়দের অবরোধের জেরে জাতীয় সড়কে আসানসোল ও কলকাতা গামী দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।

  • ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

    ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ দিবস এবং আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা বাড়াতে একটা মিছিল বার করা হয়। এই মিছিল উখড়া আদর্শ হিন্দি হাইস্কুল থেকে শুরু হয়ে বাজপেয়ী মোড় হয়ে পুনরায় হিন্দি হাইস্কুলে এসে শেষ হয়। এই মিছিলে হিন্দি হাইস্কুলের এন সি সি এবং স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল তাছাড়া উখড়া চেম্বর অফ কমার্স এবং এমিস সংস্থার বাচ্চারা অংশগ্রহণ করেছিল। মিছিলে হিন্দি হাইস্কুলের প্রধান অধ্যক্ষ প্রবীণ কুমার সিং, অন্ডাল ট্রাফিক আধিকারিক প্রবীর কুমার পাল, ট্রাফিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের সাথে উখড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু মুখার্জি এবং উখড়া চেম্বার অফ কমার্সের আধিকারিক সীতারাম বর্ণওয়াল অংশগ্রহণ করেছিল। হিন্দি হাইস্কুলের অধ্যক্ষ প্রবীণ কুমার সিং এবং ট্রাফিক আধিকারিক মিছিলের উদ্দেশ্য সম্বন্ধে জনগণকে অবগত করান। বর্তমানে জনগণ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ী চালাচ্ছেন তারা গাড়ীর সিট বেল্ট এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পড়ছেন না তাই জনগণকে গাড়ী চালানোর সময় অতি অবশ্যই হেলমেট এবং সিট বেল্ট লাগাতে হবে তাতে নিজের জীবনের সাথে অন্যর জীবন বাঁচতে পারে। পুলিশ সবসময় জনগণকে ভালো ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।