পাবলিক নিউজ আসানসোল :–চলতি গ্রীষ্ম বা গরমকালে পানীয়জলের সমস্যা মেটাতে বেশকিছু জায়গায় জলের ট্যাঙ্কার করে জল সরবরাহ করা হয়। আসানসোল সাব ডিভিশন বা মহকুমায় বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সকল এলাকার জল ট্যাঙ্কার করে পানীয়জল সরবরাহের সুবন্দোবস্ত করতে বুধবার আসানসোলের মহকুমাশাসকের (সদর) কার্যালয়ের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক হয়। মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের পৌরহিত্যে হওয়া এই বৈঠকে ইসিএলের সমস্ত এরিয়ার জিএম , পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার , বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতিরা উপস্থিত ছিলেন। বৈঠকের পরে মহকুমাশাসক (সদর) বলেন, পিএইচই ও ইসিএল সমস্ত এলাকায় পানীয়জল সরবরাহ করবে যেখানে জলের প্রয়োজন হবে। এই ব্যাপারে কাদের কি করনীয় তা এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।
পাবলিক নিউজ আসানসোল :– এপ্রিলঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় ভোটার তালিকার কাজের জন্য দায়িত্ব বণ্টন করলো। তাদের বলা হচ্ছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-১। পশ্চিম বর্ধমান জেলাও তার মধ্যে রয়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংক্রান্ত কাজে গতি আনতে প্রতিটি জেলায় নেতৃত্বের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছে। তাতে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুকে। তাকে পশ্চিম বর্ধমানের জেলা স্তরের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-১) হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রীদের এই দায়িত্ব দেওয়া হলেও, পশ্চিম বর্ধমানে দল একজন সিনিয়র নেতার উপর ভরসা রেখেছে বলে মনে করা হচ্ছে। এই নিয়োগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভি শিবদাসন দাসু বলেন, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার বিএলএ-১ হিসেবে নিযুক্ত করেছেন। তিনি আরও বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন, আমরা সবাই একসঙ্গে মাঠে নেমে দলকে আরও শক্তিশালী করি। এই নিয়োগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে তাদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার দিকে আরেকটি পদক্ষেপ নিয়েছে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের এই উদ্যোগকে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।
পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলের বিবেকানন্দ সরণির আসানসোল সৃষ্টিনগরের আবাসিক বাসিন্দারা সৃষ্টিনগর ম্যানেজমেন্ট বা কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন। তাদের তরফে বাসিন্দাদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়েছে। যদিও, সৃষ্টিনগর কতৃপক্ষ বাসিন্দাদের তোলা সব অভিযোগ মানতে চাননি। দাবির ব্যাপারে, কতৃপক্ষের মন্তব্য, আলোচনায় বসে সব সমস্যার সমাধান করা যেতে পারে। বৃহস্পতিবার সকালে সৃষ্টিনগরের দুর্গা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা তাদের অসন্তোষ প্রকাশ করেন। কতৃপক্ষের বিরুদ্ধে সরব বাসিন্দারা বলেন, তাদের দেওয়া ফি না চার্জের অনুপাতে কর্তৃপক্ষের প্রদত্ত সুযোগ-সুবিধা খুবই নগণ্য। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাব অবলম্বন করে তাদেরকে হয়রানি করছে। সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা, অনৈতিক ফি বৃদ্ধি না করা , দুর্নীতি বন্ধ, ক্লাবের অ্যাকাউন্টে স্বচ্ছতা আনা, পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা, জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং শিশুদের জন্য খেলার মাঠ সহ মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের মতো বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। তারা বলেন, এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে, কতৃপক্ষ বাসিন্দা বা আবাসিকদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে। যা বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি করছে। এই সাংবাদিক সম্মেলনে শহরের নিউরো সার্জেন ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডাঃ বসু ও সিং বলেন, আমরা যে ফি দিচ্ছি তার বিনিময়ে ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছি না। কোন কমিটি এখনো পর্যন্ত তৈরি করা হয় নি। কতৃপক্ষকে এই ব্যাপারে বলা হয়েছে ও হচ্ছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও জবাবদিহি নেই । কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দাবি করছি যে এই সমস্যাগুলি অবিলম্বে সমাধান করা হোক। একই সাথে, ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং কতৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, ক্লাবের হিসাবে স্বচ্ছতার অভাব রয়েছে। যখন তখন ফি বৃদ্ধি সম্পূর্ণ অন্যায্য। তারা সৃষ্টিনগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যুবক-যুবতীরা এখানে এসে মদ্যপান করে। নানা ধরনের বাজ কাজ করা হয়। কিন্তু তাদের দেখা বা আটকানোর কেউ নেই। বাসিন্দারা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আপাততঃ আগামী ১২ এপ্রিল একটি প্রতিবাদ মিছিল বার করা হবে সৃষ্টিনগরের বাসিন্দাদের তরফে। মিছিল শেষে কতৃপক্ষকে একটি দাবি সম্বলিত স্মারক লিপি দেওয়া হবে। এই বিষয়ে আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের তরফে বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রুপ হেড (প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় কুমার চৌধুরী বলেন, আমরা আবাসিকদের সুবিধা ও অসুবিধার দিকটা সবসময় দেখি। আমরা সবসময় বলি, কথা বলে সমস্যা মিটিয়ে নিতে। এই সৃষ্টি নগরের ভেতরে একটা মল আছে। সেখানে বাইরে লোকেরা আসেন। তাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আসানসোল উত্তর থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, এবারেও আমরা আবাসিকদের আলোচনার জন্য ডেকেছিলাম। তারা বলেছেন, মিছিল করে ডেপুটেশন দেবেন। আমরা তাতেই রাজি আছি। আমরা আলোচনা করে সব সমস্যার সমাধান চাই।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :-শুক্রবার দুপুরে আসানসোলের জুবিলী মোড় এলাকায় জুবিলী মোড় থেকে ইস্কোর স্কোব গেট পর্যন্ত রাস্তার পুননবীকরন করার কাজের শুভারম্ভ করলেন রাজ্যের আইন ও শিল্প মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক এস পন্নামবলাম, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের কমিশনার রাজু মিশ্র সহ বিশিষ্ট অতিথিরা। মন্ত্রী মলয় ঘটক জানান রাস্তার অবস্থা জরাজীর্ণ হয়ে যাওয়াতে এডিডিএর পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে রাস্তা পুনঃনবীকরন করা হবে এবং রাস্তার দুপাশ আরো সুন্দর করে সাজানো হবে। এই বছরের মধ্যে এডিডিএর পক্ষ থেকে প্রায় ৫০ কোটি টাকা বিভিন্ন রাস্তার জন্য খরচ করা হবে বলে জানান মন্ত্রী মলয় ঘটক।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল আসানসোলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে সোমবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পুলিশের একটি সমন্বয় বৈঠক হয়। এই বৈঠকে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল ঊর্ধ্বতন আধিকারিকরা ছিলেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিভিন্ন বনিকসভা বা চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে শিল্পপতি পবন গুটগুটিয়া বলেন, জেলা প্রশাসন এবং চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের মধ্যে একটি সমন্বয় বৈঠক হয়েছে। প্রকৃতপক্ষে, দুর্গাপুরে যে সিনার্জি হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই বৈঠকটি হয়েছে। দুর্গাপুরের সেই সিনার্জিতে উত্থাপিত বিষয়গুলির উপর পদক্ষেপ কতটা এগিয়েছে তা জানার চেষ্টা করা হয়েছে। এই বৈঠকে অনেক বিশেষ বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এর মধ্যে আসানসোলে সাতাইশা মোড় থেকে জাতীয় সড়কের দিকে যাওয়ার রাস্তাটিও ছিল। ঐ রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, যদি এই রাস্তাটি তৈরি করা হয়, তাহলে নিয়ামতপুর কুলটি ইত্যাদি এলাকার মানুষকে জাতীয় সড়কে যেতে আসানসোলের দিকে আসতে হবে না। তারা সাতাইশা মোড় থেকেই জাতীয় সড়কে পৌঁছাতে পারবেন। কিন্তু সেই রাস্তার নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ২০২২ সালের জুন মাসে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা প্রশাসনিক বৈঠকে চেম্বার অফ কমার্সের প্রতিনিধি হিসেবে আমি মুখ্যমন্ত্রীর সামনে এই বিষয়টি উত্থাপন করেছিলাম। তারপর নির্মাণ কাজও শুরু হয়েছিলো। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। ইসিএল বা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কিছু জমি রয়েছে যার জন্য ” নো অবজেকশক ” সার্টিফিকেটের প্রয়োজন হয়। এদিনের বৈঠকে এমন কিছু প্রশাসনিক সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, যত তাড়াতাড়ি সম্ভব বার্নপুর বিমানবন্দর শুরু করার বিষয়টিও আলোচনা হয়েছে। তিনি বলেন, বার্নপুর বিমানবন্দরের কাছে কিছু উঁচু গাছ রয়েছে যার কারণে সেখানে বিমানের উড়ান এবং অবতরণের অসুবিধা হচ্ছে। এই বিষয়টি বিবেচনা করে , যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধানের পথ বার করা নিয়ে আলোচনা করা হয়েছে । এই বিমানবন্দরটি দ্রুত চালু করা প্রয়োজন। এদিনের বৈঠকে আরেকটি যে বিষয়টি উত্থাপিত হয়েছে তা হলো দামোদর নদীর উপর একটি রোড ব্রিজ বা সড়ক সেতু নির্মাণের বিষয়টি। তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। যার ফলে খুব কম সময়ে এই পশ্চিম বর্ধমান জেলা থেকে বাঁকুড়া ও পুরুলিয়া যাওয়া সম্ভব হবে। যখন ব্যবসা-বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে সময়ের মূল্যকে সর্বোচ্চ বিবেচনা করা হয়, তখন দামোদর নদীর উপর এই সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, এদিনের এই বৈঠক প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা চেয়ারম্যান কবি দত্ত বলেন, কিছুদিন আগে দুর্গাপুরে যে সিনার্জি হয়েছিলো, এদিনের বৈঠকে তার ফলোআপ করা হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয় যে, সেই সিনার্জিতে চেম্বার অফ কমার্সের তরফে যে সমস্যাগুলি উত্থাপন করেছিল, এদিনের বৈঠকে দেখা গেছে যে প্রায় সবগুলিই সমাধান করা হয়েছে। তিনি আরো বলেন, বাকি যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেসব কিছুও দ্রুত করা হবে।
पब्लिक न्यूज आसनसोल :–आसनसोल के एडीडीए मार्केट में अमित छाबड़ा के मोबाइल शोरूम में आज वीवो के एक नए मोबाइल फोन का लॉन्च किया गया। इस के मॉडल का नाम v50 है और कंपनी द्वारा इसे आज लॉन्च किया गया। यह मॉडल आज आसनसोल में भी लॉन्च हुआ। टॉलीवुड अभिनेत्री सोहनी सरकार द्वारा इसका लॉन्च किया गया और यह आज से ही मार्केट में उपलब्ध हो गया आज वीवो के शोरूम में इसका लाइव डेमोंसट्रेशन भी दिया गया। अमित छाबड़ा ने बताया कि यह एक बेहद उम्दा मोबाइल है जो कि लोगों को बहुत पसंद आएगी। उन्होंने बताया कि इसमें कई नए फीचर्स हैं जो लोगों को और खासकर नई पीढ़ी को बहुत ज्यादा पसंद आएगी
पब्लिक न्यूज आसनसोल रिकी बाल्मीकि/बीनू श्रीवास्तव:– आसनसोल नगर निगम के 40 और 41 नंबर वार्ड के बीचों बीच हाई ड्रेन के निकट जीटी रोड पर धसान के घटना से हड़कंप मच गया है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर रेट द्वारा उसे क्षेत्र की बैरिकेडिंग कर दी गई है और उसे क्षेत्र में परिवहन को रोका गया है इस बारे में जब हमने आसनसोल नगर निगम के 41 नंबर वार्ड के पार्षद रणवीर सिंह भरारा से बात की तो उन्होंने कहा कि यह क्षेत्र बेहद खतरनाक हो चुका है और कभी भी कोई बड़ा हादसा हो सकता है उन्होंने कहा कि अगर इस पर से कोई बड़ा वहां गुजरे तो पूरे का पूरा रोड धस सकता है। रणवीर सिंह भरारा ने बताया कि यहां पर जो हाई ड्रेन है वह अंग्रेजों के जमाने में बनाया गया था अब उसके पिलर की ताकत भी खत्म हो चुकी है इसलिए धीरे-धीरे अब पूरा रास्ता नीचे बैठ रहा है अगर तुरंत इसकी मरम्मत नहीं की गई तो कोई बहुत बड़ा हादसा हो सकता है पार्षद ने बताया कि उन्होंने इस बारे में नगर निगम के कमिश्नर मेयर दोनों डिप्टी मेयर चेयरमैन सभी को जानकारी दे दी है
पब्लिक न्यूज़ आसनसोल रिकी बाल्मीकि:– आसनसोल के पोलो मैदान में स्वनिर्भर गोष्ठी विभाग द्वारा पश्चिम बर्दवान जिले के सबला मेले का उद्घाटन किया गया। यह मेला 6 फरवरी तक चलेगा। उद्घाटन समारोह में राज्य के श्रम व कानून मंत्री मलय घटक जिला शासक एस पोन्नाबलम आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक जिला परिषद सभाधिपति विश्वनाथ बाउरी के अलावा विभिन्न विशिष्ट लोग उपस्थित थेष अतिथियों द्वारा यहां दीप प्रज्वलित कर मेले की शुरुआत की गई। इस मौके पर मंत्री मलय घटक ने कहा कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी ने हमेशा महिलाओं के सशक्तिकरण का प्रयास किया है । इसलिए स्वनिर्भर गोष्ठी पर इतना जोर दिया जा रहा है । उनके द्वारा जो चीज बनाई जाती हैं उनको लेकर जाती है सबला मेले का आयोजन किया जाता है जहां पर यह महिलाएं उनके द्वारा बनाई गई चीजों के स्टाल लगाती हैं। उन्होंने कहा कि इस मेले में भी स्वनिर्भर गोष्ठी की महिलाओं द्वारा स्टॉल लगाए गए हैं और 6 फरवरी तक यह मेला चलेगा।
पब्लिक न्यूज़ मंथन पसवान अंडाल –: अंडाल ब्लॉक के दक्षिण खंड स्थित एयरपोर्ट मे बी,ए,पी,एल,द्वारा सड़क निर्माण कार्य का विरोध जमीन मालिकों नें किया,निजी जमीन पर बी,ए,पी,एल की सड़क निर्माण की जानकारी जमीन मालिकों को मिलने के बाद, जमीन मालिकों ने बी.ए.पी.एल कंपनी के खिलाफ विरोध प्रदर्शन किया, आंदोलन कर रहे जमीन मालिक आशीष पाल ने कहा की वर्ष 2009 में बी.ए.पी.एल कंपनी नें सभी जमीन मालिकों से वादा किया था की जमीन मालिकों को जमीन के बदले कंपनी में काम दिया जायेगा और घर भी दिया जायेगा, लेकिन कुछ नही दिया,ऐसी और भी मांगो को कंपनी ने स्वीकारा किया था लेकिन वर्ष 2024 भी खत्म हो गया लेकिन कंपनी हमारी मांगो को पुर नही किया,हमेशा नजर अंदाज करती आ रही है, इस लिए बी.ए.पी.एल की और से बन रहीं सड़क का काम रोक कर हमलोंग प्रदर्शन कर रहें है,उन्होंने कहा की अगर हमारी मांगे पुरी नही किया गया तो हम जमीन मालिक इससे भी बड़ी आंदोलन करेंगे.
পাবলিক নিউজঃ আসানসোল/অন্ডাল :- প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বি এ পি এল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়েই শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমি দাতারা। জমি দাতাদের দাবি বি এ পি এল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করার সময় সেটা পালন করেনি কর্তৃপক্ষ আর সে কারণেই আজকের এই আন্দোলন। যদিও এই ব্যাপারে বিএপিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণখন্ড মৌজার জমি দাতা আশিস পাল ও বিজন পাল রা জানান, যেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন জোর করে কারো জমি কেড়ে নেওয়া যাবে না। কিন্তু নিচু তলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করেই একপ্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন। আশীষ বাবু জানান দক্ষিণ খন্ড মৌজার প্রায় দশ বিঘা জমির এখনো পর্যন্ত ডিসপুট রয়েছে যেখানে জমি দাতারা তাদের জমি দিতে নারাজ, অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। তিনি বলেন যখন বিমানবন্দর এখানে তৈরি হচ্ছিল তখন এলাকার জমি দাতারা বন্ধুত্বসুলভ আচরণ দেখিয়ে তাদের জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দিয়েছিল। প্রায় ২৩০০ একর জমি দাতারা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয়।
জমি অধিগ্রহণ করার সময় বি এ পি এল কর্তৃপক্ষ জমিদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির বিনিময়ে জমি এবং পরিবারের একজন বেকার যুবককে ট্রেনিং দিয়ে তার চাকরি ও এলাকার উন্নয়ন করবেন। কিন্তু আজ এত বছরগুলো বছর পরও আশ্বাসই সার। কোন কথা রাখেনি বিএপিএল কর্তৃপক্ষ বলে দাবি করছেন জমি দাতাদের একাংশ। বিপিএল কর্তৃপক্ষ অন্ডাল বিমানবন্দর থেকে বি এ পি এল কর্তৃপক্ষ অন্ডাল বিমান নগরী থেকে অন্ডাল উখড়ার প্রধান রাস্তা তামলা মোড় পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ করছেন। নতুন যে রাস্তাটি তৈরি হচ্ছে তার আশেপাশের জমিগুলির জমি দাতারা এদিন রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল। তাদের দাবি বি এ পি এল এলাকার জমিদাতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে কোন মতেই রাস্তা তৈরীর কাজ করতে দেওয়া হবে না। এদিকে এলাকায় উত্তেজনা বাড়ায় নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স। শেষ পর্যন্ত প্রশাসনিক কর্তাদের আশ্বাসে আগামী সোমবার জমিদাতাদের নিয়ে একটা বৈঠকের সিদ্ধান্ত হলে আশ্বাস মত এদিনের বিক্ষোভ তুলে নেন জমিদাতারা।