পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল :-শণিবার দুপুরে বৃষ্টির মধ্যে রাণীগঞ্জ থানার সাহেবগঞ্জের মোড়ে কোল মাইনসের ভাঙা বাড়ীর থেকে লোহা বার করার সময় হঠাৎ বাড়ীটা পড়ে যাওয়াতে বাড়ী চাপা পড়ে মারা যায় ১৯ বছরের রাজীব দাস এবং২০ বছরের সীতারাম বাউড়ী।
এলাকাবাসীদের বক্তব্য জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে রাস্তার পাশে সব বাড়ী ভেঙে ফেলা হচ্ছে এবং জাতীয় সড়ক কতৃপক্ষর থেকে ক্ষতিপূরন বাবদ অর্থও দিয়ে দেওয়া হয়েছে কোল মাইনস কতৃপক্ষকে ক্ষতিপূরণের পয়সা দেওয়া হলেও বাড়ীটা সম্পূর্ণ ভাবে ভাঙ্গে নি শণিবার এলাকার দুই যুবক ভাঙা বাড়ীর মধ্যে ঢুকে লোহাগুলো বার করার চেষ্টা করছিল সেইসময় হঠাৎ বাড়ীটা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে যাওয়াতে দুই যুবক চাপা পড়ে গেলে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কোল মাইনসের গাফিলতির কারনে ঘটনা হওয়াতে এলাকাবাসীরা কোল মাইনসের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান মুহূর্তে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় খনি সুরক্ষা কর্মীরা কোনরকমে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
আলোক চক্রবর্তী পাবলিক/ নিউজঃ ডেস্ক আসানসোল :– আর জি কর হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় দোষীদের বিচারের দাবিতে ওল্ড স্টেশন স্কুলের প্রাক্তনীদের মিছিল।কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় দোষীদের বিচারের দাবিতে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, দোষীদের বিচারের দাবিতে সারা ভারতের সাথে সারা বিশ্বের চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন।
পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন জুনিয়র চিকিৎসকরা এবং সাধারণ জনগণও বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা সহ বিভিন্ন সংঘটন বিচারের দাবিতে পথে নেমেছেন। শণিবার বৃষ্টির মধ্যে আসানসোলের ওল্ড স্টেশন স্কুলের প্রাক্তনীরা তাদের ছোট বাচ্চাকে নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
স্কুলের এক প্রাক্তনী অঞ্জনা গড়াই জানান আর জি কর হাসপাতালের নারকীয় খুন ও ধর্ষণের অভিযুক্তদের বিচারের দাবিতে সারা বাংলার সাথে আসানসোল শিল্পাঞ্চলের স্কুলের প্রাক্তনীরা রাস্তায় নেমেছেন সবার একটা দাবি দোষীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আগামী সোমবার বিশ্বজুড়ে পালিত হবে নবীদিবস।কাঁকসা তেও ইসলাম ধর্মের মানুষরা নবী দিবস উপলক্ষে আনন্দে মেতে উঠবেন ওইদিন। নবী দিবসের উৎসবে যাতে কোনরকম সমস্যা না হয় এবং আসন্ন নবী দিবস যাতে ধুমধামে পালিত হয়। সেই বিষয়ে শনিবার কাঁকসা থানায় একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম রা। কাঁকসা দানবাবা সেবা কমিটির সদস্যরা, কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা, সহ প্রশাসনিক আধিকারিকরা।
এদিন বৈঠক শেষে দান বাবা সেবা কমিটির সদস্য,তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান জানিয়েছেন, কাঁকসা ব্লকে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তারা একে অপরের উৎসবে আনন্দ উপভোগ করেন। এটাই কাঁকসার ঐতিহ্য। আগামী সোমবার কাঁকসার দানবাবা মাজার থেকে একটি শোভাযাত্রা বের হবে।
সেই শোভাযাত্রায় ইসলাম ধর্মের মানুষরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরাও যোগ দেবেন। সেই শোভাযাত্রা কিভাবে সম্পন্ন হবে সেই বিষয় নিয়ে প্রশাসনিক ভাবে আলোচনা করার পাশাপাশি সোমবার,দিন ভোর নবী দিবসকে সামনে রেখে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন সর্বদা সতর্ক থাকবে এবং তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন।
আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসক খুন ও হত্যার পরে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সেই সময় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও দোষীর বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন, ধর্ষকদের ফাঁসির আইন দেশের কোথাও না হলেও মমতা ব্যানার্জী সম্প্রতি বিধানসভায় এই আইন নিয়ে আসলেন কিন্তু পরবর্তী কালে দেখা যাচ্ছে আন্দোলনের নামে রাজনৈতিক দল বিক্ষোভকারীদের খাবার জল থেকে শুরু করে সবকিছু সরবরাহ করছে।
পড়ুয়াদের কাছে এতো পয়সা নাই তাহলে এতো পয়সা কোথা থেকে আসছে সেটা নিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজনৈতিক দলের সাহায্য ছাড়া এতদিন ধরে আন্দোলন চালানো সম্বভব হয় না। শুক্রবার সন্ধ্যে আটটা নাগাদ বার্ণপুরের সম্প্রিতী হলে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ বিধানসভার কর্মীদের নিয়ে সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য মানস দাস, ব্লক সভাপতি অনুপ মাজি সহ বিশিষ্ট নেতৃত্বরা।
মলয় ঘটক জানান কলকাতার কান্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি করা হচ্ছে কিন্তু তারমধ্যে কিছু জনগণ বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজার অনুদান প্রত্যাখান করেছেন কিছুরা দূর্গাপূজা বয়কটের ডাক দিয়েছে, বামফ্রন্টের সময়ও ধর্ষণ ও খুন হলেও বামফ্রন্ট সরকার লাঠিচার্জ করে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ উঠিয়ে দিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জী সেই পথে যান নি।
অন্যদিকে আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান কেন্দ্র সরকার নির্বাচনের আগে বলেছিলেন ৪০০ আসন পার করবে কিন্তু ২৫০ আসন নিয়ে সন্তুষ্ট হতে হলো বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন বিল সহজে অনুমোদন পাচ্ছে না। কলকাতার বিক্ষোভে কিছু রাজনৈতিক দল ভীড় কমা করছে এবং মমতা ব্যানার্জীকে বদনাম করতে চাইছে কিন্তু পশ্চিম বাংলার বেশীরভাগ জনগণ মমতা ব্যানার্জীকে সমর্থন করেন তাই বিরোধী রাজনৈতিক দলের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না।
পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার আসানসোলের রাহালেনে শ্রী শ্যাম মন্দিরে নব্য গঠিত পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সভাপতি সহ বিভিন্ন পদাধিকারদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের প্রান্তীয় সভাপতি শ্রী নন্দকিশোর অগ্রওয়াল, প্রান্তীয় পদাধিকারী পঙ্কজ ভালোটিয়া, দিনেশ সরাফ, উমেশ খন্ডেলওয়াল সহ বিশিষ্ট অতিথিরা। প্রান্তীয় সভাপতি শ্রী নন্দ কিশোর অগ্রওয়াল জানান পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলন অখিল ভারতীয় মারওয়ারী সমাজের সমাজের একটা বড় অংশ যারা দিনরাত সামাজিক কাজের সাথে নিজেদের সমাজের সদস্যদের একত্রিত করে থাকে।
আসানসোল শাখার সভাপতি নরেশ আগরওয়াল দ্বিতীয় বার সভাপতি মনোনীত হয়েছেন এবং তিনি মারওয়ারী সমাজের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন এবং তিনি নিশ্চিত আগামী দিনে তিনি সমাজের জন্য আরো বেশি উন্নয়ন করবেন। দ্বিতীয় বারে জন্য সভাপতি মনোনীত নরেশ আগরওয়াল তাকে দ্বিতীয় বারের জন্য সভাপতি মনোনীত করার জন্য প্রান্তীয় সভাপতি সহ সকল বিশিষ্ট নেতৃত্বকে ধন্যবাদ জানাবার পাশাপাশি তিনি জানান মারওয়ারী সমাজের উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে থাকেন যাতে মারওয়ারী সমাজের মান উন্নয়ন হয়। তিনি মারওয়ারী সমাজের সামাজিক কাজের মধ্যে কবি সম্মেলন, বয়স্ক ব্যক্তি দিবস পালন, পুলিশ দিবস পালন করা হয়েছে যাতে মারওয়ারী সমাজের নাম উজ্জ্বল হয়ে গেছে। তিনি আরো জানান পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলন অখিল ভারতীয় মারওয়ারী সমাজের এক বড় অংশ যেখানে সমস্ত মারওয়ারী সমাজের জনগণ সদস্য হয়েছেন এবং তারা সমাজের বিভিন্ন স্তরের জনগণের পাশে থেকে তাদের সেবা করেন। বর্তমানে পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সদস্যরা বিগত দু বছরে অনেক সামাজিক কাজ করেছে যা সদস্যদের উৎসাহিত করেছে আসানসোল শাখার দায়িত্ব সমাজের সদস্যদের একত্রিত করা এবং তাদের মধ্যে সমন্বয় করা। আসানসোল শিল্পাঞ্চল শাখার সম্পাদক অনিল জী মোহনকা এবং কোষাধ্যক্ষ হিসাবে যুব সমাজসেবী আনন্দ পারিক পুনরায় শপথ গ্রহণ করলেন। সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্য পদাধিকার শপথ গ্রহণ করলেন। পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মারওয়ারী সমাজের মেধাবী ছাত্র ছাত্রীদের মোমেন্টো ও শংসাপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয় তাছাড়া সম্মেলনে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের শাল ও পুস্প স্তবক দিয়ে সম্মানিত করেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার কোষাধ্যক্ষ আনন্দ পারিক।
পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সদস্য মহেশ শর্মা, সিয়ারাম আগরওয়াল, দীপক তোদি, দীপক লোধা, বিমল আগরওয়াল, নির্মল আগরওয়াল, আনন্দ আগরওয়াল, শ্যাম আগরওয়াল, গোপাল গোয়েল, বিনয় আগরওয়াল, আনন্দ আগরওয়াল, অভিষেক কেডিয়া, মনোজ আগরওয়াল, বিশাল মাওয়াড়ীয়া, রবীন্দ্র সিংঘানিয়া, বিজয় সন্তোরিয়া, অরুণ আগরওয়াল, পবন আরও, অজয় আগরওয়াল সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোক চক্রবর্তী/মনোজ শর্মা বারবানি:– শুক্রবার সকালে লালগঞ্জে ইসিএলের এরিয়া অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখান। বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহের নেতৃত্বে বিক্ষোভ দেখান হয় শুক্রবার সকাল থেকে এরিয়া অফিস ঘেরাও করে ইসিএলের বেসরকারি ঠীকা সুরক্ষা কর্মীরা। পূর্বাঞ্চলের সুরক্ষা কর্মীদের সাথে প্রত্যেক বছর বেতন নিয়ে একটা সমস্যা হয়ে থাকে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যস্থতায় ইসিএল কতৃর্পক্ষ বেতন দিতে বাধ্য হয়। সুরক্ষা কর্মীদের এই বিক্ষোভ উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ, নুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন নেতৃত্ব। বেতন বৃদ্ধি সহ চারদফা দাবি নিয়ে সুরক্ষা কর্মীদের স্মারকলিপি জিএমের অনুপস্থিতিতে এজিএমের হাতে তুলে দিলেন অসিত সিংহ।
অসিত সিংহ জানান চার দফা দাবি নিয়ে লালগঞ্জ এরিয়ার জেনারেল ম্যানেজার দপ্তরে বিক্ষোভ দেখান হয় মূলত কর্মীদের তিন মাসের বকেয়া বেতন এবং বোনাস সহ বিভিন্ন দাবি ছিল, এজিএম বলেছেন আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে তিনমাসের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কালে বোনাস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অসিত সিংহ জানান কেন্দ্রীয় সরকার তাদের সংস্থাগুলো বেসরকারি করণের জন্য কর্মীদের সাথে বেতন বন্ধ করে দিতে চাইছেন এবং প্রত্যেক বছর বিধায়ক জিএমের সাথে কথা বলে বেতন চালু করা ও কর্মীদের অসুবিধার সমস্যা ঠীক করে থাকেন। প্রত্যেকবার ইসিএল কতৃর্পক্ষ পূর্বাচলকে বন্ধ করে দেবার চক্রান্ত করে থাকেন এবং প্রত্যেকবার বিধায়ককে মধ্যস্থতা করতে হয় আর কেন্দ্রীয় সরকার চায় না কেউ সরকারি চাকরি করুক তারা বেশীরভাগ সরকারি দপ্তর বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে।
আলোক চক্রবর্তী আসানসোল:–সারা ভারত ডিওয়াইও বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সকালে আসানসোল ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবার পর ডিআরএমের কাছে স্মারকলিপি জমা দেন। সারা ভারত ডিওয়াইও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি স্বপন মুন্সী জানান শুক্রবার সারা ভারতের সাথে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয়,
তাদের দাবি রেলওয়ের শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে, রেলওয়ের ট্রেনে সফররত যাত্রীদের আরো সুবিধা বাড়াতে হবে, রেলের সফরের জন্য বয়স্কদের জন্য রেলওয়ে যে বিশেষ ছুট দিত সেটা পুনরায় চালু করতে হবে করোনার সময় রেলওয়ে সেই ছুট বন্ধ করে দিয়েছিল সেটা বিজ্ঞাপন দিয়ে পুনরায় চালু করতে হবে এবং বর্তমানে রেলওয়ে কতৃর্পক্ষ অনেক বন্দে ভারত ট্রেন চালু করলেও তার ভাড়া বেশি থাকার কারণে সাধারণ জনগণ বন্দেভারত ট্রেনে চাপার ইচ্ছা থাকলেও চাপতে পারে না তাই তাদের সংঘটনের দাবি ট্রেনে সেকেন্ড ক্লাস শ্লীপার ও জেনারেল কোচ বাড়াতে হবে এইসব দাবি সম্বলিত স্মারকলিপি ডিআরএমের কাছে জমা দেওয়া হয়।
পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে শুক্রবার দিন রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস।প্রতি বছরেরমত এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়া এদিন পুষ্টি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার তপতি লায়েক সহ আরো অনেকে।
পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তীসালানপুর:-সালানপুর ব্লক জুড়ে শুক্রবার দিন সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সালানপুর ব্লকের সমস্ত সরকারি অফিস ও গ্রাম পঞ্চায়েত গুলিতে অনুষ্ঠিত হলো স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের।এদিন নিজের অফিস চত্বরে ঝাঁটা হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ সমস্ত দপ্তরের আধিকারিকরা।
এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান আজ সমস্ত সরকারি দপ্তর,গ্রাম পঞ্চায়েত গুলি মিলে নিজেদের অফিস চত্বর ও আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা গুলি পরিষ্কার করলাম।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষদের একটাই বার্তা দেওয়া হলো নিজেদের এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা গুলি পঞ্চায়েত ও ব্লক পরিস্কার করবেই।কিন্তু নিজেরাও এগিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করুন।সাধারণ মানুষদের সচেতন করতেই স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের আয়োজন করা হলো।
পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তীসালানপুর:-দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক।ধৃত যুবকের নাম গৌতম চট্টোপাধ্যায়।তাকে দুর্গাপুর থানার পুলিশ ১১ই সেপ্টেম্বর গ্রেফতার করে ১২ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।ধৃত গৌতমের সাথে অজয় দাসের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে । তাছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ রাঁচি থেকে এক ইট ভাটার মালিক অঙ্কিত সিংকেও গ্রেফতার করেছে। জানা যায় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা এই ছিনতাই কাণ্ডের অন্যতম মাথা মধুসূদন বাগের যে একাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন।
সেটি ব্যাংক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় মধুসূদনের কল্যাণী ভান্ডার নামের অ্যাকাউন্টে জমা পড়ে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মধুসূদনের বিভিন্ন কোম্পানির নামে নানান জায়গায় সাতটি ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে।এদিকে এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে। রূপনারায়ণপুর থেকে ওই গাড়িটি নিয়ে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাউলাকে বসিয়ে চালক অজয় দাস এবং সুরজ কুমার কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে গাড়ি থেকে টাকার বাক্স নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে।যার সঙ্গে যোগাযোগ ছিল দুর্গাপুর থানার এক এ এস আই এর বলে অভিযোগ।পুলিশ এখনো কিছু জায়গায় তল্লাশি জারি রেখেছে বলে জানা যায়।