Category: ADPC

  • বারাবনিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার / ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা / পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ

    বারাবনিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার / ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা / পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ

    পাবলিক নিউজ আসানসোল :– বিজেপির মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার কান্ড ঘটলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার ইটাপাড়া খোলামুখ খনি বা ওসিপি এলাকায়। খোলামুখ কয়লাখনিতে কাজ করা কর্মীদের অধিকার সহ একাধিক দাবিতে বিজেপির ডাকা এদিনের এই মিছিল ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দেওয়ার ব্যারিকেড আমডিহা মোড়ে বিজেপির নেতা ও কর্মীরা ভাঙ্গার চেষ্টা করে। যা নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে মনু রায় আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও পুলিশের তরফে লাঠিচার্জ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে।


    বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোন গন্ডগোল না হয়, তারজন্য এলাকায় আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো।
    এদিন পূর্ব ঘোষণা মতো বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। সেই মিছিল এগিয়ে যাওয়ার সময় ইটাপাড়া মোড়ে পেট্রোল পাম্পের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেডে আটকে যায়। তখন সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির নেতা ও কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ব্যারিকেড ধরে, বিজেপির ধাক্কা আটকানোর চেষ্টা করেন। এখানে বিজেপির অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, যার ফলে বেশ একজন আহত হয়েছেন।
    তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছেন এসিপি (হিরাপুর)। তিনি বলেন, এই এলাকায় কোন খনি অফিস নেই। তা না থাকায় খনি কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি। বলা হয়েছে, সালানপুরে অফিস আছে। তারা যেন সেখানে যান। শুধু মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যতটুকু যা করার তা করা হয়েছে।
    এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এর আগেও বিজেপি আন্দোলন করেছে। কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়তে হয়েছে। এবারও আমরা ঘোষণা করেছিলাম যে শ্রমিকদের দাবি নিয়ে মিছিল করা হবে ও এবং খনি কর্তৃপক্ষের কাছে দাবি সহ স্মারক লিপি তুলে দেওয়া হবে। তারা বলেন, এই মিছিলের মধ্য দিয়ে বারাবনির মানুষের কাছে দলের সংগঠনের শক্তি দেখানো ও শ্রমিকদের পাশে থাকার যে অঙ্গীকার ছিলো, তা পৌঁছে দেওয়া গেছে। আমরা সালানপুরে খনি অফিসে স্মারক লিপি দিয়েছি।

  • সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য, ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ

    সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য, ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ

    পাবলিক নিউজ দুর্গাপুর : কোক ওভেন থানা এলাকার তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে থেকে উদ্ধার এক ব্যক্তি মৃতদেহ।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম পার্থ বাউরি (৩২), অর্জুনপুর বাসিন্দা। পেশায় ঠিকা শ্রমিক।
    প্রায় ৮ বছর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল তলার এলাকায় একাই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই ঠিকা শ্রমিক। আজকে সকালে ওই ঠিকা শ্রমিকের মৃতদেহ ফিডার ক্যানেলে ভাসতে দেখে স্থানীয়রা কোক ওভেন থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটল এ ঘটনা? ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্ত নেমেছে কোক ওভেন থানার পুলিশ।

  • চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া! থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে

    চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া! থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে

    পাবলিক নিউজ দুর্গাপুর : এবার দৃষ্টিহীন মহিলা প্রতারণার শিকার। চাকরি দেওয়ার নাম করে এই দৃষ্টিহীন মহিলার কাছে টাকা নিয়েও তার স্বামীকে চাকরি না দেওয়ার অভিযোগ দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা বিরুদ্ধে, লিখিত অভিযোগ দায়ের কোক ওভেন থানায়। প্রতিক্রিয়া জন্য ফোন করা হলে ফোন ধরেনি অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা।

    ঘটনার সূত্রপাত, বছর চারেক আগে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের এক বেসরকারী কারখানায় কাজ মিলবে এমন প্রতিশ্রুতি দিয়ে বড়জোড়ার এক গ্রামের ব্যাক্তির হাত দিয়ে তৃণমূল শ্রমিক নেতা এবং কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ রমজানের ভাই শেখ গেন্ডাকে দৃষ্টিহীন ওই মহিলার থেকে এক লক্ষ টাকা চাই। তার মধ্যে চল্লিশ হাজার টাকা দেন বলে অভিযোগ, ঠিক হয় দৃষ্টিহীন ঐ মহিলার স্বামী কাজ পাবার পর বাকি টাকা দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর কাটলেও আজও চাকরি তো দূর অস্ত, টাকাও ফেরত পাননি ঐ মহিলা। উল্টে বাঁকুড়ার বড়জোড়া থেকে দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার কাছে এলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়েই ঐ তৃণমূল শ্রমিক নেতার ভাইকে টাকাটা দিয়েছিলেন, এখন টাকা কাজ দুই না পেয়ে নিরুপায় পরিবার।
    দুর্গাপুরের কোকওভেন থানায় তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজানের ভাই শেখ গেন্ডার নামে লিখিত অভিযোগ করা হয়েছে।গোটা ঘটনায় রাজনীতির পারদ চড়েছে। বিরোধীরা শাসক দলকে আক্রমন শানিয়েছেন। বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন জেলা তৃণমূল নেতৃত্ব, তবে কাজটা যে তৃণমূল শ্রমিক নেতার ভাই যে ঠিক করেনি সেটা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
    এরই মধ্যো দলের বিড়ম্বনা অস্বস্তি দুই বাড়িয়ে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে স্থানীয়দের চাকরীর দাবিতে দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ ঝান্ডা হাতে এক বেসরকারি কারখানার সামনে টেন্ট বেঁধে আন্দোলনে সামিল হয়েছেন। এরই মধ্যে টাকা নিয়ে চাকরি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই আরো চাঞ্চল্য ছড়িয়েছে।

  • बराकर मे शराबीयों ने बस चालक को बेरहमी से पिटा लापरवाही से कार चलाने से मना कर रहा था बस चालक

    बराकर मे शराबीयों ने बस चालक को बेरहमी से पिटा लापरवाही से कार चलाने से मना कर रहा था बस चालक

    पब्लिक न्यूज आसनसोल:– बराकर, पश्चिम बंगाल आसनसोल कुलटी थाना के बराकर पुलिस फाड़ी अंतर्गत बस स्टेंड के पास सोमवार अहले सुबह करीब पाँच बजे आसनसोल से झारखंड की ओर जा रहे कार मे सवार करीब पाँच सराबीयों ने जमकर बवाल काटा है, शराबीयों ने एक बस चालक सज्जाद को कुछ इस कदर पिटाई की है की सज्जाद बुरी तरह गंभीर रूप से घायल हो गया है, जिसको आनन -फानन मे स्थानीय लोगों ने इलाके के ही एक निजी अस्पताल मे इलाज के लिये भर्ती कराया है, स्थानीय लोगों की अगर माने तो सज्जाद ने बस इतना ही कसूर किया था की उसने बस सस्टेंड इलाके से लापरवाही से कार चला रहे शराबीयों को कार ठीक से चलाने की सलाह दे डाली जिसके बाद कार मे सवार पांचो शराबी सज्जाद पर टूट पड़े ओर उसकी जमकर पिटाई कर दी सज्जाद शराबीयों के सामने अपनी हाँथ जोड़ता रहा, माफ़ी मांगता रहा छोड़ देने की गुहार लगाता रहा पर शराबीयों ने सज्जाद की एक नही सुनी और उसको इतना पिटा की सज्जाद गंभीर रूप से घायल हो गया, सज्जाद की किस्मत अच्छी थी की अहले सुबह इलाके के कुछ लोग उसकी चीख और चिल्लाहट की आवाज सुनकर उसको बचाने के किये उसके तरफ दौड़े जिससे उसकी जान बच पाई, नही तो सज्जाद को जिस तरह शराबी पिट रहे थे सज्जाद का बचना नामुमकिन था, इस दौरान कार लेकर भागने मे तीन शराबी तो सफल रहे वहीं दो शराबीयों को स्थानीय लोगों ने धर दबोचा और उनको पुलिस के हवाले कर दिया, वहीं बाकी के तीन शराबीयों को धर दबोचने और उनको कड़ी से कड़ी सजा दिलवाने की मांग को लेकर बस चालक और ऑटो चालक हड़ताल पर बैठ गए हैं, उनका कहना है की जबतक पुलिस बाकी के तीनो शराबीयों को गिरफ्तार नही करती तबतक आसनसोल या फिर झारखंड जाने वाली तमाम सवारी वाहन पूरी तरह से बंद रहेंगे, बस और ऑटो चालकों की इस हड़ताल को लेकर यात्रियों की काफी समस्या का सामना करना पड़ रहा है,

  • চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের টীম পড়ুয়াদের প্রশিক্ষণ দিল।

    চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের টীম পড়ুয়াদের প্রশিক্ষণ দিল।

    পাবলিক নিউজ আসানসোল/ চিত্তরঞ্জন:–ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় সাধারণ জনগণকে বাঁচতে করণীয় কর্তব্য করার প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্সের অফিসারেরা। চিত্তরঞ্জন এলাকার দেশবন্ধু বিদ্যালয়ে বালক বিভাগের পড়ুয়াদের নিয়ে একটা কর্মশালার আয়োজন করে সিভিল ডিফেন্সের আধিকারিকরা। দেশবন্ধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ ওরাং জানান দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কম ক্ষয়ক্ষতির জন্য সাধারণ জনগণের করণীয়গুলো সম্বন্ধে একটা কর্মশালার আয়োজন করেছে সিভিল ডিফেন্সের আধিকারিকরা, তারা ছাত্রদের বলেছেন সাইরেন বাজলে সব আলো নিভিয়ে দিতে হবে , বড় আবাসনের বেসমেন্টে জমা হতে হবে, স্কুলে থাকলে ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে, রাস্তায় যাবার সময় সাথে সাথে কোন আবাসনের নীচে আশ্রয় নিতে হবার ব্যাপারে হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছেন এবং পড়ুয়ারা আগ্রহ সহকারে সব শুনেছে ও কিছু প্রশ্ন তারা করেছে। দেশের সংকট মুহূর্তে এই প্রশিক্ষণ সবার কাজে লাগবে।

  • চোরাই সোনার গয়না উদ্ধার / বার্নপুরে ধৃত এক……… বার্নপুর,

    চোরাই সোনার গয়না উদ্ধার / বার্নপুরে ধৃত এক……… বার্নপুর,

    পাবলিক নিউজ আসানসোল :– একটি চুরির ঘটনার তদন্ত নেমে সাফল্য পেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় একজনকে। উদ্ধার করা হয়েছে চোরাই সোনার গয়না। এই চুরির ঘটনায় লিখিত ভাবে অভিযোগ দায়ের হওয়ার পরে গত ২৫ এপ্রিল হিরাপুর থানায় একটি মামলা করা হয়েছিলো ( নং ১৩৩/২৫, বিএনএস ৩০৫ নং ধারা)। হিরাপুর থানার বার্নপুরের শান্তিনগরের নেতাজি রোডের বাসিন্দা ধৃত যুবকের নাম দীপক মিশ্র (২৭) ।
    হিরাপুর থানার ওসি এসআই তন্ময় রায়ের নেতৃত্বে হওয়া এই চুরির ঘটনার কিনারা করার দলে ছিলেন এসআই অজিত কুন্ডু, এসআই অঞ্জন মণ্ডল, এসআই শুভাশীষ বন্দোপাধ্যায় , এএসআই মহঃ শামিম ও হিরাপুর থানার পিসি পার্টি। এই মামলার তদন্তকারী অফিসার বা আইও হিসেবে ছিলেন এসআই লিটন মন্ডল।
    পুলিশ সূত্রে জানা গেছে, বিধানপল্লীর বাড়ি থেকে চুরি হয়েছে জানিয়ে গত ২৫ এপ্রিল হিরাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো। তারপর মামলা করে হিরাপুর থানার ওসির নেতৃত্ব ও নির্দেশে এই চুরির ঘটনার তদন্তে নামে। কয়েক ঘন্টার মধ্যে পরের দিন ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বার্নপুরের শান্তিনগরের নেতাজি রোডের বাসিন্দা দীপক মিশ্রকে গ্রেফতার করে। পরে ধৃতকে আসানসোল আদালতে পেশ করে হিরাপুর থানার পুলিশ চারদিনের রিমান্ডে নেয়। দীপক মিশ্র পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় স্বীকারোক্তি দেয়। তার বক্তব্যের ভিত্তিতে চুরি হওয়া জিনিস, যা সোনার গয়না হিসাবে চিহ্নিত ছিলো, তা উদ্ধার করা হয়।
    চারদিক রিমান্ড শেষে বুধবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে হিরাপুর থানার পুলিশ। জানা গেছে, সব চোরাই সামগ্রী উদ্ধার হওয়ার ধৃতকে নতুন করে রিমান্ডে নেওয়ার জন্য আর হিরাপুর থানার পুলিশের তরফে আদালতে আবেদন করা হয়নি।

  • দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন অনুষ্ঠান/ আসানসোলের রবীন্দ্র ভবনে দেখানোর ব্যবস্থা………….., আসানসোল,

    দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন অনুষ্ঠান/ আসানসোলের রবীন্দ্র ভবনে দেখানোর ব্যবস্থা………….., আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল:– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত জগন্নাথ ধামের দ্বারোদঘাটন করেন। আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে দ্বারোদঘাটন অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

    দুপুরের এই অনুষ্ঠানটি দেখতে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ-সভাপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। এছাড়াও, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

    এই অনুষ্ঠান উপলক্ষে বিশ্বনাথ বাউরি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করেছেন। তিনি দীঘায় পুরীর আদলে জগন্নাথ ধামের দ্বারোদঘাটনের মাধ্যমে উদ্বোধন করেছেন। এখন এখানকার ভক্তদের জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হবে না। তারা দীঘায় গিয়ে ভগবান জগন্নাথের দর্শন করতে পারবেন। তিনি আরো বলেন যে এই কাজের জন্য পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবেন ।

  • छेड़खानी के मामले मे दो पक्षों मे बवाल जमकर हुई मारपीट मोटरसाईकल मे भी लगाया आग पुलिस ने की लाठीचार्ज..

    छेड़खानी के मामले मे दो पक्षों मे बवाल जमकर हुई मारपीट मोटरसाईकल मे भी लगाया आग पुलिस ने की लाठीचार्ज..

    आसनसोल, पश्चिम बंगाल आसनसोल के साऊथ थाना अंतर्गत सुकांत मैदान स्थित एक राह चलती युवती के साथ देर शाम छेड़खानी का मामला सामने आया है, जिस मामले को लेकर इलाके के ही दो पक्ष आपस मे भीड़ गए और दोनों पक्षों के बिच जमकर मारपीट हुई, इस दौरान मारपीट करने वालों ने सड़क किनारे खड़ी एक मोटरसाईकल मे भी आग लगा दी, वहीं घटना की खबर सुन मौके पर आसनसोल साऊथ थाना पुलिस पहुँची और एक दूसरे के साथ मारपीट करने वालों को नियंत्रण करने के लिये हल्का बल का प्रयोग करते हुए लाठी भी चार्ज की जिसके बाद मारपीट करने वाले मौके से फरार हो गए वहीं पुलिस ने मामले मे एक युवक को गिरफ्तार किया है, साथ ही मौके पर दमकल की एक इंजन को बुलाकर मोटरसाईकल मे लगी आग पर काबू भी पाया है, साथ ही इलाके मे भारी संख्या मे पुलिस बल की तैनाती भी कर दी है, वह इस लिये की इलाके मे दोबारा तनावपूर्ण स्थिति पैदा ना हो, इसके अलावा पुलिस यह भी देख रही है की इलाके मे घटी यह घटना दो समुदायों के बिच हुई हिंसा का रूप ना ले ले जिसके लिये पुरे इलाके मे पुलिस गस्ती तेज कर दी गई है और पुलिस हिंदू और मुस्लिम दोनों समुदायों को पूरी तरह शांत रखने के लिये मोर्चा संभाले हुए है

  • নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান / বার্নপুরের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা………. বার্নপুর, ২১ এপ্রিলঃ

    নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান / বার্নপুরের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা………. বার্নপুর, ২১ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– একটি নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান আসানসোল দূর্গাপুর পুলিশের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। সোমবার হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বার্নপুরের একটি দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে অভিযান চালানো হয়। ঐ দোকান থেকে ঐ কোম্পানির একটি নুনের বস্তা সিজ করেন ইবির আধিকারিকরা। তারা দোকান মালিক সঞ্জয় কুমার বার্নওয়ালের সঙ্গে কথা বলে জানতে চান, এই নুনের বস্তা তিনি কোথা থেকে কিনেছেন।
    অভিযানের পরে এ বিষয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক অঞ্জন কুমার দাসগুপ্ত বলেন, আমাদের কাছে খবর আছে যে একটি নামী কোম্পানির নকল নুন তৈরি ও বাজারে বিক্রি করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই এদিন এই অভিযান চালানো হয়েছে। তিনি আরে বলেন, এর আগে কুলটি এলাকায় অভিযান চালানো হয়েছিলো। এদিন এখানে অভিযান চালানো হয়েছে। এই দোকান থেকে নুনের প্যাকেট সহ বস্তা সিজ করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হবে।
    এই প্রসঙ্গে দোকান মালিক বলেন , এদিন কিছু লোক আমার দোকানে অভিযান চালায়। তারা কিছু বলতে অস্বীকার করে। তাদের সঙ্গে পুলিশ ছিলো। তবে তারা একটি কোম্পানির নুনের প্যাকেট বাজেয়াপ্ত করে তাদের সাথে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা সিজার তালিকা দিয়ে গেছে। তারা বলে গেছেন যে এই নুন পরীক্ষা করা হবে।যদি এই নুন ঠিক থাকে তাহলে ফেরত দেওয়া হবে।

  • বার্নপুরে মর্মান্তিক ঘটনা / বন্ধুদের সঙ্গে স্নান গিয়ে দামোদরে ডুবে মৃত্যু দুই কিশোরের মৃত্যু………… বার্নপুর ও আসানসোল, ২১ এপ্রিলঃ

    বার্নপুরে মর্মান্তিক ঘটনা / বন্ধুদের সঙ্গে স্নান গিয়ে দামোদরে ডুবে মৃত্যু দুই কিশোরের মৃত্যু………… বার্নপুর ও আসানসোল, ২১ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলায় রানিগঞ্জের পরে এবার বার্নপুরের মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদর নদীতে ডুবে মৃত্যু হলো দুই কিশোরের। আরো চারজন অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার বার্নপুরে ভুতনাথ মন্দিরের কাছে। মৃত দুই কিশোরের নাম হলো বার্নপুরের নরসিংবাঁধ সাউ রোডের রমনদ্বীপ মালোধারা (২০) ও নরসিংবাঁধ মিঠাই গলির অমিত দাস (২১)। মৃতদের মধ্যে একজন এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় নরসিংবাঁধ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
    পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালের দিকে আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডের বার্নপুরের নরসিংবাঁধ এলাকার জনা ছয়েক কিশোর বার্নপুরে ভুতনাথ মন্দিরের কাছে দামোদর নদীতে স্নান করতে যায়। তারা সবাই দুপুরের দিকে দামোদর নদীতে স্নান করছিলো। আচমকাই তাদের মধ্যে রমনদ্বীপ মালোধারা ও অমিত দাস দামোদর নদীতে তলিয়ে যায়। বাকি চারজন কোনমতে নদী থেকে উঠে আসে। তাদের চিৎকারে আশপাশের এলাকার বাসিন্দা যারা স্নান করছিলেন তারা দৌড়ে আসেন। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। পাশাপাশি আসেন কিশোরদের পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষনের চেষ্টা দুপুর তিনটে নাগাদ দুজনকে দামোদর নদী থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    এই প্রসঙ্গে ৭৭ নং ওয়ার্ডের কাউন্সিলর গুরমিত সিং বলেন, এদিন সকালে নরসিংবাঁধ এলাকার বাসিন্দা ৬ জন কিশোর দামোদর নদীতে স্নান করতে যায়। তারা সবাই বন্ধু। তারা স্নান করতে নদীতে নামার পরে জলে ডুবে যায় দুজন। বাকিরা বেঁচে যায়।
    পুলিশের এক আধিকারিক বলেন, ৬ বন্ধু এদিন দামোদর নদীতে স্নান করতে গেছিলো। তার মধ্যে দুজন ডুবে মারা গেছে।
    প্রসঙ্গতঃ, দিন চারেক আগে একইভাবে জামুড়িয়ার বাসিন্দা এক খনি কর্মী রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায়। দুদিন পরে তার দেহ উদ্ধার করা হয়।