পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:–বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ঠীকা সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সাফাই কর্মীদের সুপারভাইজার মলয় রজক জানান সরকারি নির্দেশ অনুযায়ী একজন ঠীকা সাফাই কর্মীর মাইন ৬১৫ টাকা হলেও ১৬ বছরে তারা সেই বেতন পায় নি এমনকি ডিআরএম বেতন বৃদ্ধির দাবিকে স্বীকৃতি দিয়েছেন। তাদের দাবি নতুন ঠীকাদার তাদের দাবি মাসিক ১৩ হাজার টাকা ও মেডিকেল ও পিপিএফ না দিলে তারা কাজে যোগ দেবে না।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– প্রয়াগরাজে যাবার জন্য শ্রদ্ধালুদের লম্বা লাইন, ১৫ তারিখ পর্যন্ত নাম নেওয়া হবে।আসানসোলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা প্রসাদ শ্রদ্ধালুদের প্রয়াগরাজ নিয়ে যাবার ঘোষণা করার পর ১১ তারিখ থেকে নাম নথিভুক্ত করার জন্য শ্রদ্ধালুদের লম্বা লাইন নজরে আসে। সম্প্রতি সমাজসেবী কৃষ্ণা প্রসাদ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ১১০০ জন শ্রদ্ধালুদের বাসে করে প্রয়াগরাজ নিয়ে যাবেন সাহি স্নান করাতে ১৯ বছর থেকে ৫৫ বছরের শ্রদ্ধালুদের নেওয়া হবে তাদের শারীরিক পরীক্ষার পর। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে এবং ১১০০ জনের নাম নথিভুক্ত হবার পর বন্ধ করা হবে বলে জানান কৃষ্ণা প্রসাদ।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– একটি মোটরবাইক চুরির ঘটনার তদন্তে নেমে আসানসোল জেলে থাকা এক দূষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিয়ে বড়সড় সাফল্য পেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ। বার্নপুরের ওয়াগন কলোনিতে একটি পরিত্যক্ত আবাসনে লুকিয়ে রাখা গত জানুয়ারি মাসে চুরি যাওয়া মোটরবাইক সহ উদ্ধার হয়েছে আরো চারটি চোরাই মোটরবাইক ও স্কুটার। সোমবার সকালে হিরাপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বিস্তারিত জানান আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত। সাংবাদিক সম্মেলনে হিরাপুর থানার ওসি তন্ময় রায় সহ এই ঘটনার তদন্তে থাকা অন্য পুলিশ অফিসাররা ছিলেন। এসিপি (হিরাপুর) বলেন, গত ১৬ জানুয়ারি আসানসোল দক্ষিণ থানার বুধা গ্রামের বাসিন্দা কল্যান দাঁ হিরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে ঐ ব্যক্তি জানান গত ৭ জানুয়ারি সন্ধ্যায় হিরাপুর থানার আসানসোলের এসবি গড়াই রোডের পেট্রোল পাম্প সংলগ্ন লোকনাথ মন্দিরের পেছনে বেনিমাধব নগর এলাকা থেকে তার মোটরবাইক চুরি হয়ে গেছে। সেই অভিযোগের ভিত্তিতে হিরাপুর থানায় একটি মামলা ( কেস নং – ১৭/২০২৫, তারিখ ১৬.০১.২০১৫ / ইউ/এস -৩০৩ (২) বিএনএস) হয়। এরপর হিরাপুর থানার ওসি তন্ময় রায়ের নির্দেশ অনুসারে এসআই রাজেশ ভট্টাচার্য, এসআই অঞ্জন মন্ডল ও এসআই শুভাশীষ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এএসআই অতনু নাগ ও এএসআই তাপস ঘোষ ( তদন্তকারী অফিসার বা আইও) একটি টিমকে নিয়ে তদন্ত শুরু করেন। সেই তদন্তে তারা একটি সূত্র মারফত জানতে পারেন যে, আসানসোল দক্ষিণ থানার মহিশীলা গ্রামের বাসিন্দা শুভ্রশীল ঘোষ ওরফে অমিত আসানসোল উত্তর থানার একটি চুরির ঘটনায় গ্রেফতার হওয়ার পরে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে আছে। ধৃত যুবক মোটরবাইক চোরাই চক্রের সঙ্গে যুক্ত। সেই এই চুরির ব্যাপারে কোন ক্লু বা তথ্য দিতে পারে। এসিপি (হিরাপুর) আরো বলেন, এরপর হিরাপুর থানার ঐ মামলার তদন্তকারী অফিসার ও অন্যান্যরা জেলে গিয়ে শুভ্রশীল ঘোষকে প্রাথমিক জেরা করে। তারপর তাকে ” শোন এ্যারেস্ট ” দেখিয়ে আসানসোল আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়। তাকে হেফাজতে নিয়ে নতুন করে জেরা করে জানুয়ারি মাসে চুরি যাওয়া মোটরবাইক সম্পর্কে সে তথ্য দেয়। তা বলা মতো হিরাপুর থানার বার্নপুরের ওয়াগন কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঐ মোটরবাইক সহ মোট পাঁচটি চোরাই মোটরবাইক ও স্কুটার রবিবার উদ্ধার করে তদন্তকারী দল। হেফাজতের মেয়াদ শেষ হওয়া সোমবার ঐ যুবককে আসানসোল আদালতে পেশ করা হবে। তিনি আরো বলেন, উদ্ধার হওয়া বাকি চারটি মোটরবাইক ও স্কুটারের নম্বর ধরে জানার চেষ্টা করা হচ্ছে কবে কোথা থেকে এগুলো চুরি করা হয়েছিলো। প্রয়োজন মনে হলে, এই মামলার তদন্তে ঐ যুবককে আবারও হেফাজতে নেওয়া হবে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ বা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সোমবার থেকে শুরু হলো। পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরে প্রথম দিনে ৪৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দুজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তারা আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দেয়। বোর্ডের তরফে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই ব্যবস্থা করা হয়েছিলো। পশ্চিম বর্ধমান জেলায় এবছর সবমিলিয়ে মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালীন সবকটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো। পশ্চিম বর্ধমান জেলায় বোর্ড প্রতিনিধি রাজীব মুখোপাধ্যায় বলেন, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৯৯৮ জন। তারমধ্যে মেয়ে ১৭ হাজার ৩৬৫ জন এবং ছেলে ১৩ হাজার ৬৩৩ জন। এদিন পরীক্ষা দিয়েছেন ৩০ হাজার ৫১৯ জন। এদিন মেয়ে পরীক্ষার্থী ১৬ হাজার ৯৮৬ জন ও ছেলে পরীক্ষার্থী ১৩ হাজার ৫৩৩ জন পরীক্ষা দিয়েছেন। রাজীববাবু আরে বলেন, প্রথম দিন পশ্চিম বর্ধমান জেলায় মোট ৪৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তারমধ্যে ৩৭৯ জন মেয়ে ও ১০০ জন ছেলে পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন । আসানসোলের সেন্ট মেরি গোরেটি স্কুলের ছাত্রী অনুষ্কা কুমারী ভার্মা আসানসোল জেলা হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন। দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ছাত্র বিশু পাহাড়ি বিধাননগরের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দিয়েছেন । এদিকে, এদিন আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস ব্লক ১ র পক্ষ থেকে উমারানি গড়াই মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল এবং পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ব্লকের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ব্লকের সহ-সভাপতি ভানু বোস সহ সব নেতৃত্বে এবং কর্মীরা স্কুলে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :- ২০২৪ সালের ৯ আগষ্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক পড়ুয়া মহিলা ডাক্তারকে ধর্ষণ করে, খুন করা হয়েছিল বলে অভিযোগ। সেই মহিলা ডাক্তার বর্তমানে ” অভয়া” নামে পরিচিত। সেই অভয়ার রবিবার ৩২ তম জন্মদিন। অভয়ার জন্মদিন উপলক্ষে এদিন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বার্নপুর ইস্কো হাসপাতালে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপনের পাশাপাশি আরজি করের এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আক্রমণ করেন। বিধায়ক বলেন, এদিন অভয়ার জন্মদিন। তার বাবামায়ের কথাতেই আমরা জানতে পারি যে অভয়া গাছপালা খুব ভালোবাসতেন। তাই এদিন তার জন্মদিন উপলক্ষে বার্নপুর ইস্কো হাসপাতাল প্রাঙ্গণে দুটি গাছ লাগানো হলো। তার মধ্যে একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া। অভয়ার নামের এই গাছগুলি বেড়ে উঠুক। এখানে আসা রোগী এবং তাদের আত্মীয়দেরকে ছায়া দিক। ঠিক যেমনটি অভয়া চেয়েছিলেন। তিনি একজন কর্তব্যনিষ্ঠ ডাক্তার ছিলেন। যিনি সর্বদা রোগীদের মঙ্গল চেয়েছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়ে। বিজেপি বিধায়ক আরো বলেন, আদালত এই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিয়েছে। কিন্তু সঞ্জয় কি একা ৩২ বছরের এক যুবতীকে খুন করতে পারে? আমরা সবাই বুঝতে পারছি, তা হতে পারে না। এই ঘটনার পেছনে আরো অনেকে আছেন। সিবিআইও আদালতে অনেক প্রশ্ন তুলেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। যেখানে অভয়ার বাবা-মা ফাঁসি চাইছে না। তাহলে বাকি যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সঞ্জয়ের ফাঁসি চাইছেন। বিজেপি বিধায়ক বলেন, আমরা চাই সিবিআই সাপ্লিমেন্টারী চার্জশিট আদালতে জমা দিয়ে, বাকি অভিযুক্তদের নাম জানাক। তবেই অভয়ার আত্মা শান্তি পাবে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:-পাবলিক নিউজ আলোক চক্রবর্তী:- আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৫। এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে করতে বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতাও। বিশেষ করে পরীক্ষা কেন্দ্র বা সেন্টারে মোবাইল ফোন ব্যবহারে আরো কড়া হচ্ছে পর্ষদ বলে জানা গেছে। এদিকে, পশ্চিম বর্ধমান জেলা থেকে এবছর সবমিলিয়ে ৩১ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮,৭৯৮ জন। তারমধ্যে ছাত্র: ৭,৯৭৩ জন ও ছাত্রী ১০,৮২৫ জন। দুর্গাপুর মহকুমায় পরীক্ষার্থী ১২,২৩৬ জন। তারমধ্যে ছাত্র ৫,৫৮৩ জন ও ছাত্রী: ৭,৬৫৩ জন। আসানসোল মহকুমায় পরীক্ষা কেন্দ্র ৫১টি (প্রধান কেন্দ্র ১০ টি ও উপকেন্দ্র ৪১ টি)। একইভাবে দুর্গাপুর মহকুমায় পরীক্ষা কেন্দ্র ৩৬ টি (প্রধান কেন্দ্র ১২ টি ও উপকেন্দ্র ২৪ টি )। পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার জন্য আসানসোলে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন সুমিত মুখোপাধ্যায় (বালবোধন স্কুল): ৮২৫০৭৭৪৬৪৭, ৯৬৮১৩৮৪১৬৬, সঞ্জয়কুমার নোনিয়া (জেকে নগর হাই স্কুল): ৯৪৭৪৫৩৬৪৭৩, ৭০০১৬৪৩৯৪০, আস্তিক মণ্ডল (কন্যাপুর হাই স্কুল): ৭৭৯৭৭০৩৭১৫ ও হিমাদ্রি ঘোষাল (ধাদকা এনসি লাহিড়ি হাই স্কুল): ৭০০১০৩৭৪৫৯। একইভাবে দুর্গাপুরের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন সুজিত সেন (অন্ডাল হাই স্কুল): ৭৭৪৯১৪৫২১৯, কুণাল গড়াই (অন্ডাল হাই স্কুল): ৯৮৩২২৯৬৪১৪ ও জিতেন্দ্র পাণ্ডে (বেনাচিতি ভারতীয় হিন্দি হাই স্কুল): ৯৮৩২১৬২০১৯। মাধ্যমিক পরীক্ষার প্রস্ততির ব্যবস্থায় জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্যকর্মী থাকবেন। আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ হয়ে পড়া পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। থাকছে ক্যুইক রেসপন্স টিম। সোমবার পরীক্ষার জন্য আসানসোল ও দূর্গাপুরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হবে। গ্রামীণ এলাকায় পরীক্ষাকেন্দ্রে জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং শহর এলাকায় পুরনিগমের জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছ। পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বাড়তি নজর দিতে বলা হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে। কোনও ইলেকট্রনিক গেজেট, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। পরিদর্শক, শিক্ষক সহ কেউই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালীন মোবাইল-সহ ধরা পড়লে পরীক্ষার্থীর এক বছরের জন্য পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে। মোবাইলটিও বাজেয়াপ্ত করা হবে বলে মধ্য শিক্ষা পর্ষদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শক বা ডিআই সুনীতি সাঁপুই জানিয়েছেন, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন জায়গায় কোন রকম ফাঁক রাখা হয়নি। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য প্রতিটি দফতরের সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
পাবলিক নিউজ আসানসোল আলোক চক্রবর্তী :– আসানসোল উত্তর ব্লক ১ ও ২ নং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রবিবার আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন শ্রমিক কৃষক ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখোপাধ্যায় সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলনের পরে রক্তদান শিবির শুরু হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের প্রতিটি শাখা সংগঠনের নেতা ও কর্মীরা মানুষের সুখ-দুঃখে সবসময় সাহায্য করার চেষ্টা করে, তাদের পাশে থাকার চেষ্টা করেন। তিনি আরো বলেন , রক্তদান শিবিরের মতো সামাজিক কাজ করার উদ্দেশ্যই হল রক্তের অভাব আছে, তা মেটানোর চেষ্টা করা। এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে উত্তর ব্লক ১ এবং ২ নং তৃণমূল ছাত্র পরিষদ। তিনি এর জন্য পশ্চিম জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন যে আজ যেভাবে তৃণমূলের সাথে যুক্ত প্রতিটি মানুষ সমাজের মানুষের সেবা করতে প্রস্তুত, সেই কারণেই বাংলার মানুষের আশীর্বাদ সর্বদা তৃণমূল কংগ্রেসের সাথে থাকে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ের কল্যানপুর অবসর কালচারাল এ্যাসোসিয়েশন বা ক্লাবের সদস্য অনুপ ঘোষালের মেয়ে বৃদ্ধি ঘোষালের ১৮তম জন্মদিন উপলক্ষে রবিবার আসানসোল পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডে ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, ক্লাবের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক তাপস সেনগুপ্ত, অনুপ ঘোষাল, দীপশিখা ঘোষাল, নন্দলাল ঘোষাল, রেখা ঘোষাল, পৃথা ঘোষাল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিনের রক্তদান শিবিরের সূচনা বেলুন ও পায়রা উড়িয়ে করা হয়। এই শিবিরের আয়োজন বৃদ্ধি ঘোষালের ১৮ বছর জন্মদিন উপলক্ষে করা হয়েছিল, যেখানে তিনি প্রথমবার রক্তদান করেন। বোরো চেয়ারম্যান অনিমেষ দাস তাকে এই মহৎ কাজের জন্য একটি সার্টিফিকেট দেম। এছাড়াও এই অনুষ্ঠানে অসীম সরকার উপস্থিত ছিলেন। এদিনের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে বৃদ্ধি ঘোষালের বাবা অনুপ ঘোষাল বলেন , অবসর ক্লাব বা কালচারাল এ্যাসোসিয়েশন প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। যার মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়। এই বছরও বিশেষ দিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, থ্যালাসেমিয়া পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, ইসিজি, রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা পরীক্ষারও ব্যবস্থা করা হয়। তিনি আরো বলেন, এই শিবিরের ৪০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনিমেষ দাস বৃদ্ধি ঘোষালকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার পরিবারকে রক্তদান শিবিরের আয়োজনের জন্য প্রশংসা করেন। ক্লাবের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বলেন, ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যার উদ্দেশ্য রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করা এবং নিশ্চিত করা যে, কেউ যেন রক্তের অভাবে কষ্ট না পায়। তিনি সকলকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি ঘোষাল পরিবারকে এমন একটা দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করার জন্য সাধুবাদ জানান।
পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবিবার দিন বৃন্দাবনে গ্রামে যুব সমাজের দ্বারা সংঘটিত, প্রগতি সেবা সংঘের ব্যবস্থাপনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেই শিবিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তাছাড়াও এদিন তিনি মিলাকোলা গ্রামে একটি হরি মন্দিরের উদ্বোধন করেন।এদিন তিনি বলেন খুব ভালো উদ্যোগ নিয়েছেন ক্লাবের সদস্যরা আমি ও আমাদের দল সর্বদায় তাদের পাশে রয়েছি।ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠান ক্লাবের প্রথম অনুষ্ঠান,আগামী দিনে তারা এই গ্রাম সহ আরো অন্যান্য পিছিয়ে পড়া দুস্থ মানুষের পাশে থেকে পরিষেবা দেবার চেষ্টা করবেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ প্রগতি সেবা সংঘের সকল সদস্যবৃন্দরা।
পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের পুকুর ভরাটের কাজ বন্ধ করলো প্রশাসন।জানা যায় দেন্দুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পুকুর ভরাটের অভিযোগ পায় আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য।তার নির্দেশ পেয়েই তৎপর হয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।তবে কার মদতে এই পুকুর ভরাট হচ্ছে তা তদন্তের বিষয়।কিন্তু সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানান পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করা হয়েছে।তদন্ত করে আইনি প্রক্রিয়া করা হবে।কিন্তু তদন্ত করলে এমন অনেক পুকুর হয়তো বেরিয়ে আসবে যাতে এখান বড় বড় নির্মাণ করা হয়েছে।জানিয়ে রাখি দামাগোড়িয়া রেলগেটের সংলগ্ন একটি বড় পুকুর রয়েছে।যার দিকে নজর পড়েছে ভূ মাফিয়াদের ধীরে ধীরে হয়তো সেটি ভরাট করারও পরিকল্পনা চলছে।কিন্তু এই সবের পিছনে কারা?তার তদন্ত হয়তো প্রশাসনের আগে করা উচিত।তবে হয়তো আগামী দিনে পুকুর গুলি জীবিত অবস্থায় থাকবে।