Category: paschim bardhaman

  • বিচার চাইবার নামে রাজনৈতিক দলের ষড়যন্ত্র চলছে – মলয় ঘটক।

    বিচার চাইবার নামে রাজনৈতিক দলের ষড়যন্ত্র চলছে – মলয় ঘটক।

    আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসক খুন ও হত্যার পরে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সেই সময় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও দোষীর বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন, ধর্ষকদের ফাঁসির আইন দেশের কোথাও না হলেও মমতা ব্যানার্জী সম্প্রতি বিধানসভায় এই আইন নিয়ে আসলেন কিন্তু পরবর্তী কালে দেখা যাচ্ছে আন্দোলনের নামে রাজনৈতিক দল বিক্ষোভকারীদের খাবার জল থেকে শুরু করে সবকিছু সরবরাহ করছে।

    পড়ুয়াদের কাছে এতো পয়সা নাই তাহলে এতো পয়সা কোথা থেকে আসছে সেটা নিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজনৈতিক দলের সাহায্য ছাড়া এতদিন ধরে আন্দোলন চালানো সম্বভব হয় না। শুক্রবার সন্ধ্যে আটটা নাগাদ বার্ণপুরের সম্প্রিতী হলে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ বিধানসভার কর্মীদের নিয়ে সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য মানস দাস, ব্লক সভাপতি অনুপ মাজি সহ বিশিষ্ট নেতৃত্বরা।

    মলয় ঘটক জানান কলকাতার কান্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি করা হচ্ছে কিন্তু তারমধ্যে কিছু জনগণ বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজার অনুদান প্রত্যাখান করেছেন কিছুরা দূর্গাপূজা বয়কটের ডাক দিয়েছে, বামফ্রন্টের সময়ও ধর্ষণ ও খুন হলেও বামফ্রন্ট সরকার লাঠিচার্জ করে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ উঠিয়ে দিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জী সেই পথে যান নি।

    অন্যদিকে আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান কেন্দ্র সরকার নির্বাচনের আগে বলেছিলেন ৪০০ আসন পার করবে কিন্তু ২৫০ আসন নিয়ে সন্তুষ্ট হতে হলো বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন বিল সহজে অনুমোদন পাচ্ছে না। কলকাতার বিক্ষোভে কিছু রাজনৈতিক দল ভীড় কমা করছে এবং মমতা ব্যানার্জীকে বদনাম করতে চাইছে কিন্তু পশ্চিম বাংলার বেশীরভাগ জনগণ মমতা ব্যানার্জীকে সমর্থন করেন তাই বিরোধী রাজনৈতিক দলের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না।

  • শ্রীশ্যাম মন্দিরে প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

    শ্রীশ্যাম মন্দিরে প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার আসানসোলের রাহালেনে শ্রী শ্যাম মন্দিরে নব্য গঠিত পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সভাপতি সহ বিভিন্ন পদাধিকারদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের প্রান্তীয় সভাপতি শ্রী নন্দকিশোর অগ্রওয়াল, প্রান্তীয় পদাধিকারী পঙ্কজ ভালোটিয়া, দিনেশ সরাফ, উমেশ খন্ডেলওয়াল সহ বিশিষ্ট অতিথিরা। প্রান্তীয় সভাপতি শ্রী নন্দ কিশোর অগ্রওয়াল জানান পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলন অখিল ভারতীয় মারওয়ারী সমাজের সমাজের একটা বড় অংশ যারা দিনরাত সামাজিক কাজের সাথে নিজেদের সমাজের সদস্যদের একত্রিত করে থাকে।

    আসানসোল শাখার সভাপতি নরেশ আগরওয়াল দ্বিতীয় বার সভাপতি মনোনীত হয়েছেন এবং তিনি মারওয়ারী সমাজের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন এবং তিনি নিশ্চিত আগামী দিনে তিনি সমাজের জন্য আরো বেশি উন্নয়ন করবেন। দ্বিতীয় বারে জন্য সভাপতি মনোনীত নরেশ আগরওয়াল তাকে দ্বিতীয় বারের জন্য সভাপতি মনোনীত করার জন্য প্রান্তীয় সভাপতি সহ সকল বিশিষ্ট নেতৃত্বকে ধন্যবাদ জানাবার পাশাপাশি তিনি জানান মারওয়ারী সমাজের উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে থাকেন যাতে মারওয়ারী সমাজের মান উন্নয়ন হয়। তিনি মারওয়ারী সমাজের সামাজিক কাজের মধ্যে কবি সম্মেলন, বয়স্ক ব্যক্তি দিবস পালন, পুলিশ দিবস পালন করা হয়েছে যাতে মারওয়ারী সমাজের নাম উজ্জ্বল হয়ে গেছে। তিনি আরো জানান পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলন অখিল ভারতীয় মারওয়ারী সমাজের এক বড় অংশ যেখানে সমস্ত মারওয়ারী সমাজের জনগণ সদস্য হয়েছেন এবং তারা সমাজের বিভিন্ন স্তরের জনগণের পাশে থেকে তাদের সেবা করেন। বর্তমানে পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সদস্যরা বিগত দু বছরে অনেক সামাজিক কাজ করেছে যা সদস্যদের উৎসাহিত করেছে আসানসোল শাখার দায়িত্ব সমাজের সদস্যদের একত্রিত করা এবং তাদের মধ্যে সমন্বয় করা। আসানসোল শিল্পাঞ্চল শাখার সম্পাদক অনিল জী মোহনকা এবং কোষাধ্যক্ষ হিসাবে যুব সমাজসেবী আনন্দ পারিক পুনরায় শপথ গ্রহণ করলেন। সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্য পদাধিকার শপথ গ্রহণ করলেন। পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মারওয়ারী সমাজের মেধাবী ছাত্র ছাত্রীদের মোমেন্টো ও শংসাপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয় তাছাড়া সম্মেলনে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের শাল ও পুস্প স্তবক দিয়ে সম্মানিত করেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার কোষাধ্যক্ষ আনন্দ পারিক।

    পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সদস্য মহেশ শর্মা, সিয়ারাম আগরওয়াল, দীপক তোদি, দীপক লোধা, বিমল আগরওয়াল, নির্মল আগরওয়াল, আনন্দ আগরওয়াল, শ্যাম আগরওয়াল, গোপাল গোয়েল, বিনয় আগরওয়াল, আনন্দ আগরওয়াল, অভিষেক কেডিয়া, মনোজ আগরওয়াল, বিশাল মাওয়াড়ীয়া, রবীন্দ্র সিংঘানিয়া, বিজয় সন্তোরিয়া, অরুণ আগরওয়াল, পবন আরও, অজয় আগরওয়াল সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

  • ইসিএলের লালগঞ্জ এরিয়া অফিসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে অসিত সিংহ।

    ইসিএলের লালগঞ্জ এরিয়া অফিসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে অসিত সিংহ।

    আলোক চক্রবর্তী/মনোজ শর্মা বারবানি:– শুক্রবার সকালে লালগঞ্জে ইসিএলের এরিয়া অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখান। বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহের নেতৃত্বে বিক্ষোভ দেখান হয় শুক্রবার সকাল থেকে এরিয়া অফিস ঘেরাও করে ইসিএলের বেসরকারি ঠীকা সুরক্ষা কর্মীরা। পূর্বাঞ্চলের সুরক্ষা কর্মীদের সাথে প্রত্যেক বছর বেতন নিয়ে একটা সমস্যা হয়ে থাকে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যস্থতায় ইসিএল কতৃর্পক্ষ বেতন দিতে বাধ্য হয়। সুরক্ষা কর্মীদের এই বিক্ষোভ উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ, নুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন নেতৃত্ব। বেতন বৃদ্ধি সহ চারদফা দাবি নিয়ে সুরক্ষা কর্মীদের স্মারকলিপি জিএমের অনুপস্থিতিতে এজিএমের হাতে তুলে দিলেন অসিত সিংহ।

    অসিত সিংহ জানান চার দফা দাবি নিয়ে লালগঞ্জ এরিয়ার জেনারেল ম্যানেজার দপ্তরে বিক্ষোভ দেখান হয় মূলত কর্মীদের তিন মাসের বকেয়া বেতন এবং বোনাস সহ বিভিন্ন দাবি ছিল, এজিএম বলেছেন আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে তিনমাসের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কালে বোনাস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    অসিত সিংহ জানান কেন্দ্রীয় সরকার তাদের সংস্থাগুলো বেসরকারি করণের জন্য কর্মীদের সাথে বেতন বন্ধ করে দিতে চাইছেন এবং প্রত্যেক বছর বিধায়ক জিএমের সাথে কথা বলে বেতন চালু করা ও কর্মীদের অসুবিধার সমস্যা ঠীক করে থাকেন। প্রত্যেকবার ইসিএল কতৃর্পক্ষ পূর্বাচলকে বন্ধ করে দেবার চক্রান্ত করে থাকেন এবং প্রত্যেকবার বিধায়ককে মধ্যস্থতা করতে হয় আর কেন্দ্রীয় সরকার চায় না কেউ সরকারি চাকরি করুক তারা বেশীরভাগ সরকারি দপ্তর বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে।

  • বিভিন্ন দাবি নিয়ে ডিআরএম দপ্তরে ডিওয়াই ও র বিক্ষোভ

    বিভিন্ন দাবি নিয়ে ডিআরএম দপ্তরে ডিওয়াই ও র বিক্ষোভ

    আলোক চক্রবর্তী আসানসোল:–সারা ভারত ডিওয়াইও বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সকালে আসানসোল ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবার পর ডিআরএমের কাছে স্মারকলিপি জমা দেন। সারা ভারত ডিওয়াইও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি স্বপন মুন্সী জানান শুক্রবার সারা ভারতের সাথে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয়,

    তাদের দাবি রেলওয়ের শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে, রেলওয়ের ট্রেনে সফররত যাত্রীদের আরো সুবিধা বাড়াতে হবে, রেলের সফরের জন্য বয়স্কদের জন্য রেলওয়ে যে বিশেষ ছুট দিত সেটা পুনরায় চালু করতে হবে করোনার সময় রেলওয়ে সেই ছুট বন্ধ করে দিয়েছিল সেটা বিজ্ঞাপন দিয়ে পুনরায় চালু করতে হবে এবং বর্তমানে রেলওয়ে কতৃর্পক্ষ অনেক বন্দে ভারত ট্রেন চালু করলেও তার ভাড়া বেশি থাকার কারণে সাধারণ জনগণ বন্দেভারত ট্রেনে চাপার ইচ্ছা থাকলেও চাপতে পারে না তাই তাদের সংঘটনের দাবি ট্রেনে সেকেন্ড ক্লাস শ্লীপার ও জেনারেল কোচ বাড়াতে হবে এইসব দাবি সম্বলিত স্মারকলিপি ডিআরএমের কাছে জমা দেওয়া হয়।

  • সালানপুর ব্লকের রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে  রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করলেন

    সালানপুর ব্লকের রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে  রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করলেন

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে শুক্রবার দিন রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস।প্রতি বছরেরমত এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়া এদিন পুষ্টি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার তপতি লায়েক সহ আরো অনেকে।

  • দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক

    দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক।ধৃত যুবকের নাম গৌতম চট্টোপাধ্যায়।তাকে দুর্গাপুর থানার পুলিশ ১১ই সেপ্টেম্বর গ্রেফতার করে ১২ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।ধৃত গৌতমের সাথে অজয় দাসের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে । তাছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ রাঁচি থেকে এক ইট ভাটার মালিক অঙ্কিত সিংকেও গ্রেফতার করেছে।
    জানা যায় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা এই ছিনতাই কাণ্ডের অন্যতম মাথা মধুসূদন বাগের যে একাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন।

    সেটি ব্যাংক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় মধুসূদনের কল্যাণী ভান্ডার নামের অ্যাকাউন্টে জমা পড়ে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মধুসূদনের বিভিন্ন কোম্পানির নামে নানান জায়গায় সাতটি ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে।এদিকে এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে। রূপনারায়ণপুর থেকে ওই গাড়িটি নিয়ে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাউলাকে বসিয়ে চালক অজয় দাস এবং সুরজ কুমার কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে গাড়ি থেকে টাকার বাক্স নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে।যার সঙ্গে যোগাযোগ ছিল দুর্গাপুর থানার এক এ এস আই এর বলে অভিযোগ।পুলিশ এখনো কিছু জায়গায় তল্লাশি জারি রেখেছে বলে জানা যায়।

  • ২০২৫ র নির্বাচনী তালিকার সংশোধন / আসানসোলের মহকুমাশাসকের দপ্তরে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক

    ২০২৫ র নির্বাচনী তালিকার সংশোধন / আসানসোলের মহকুমাশাসকের দপ্তরে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভার নির্বাচনী তালিকার ( ইলেকট্রল রোল) ২০২৫ র প্রাক-সংশোধন ( প্রি রিভিশন) সংক্রান্ত বিষয়ে শুক্রবার একটি সর্বদলীয় বৈঠক বা অল পলিটিকাল পার্টি মিটিং হয়।

    আসানসোলের মহকুমাশাসকের ( সদর) দপ্তরের কনফারেন্স রুমে হওয়া রাজনৈতিক দলের এই বৈঠকে সভাপতিত্ব করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন অন্যান্যরা আধিকারিকরা। নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন। নির্বাচনী তালিকা নিয়ে কি করণীয় তা এদিনের বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোকপাত করা হয়েছে বলে মহকুমাশাসক (সদর) জানিয়েছেন।

  • রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস

    রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–আরো দুটি ” বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন” পাচ্ছে পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশন। এই দুটি ট্রেনই আসানসোল ডিভিশনের উপর দিয়ে চলবে বলে জানা গেছে।
    এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সিপিআরও কৌশিক মিত্র বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনগুলির “ফ্ল্যাগ অফ” করে শুভ সূচনা করবেন। এর মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া ও গয়ার মধ্যে। অন্যটি আসানসোল রেল ডিভিশনের দেওঘর থেকে বারানসি পর্যন্ত চলবে। হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে। ট্রেনটি সকাল ৬ টা বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেন দুর্গাপুর থেকে ৮ টা বেজে ২৮ মিনিট ও আসানসোল থেকে ৮ টা বেজে ৫৩ মিনিটে ছাড়বে।

    একইভাবে ধানবাদে ৯টা বেজে ৪৩ মিনিট , পরেশনাথে ১০টা বেজে ১৩ মিনিট ও কোডারমায় ১০ টা বেজে ৫৮ মিনিটে ছেড়ে গয়ায় পৌঁছাবে ১২টা বেজে ৩০ মিনিটে। একইসাথে ফেরার সময় এই ট্রেনটি গয়া থেকে ছাড়বে বিকেল ৩টে বেজে ১৫ মিনিটে। ধানবাদে সন্ধ্যে ৬ টায় , আসানসোল ৬টা বেজে ৪৮ মিনিট , দুর্গাপুরেট ৭টা বেজে ১১ মিনিটে ছেড়ে হাওড়া স্টেশনে ৯ টা বেজে ০৫ মিনিটে পৌঁছাবে । এই ট্রেনে ১৬ টি কামরা থাকবে।
    আরো একটি বন্দে ভারত ট্রেন একই দিনে আসানসোল ডিভিশনের দেওঘর ও বারাণসীর মধ্যে চলাচল শুরু করবে। এর ট্রেনের মাধ্যমে যাত্রীরা সরাসরি বৈদ্যনাথ ধাম থেকে বিশ্বনাথ ধাম যেতে পারবেন। এই ট্রেনটি বারাণসী থেকে সকাল ৬টায় ছাড়বে ও দেওঘর পৌঁছবে দুপুর ১ টা বেজে ৪০ মিনিটে। একইভাবে ট্রেনটি দেওঘর থেকে বিকাল ৩ টে বেজে ১৫ মিনিটে ছেড়ে বারাণসী পৌঁছাবে ১০টা বেজে ৩০ মিনিটে । মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই বন্দে ভারত ট্রেনটি চলবে । এই ট্রেনটি জসিডি, কিউল, নওয়াদা, গয়া, সাসারাম ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামবে বলে রেল সূত্রে জানা গেছে।

  • रानीगंज सिटीजंस फोरम आज ADDA गेस्ट हाउस में आसनसोल के MP शत्रुघ्न सिन्हा से मुलाकात की कई समस्याओं को लेकर

    रानीगंज सिटीजंस फोरम आज ADDA गेस्ट हाउस में आसनसोल के MP शत्रुघ्न सिन्हा से मुलाकात की कई समस्याओं को लेकर

    पब्लिक न्यूज़ ब्यूरो/अमित कुमार गुप्ता आसनसोल:– रानीगंज सिटीजंस फोरम की तरफ से आज आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के गेस्ट हाउस में आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा से मुलाकात की गई इस मौके पर यहां संगठन के सभी पदाधिकारी उपस्थित थे संगठन की तरफ से आसनसोल लोकसभा केंद्र के सांसद शत्रुघ्न सिन्हा से रानीगंज की कुछ समस्याओं को लेकर चर्चा की गई और उनके निराकरण के लिए उनसे अनुरोध किया गया ।

    इस बारे में पत्रकारों से बात करते हुए रानीगंज सिटीजंस फोरम के जनरल सेक्रेटरी प्रदीप नंदी ने कहा कि आज उनके संगठन के पदाधिकारीयों ने सांसद शत्रुघ्न सिन्हा से मुलाकात और उनसे रानीगंज की कुछ ज्वलंत समस्याओं को दूर करने का अनुरोध किया । इनमें सबसे पहली मांग जो संसद के सामने रखी गई वाचिंग रानीगंज को फिर से सब डिवीजन बनाने की मांग प्रदीप नंदी ने कहा कि 1847 से लेकर 1906 तक रानीगंज सबडिवीजन हुआ करता था ।

    लेकिन उसके बाद आसनसोल को सब डिवीजन का दर्जा दे दिया गया इससे उन्हें कोई आपत्ति नहीं है।  लेकिन रानीगंज को भी सबडिवीजन बनाए जाने की जरूरत है । इसके अलावा रानीगंज से जुड़ी और भी कई समस्याओं को लेकर आज संसद के सामने रानीगंज सिटीजंस फोरम के सदस्यों ने अपनी बातें रखी प्रदीप नंदिनी ने कहा कि संसद में उनकी बातों को सुना और उन समस्याओं को लेकर गंभीरता से विचार विमर्श करने का आश्वासन दिया । मौके पर उपस्थित थे विशिष्ट (समाजसेवी एवं व्यवसायई एडवाइजर ) आरपी खेतान  (वर्किंग प्रेसिडेंट) गौतम घटक,(एडवाइजर) दिनेश गुप्ता,(उपाध्यक्ष) बलराम दे, विद्युत पांडे

  • आसनसोल चेंबर ऑफ कॉमर्स भवन में AMC की ओर से एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहयोग से प्रॉपर्टी टैक्स शिविर लगाया गया

    आसनसोल चेंबर ऑफ कॉमर्स भवन में AMC की ओर से एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहयोग से प्रॉपर्टी टैक्स शिविर लगाया गया

    पब्लिक न्यूज़ ब्यूरो /अमित कुमार गुप्ता आसनसोल :–आसनसोल मुर्गाशोल अन्तर्गत आसनसोल चेंबर ऑफ कॉमर्स भवन में निगम की तरफ़ से  एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहयोग से प्रॉपर्टी टैक्स शिविर लगाया गया। मौके पर आसनसोल शहर के व्यापारियों और आम लोगों द्वारा प्रॉपर्टी टैक्स जमा किया गया। नगर निगम की तरफ से लोगों को 10 प्रतिशत की छूट प्रदान की गई। इस संदर्भ में पत्रकारों को जानकारी देते हुए आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सचिव शंभूनाथ झा ने बताया कि आसनसोल नगर निगम एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहायता से चेंबर भवन में प्रॉपर्टी टैक्स लेने का शिविर लगाया गया है। उन्होंने कहा कि इसके द्वारा लोगों को अपना टैक्स जमा करने में सहूलियत मिली है ओर उनको 10 फीसदी की छूट भी दी जा रही है।

    उन्होंने कहा कि यह की शिविर एक ही दिन के लिए लगाया गया है। इसके बाद इस तरह का शिविर नियामतपुर जामुरिया, बराकर, रानीगंज में भी लगाया जाएगा। ताकि वहां का भी   व्यापारी वर्ग एवं आम लोगों को सुविधा मिल पाए इसकी । उन्होंने कहा कि आसनसोल नगर निगम इस कैंप को लगाने का उद्देश्य यह है कि लोगों का जो प्रॉपर्टी टैक्स बकाया है या जो लोग अपना प्रॉपर्टी टैक्स जमा करना चाहते हैं उनको यह मौका मिले और उन्हें 10 फीसदी की छूट भी दी जा रही है। इस कैम्प के माध्यम से नगर निगम को 672016 रूपए की अदायगी हुईं । चेम्बर ऑफ कॉमर्स के सचिव शम्भू नाथ झा ने कहा यह एक अच्छी शुरुआत थी । आने वाले दिनों में इस तरह के और भी शिविर लगायें जायेंगें। शिविर में अध्यक्ष ओम प्रकाश बागड़िया , अशोक अग्रवाल, रितिक घटक, अमर प्रसाद, सुदीप पंसारी, अनिरुद्ध राय, तापस राय चौधरी, अशोक मित्रा, उपस्थित थे।