Author: NewsEditor

  • রবিবার আসানসোলের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে রাষ্রপতি সহ বিজেপি এবং সিপিএমকে আক্রমণ জেলা নেত্রীর।

    রবিবার আসানসোলের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে রাষ্রপতি সহ বিজেপি এবং সিপিএমকে আক্রমণ জেলা নেত্রীর।

    আলোক চক্রবর্তী আসানসোল,:-রবিবার দুপুরে আসানসোল হটনরোড মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে ধর্ণা মঞ্চ করা হয়। এই ধর্ণা মঞ্চে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করে বলেন পশ্চিম বাংলার মহিলা চিকিৎসকের ঘটনায় তিনি মহিলাদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অথচ দুদিন আগে একই ঘটনার জন্য তিনি কোন মন্তব্য করেন নি। বর্তমানে সিপএম ঘটনার দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অথচ তাপসি মালিক সহ একাধিক মহিলার খুন ও ধর্ষণের মামলায় বামফ্রন্ট সরকার কোন পদক্ষেপ নিতে পারেন নি। দেশের প্রথম মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর জি কর কান্ডের দোষীকে শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন এবং সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্দেশ দিয়েছেন দোষীর শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করতে।

  • আসানসোল / টোটো ও অটো রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল আনছে রাজ্য সরকার আসানসোল,

    আসানসোল / টোটো ও অটো রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল আনছে রাজ্য সরকার আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক পশ্চিম বর্ধমান :-এবার থেকে টোটো ও অটো রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে করা হবে। সোমবার এই কথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ। আরো জানা গেছে, পশ্চিমবঙ্গের সমস্ত অটো এবং টোটো চালকদের রেজিষ্ট্রেশন এই পোর্টালের মাধ্যমে করা হবে।
    এই আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ এদিন বলেন, রাজ্যে টোটো এবং অটো চালকদের নিবন্ধকরণ বা রেজিষ্ট্রেশনের জন্য একটি পোর্টাল চালু হতে চলেছে। যার মাধ্যমে রেজিষ্ট্রেশন করা নেই, এমন সমস্ত অটো ও টোটোর রেজিষ্ট্রেশন হবে। তা হলে কাউকে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না। যারা এটা করবে না তাদেরকে অবৈধ বলে বিবেচিত করা হবে। পরবর্তী কালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে টোটো চালকরা খুশি যে তাদের আর সমস্যায় পড়তে হবে না। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম যে নিবন্ধীকরণ বা রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সহজ করা উচিত। সেই দাবি মেনে সরকার অটো ও টোটো রেজিষ্ট্রেশনের জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি শীঘ্রই সব সমস্যার সমাধান হবে।
    প্রসঙ্গতঃ, দীর্ঘদিন ধরে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে টোটোর দৌরাত্ব অস্বাভাবিক হারে বেড়ে গেছে। হাজার হাজার টোটো বলতে গেলে সব রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। যার জন্য, রাস্তা ঘাটে হাঁটাচলা করা দায় হয়ে পড়েছে। যানজটে নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে পোর্টাল কতটা স্বস্তি দেয়, সেটা সময় বলবে।

  • आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे

    आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे

    अमित कुमार गुप्ता आसनसोल :–सोमवार को आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे और उनके हाथ से दीप प्रज्वलित कर एवं फीता काटकर लाइब्रेरी का उद्घाटन किया। इस मौके पर यहां पर उपस्थित थे आसनसोल नगर निगम के डिप्टी मेयर एवं तृणमूल के ( inttuc )  जिला सभापति अभिजीत घटक एमएमआईसी गुरदास चटर्जी , बोरो चेयरमैन राजेश तिवारी के अलावा बड़ी संख्या में टीएमसी नेता कार्यकर्ता और समर्थक उपस्थित थे । इस मौके पर संसद शत्रुघ्न सिन्हा ने कहा कि मैजिक मैन मलय घटक की तरह उनके भाई अभिजीत घटक भी लोगों की भलाई के लिए हमेशा काम करते रहते हैं । जिस तरह से वह अपने वार्ड में विकास कार्यों का अंजाम दे रहे हैं । वह सराहनीय एवं काबिले तारीफ है । डिप्टी मेयर के रूप में भी वह अपनी भूमिका निभा रहे हैं । संसद ने कहा कि अंसानसोल नगर निगम क्षेत्र सहित पूरे आसनसोल लोकसभा क्षेत्र के विकास के लिए वह हमेशा प्रयास करते रहते हैं । उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद दिया जिन्होंने आसनसोल में काम करने का उन्हें मौका दिया । डेप्युटी मेयर अभिजीत घटक ने कहा कि यहां के लोगों के काफी दिनों से मांग थी कि एक लाइब्रेरी बनाया जाए । ताकी इस इलाके के बच्चे अच्छी तरीका से पढ़ाई कर पाए और कई एग्जाम में इसका लाभ उठा पाए । यह बात जब उन्होंने सांसद शत्रुघ्न सिन्हा के सामने रखे तो उन्होंने भी इस पर स्वीकृति प्रदान की ओर उन्हें भरोसा नहीं था कि संसद द्वारा इतनी जल्दी पुस्तकालय बाना दिया जाएगा । उन्होंने इसके लिए संसद को धन्यवाद दिया इसके साथ ही उन्होंने कहा कि इससे पहले लोकसभा उपचुनाव हुआ था तब शत्रुघ्न सिन्हा भारी मतों से विजय हासिल किए थे। मात्र दो सालों में उन्होंने जो काम करके दिखलाया है । इससे उन्होंने यहां के लोगों का दिल जीत लिया है ।  यही वजह है कि इस बार जब लोकसभा के चुनाव हुए एक बार फिर आसनसोल की जनता ने शत्रुघ्न सिन्हा पर ही अपना भरोसा जताया है।

  • আর জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংঘটনের মিছিল।

    আর জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংঘটনের মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল :-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের পরে দোষীদের শাস্তির দাবিতে শিল্পাঞ্চলের রাজপথে মিছিল বার করে। আসানসোলের ট্রাফিক মোড় থেকে এই মিছিল হটনরোড মোড়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ডিওয়াই এফ আইয়ের নেতা জানান আর জি করের ন্যাক্কারজনক ঘটনার ২৩ দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষী বা দোষীরা ধরা পড়ে নি বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় নি তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তি দিতে হবে।

  • আর জি করের ঘটনার প্রতিবাদে বাউড়ী সমাজের মিছিল।

    আর জি করের ঘটনার প্রতিবাদে বাউড়ী সমাজের মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা ও ধর্ষনকারীর বিচারের দাবিতে রবিবার দুপুরে বাউড়ী সমাজের পক্ষ থেকে আসানসোল আদালত চত্বরের ঘরি মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এক পদযাত্রা বার করা হয়। পদযাত্রায় আবালবৃদ্ধবনিতা থেকে শুরু করে প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত ববিতা দেবী এবং রাজবংশী বাউরি জানান আর জি করে এক মহিলা চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার হয়েছে তাতে গোটা দেশের মহিলারা নিজেদের অসুরক্ষিত মনে করছে, রাস্তায় যাতায়াত করতে ভয় লাগছে তাই দোষীদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বার করা হয়েছে।

  • পুলিশ ডে উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা।

    পুলিশ ডে উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা।

    পাবলিক নিউস ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল:-১ লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে আসানসোলের পুলিশ লাইনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় পুলিশ আধিকারিক এবং পুলিশ কনস্টেবলরা অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতা শুরু হবার আগে পুলিশের উচ্চ আধিকারিককে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়। সাহসী কাজ ও ভালো কর্মদক্ষতার জন্য পুলিশ অফিসারদের সম্মানিত করা হয়। ফুটবল প্রতিযোগিতার শেষে বিজয়ী টীম এবং সমস্ত খেলোয়াড়দের পুরস্কৃত করেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। পুলিশ ডে ও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আসানসোলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি সচেতনতা র‌্যালি বার করা হয়। এদিন এক অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ সেই র‌্যালিকে সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করেন। ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করতে এই র‌্যালির আয়োজন করা হয়।
    এই অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিক ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। ” সেফ ড্রাইভ সেভ লাইফ” র ও “যাত্রী সাথী ” নামে দুটি ট্যাবলো রয়েছে। যা আসানসোল ও বার্নপুর এলাকায় ঘুরে বেড়াবে এবং মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করবে।
    এদিন পুলিশ ডে উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ লাইন ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় পুলিশ কমিশনারেটের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। পুলিশের টিমের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ কমিশনার সহ পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ ডে উপলক্ষে এদিন সেবা প্রদানের জন্য বেশকিছু পুলিশ আধিকারিককে সম্মানিত করা হয়।

  • बरनवाल महासभा को मजबूत बनाने के लिये बरनवाल समाज की बैठक।

    बरनवाल महासभा को मजबूत बनाने के लिये बरनवाल समाज की बैठक।

    मंथन पासवान पांडवेश्वर–: पांडवेश्वर विधानसभा अंतर्गत पांडवेश्वर फूलबागान मोड़ में भारतवर्ष बरनवाल महासभा पश्चिम बंगाल की सभा आयोजित की गई, इस बैठक में बरनवाल समाज के सभी सदस्यों को एक साथ लाने के लिये बरनवाल समाज ने बैठक किया. बेठक में पश्चिम बर्दवान के विभिन्न ब्लॉक और इलाके से बरनवाल समाज के सदस्य गण मौजूद रहे, कार्यक्रम का शुभारम्भ महाराज अहिवरन के फोटो पर माल्यार्पण कर किया,
    इस संबंध में पश्चिम बर्धमान बरनवाल समाज के माहा मंत्री कृष्ण मुरारी लाल ने कहा हमलोगों का एक लक्ष्य हैं की सभी बरनवाल सदस्यों को एक मंच में लेकर आना.उन्होंने कहा की आज सें 2 साल पहले बरनवाल समाज पूरा बिखरा हुआ था लेकिन आज हम सभी को संगठित कर बरनवाल समाज को एक मंच पर लाये हैं. इसलिए बरनवाल समाज की यह बैठक हम सभी कर रहे हैं,
    इस दौरान महा मंत्री मंजू बरनवाल,अध्यक्ष ललिता बरनवाल तथा सभी सदस्य उपस्थित रहे.

  • दिल्ली से पढाई पुरी कर आये शिक्षक को विष्णु देव नोनिया नें किया सम्मानित।

    दिल्ली से पढाई पुरी कर आये शिक्षक को विष्णु देव नोनिया नें किया सम्मानित।

    मंथन पासवान अंडाल–: अंडाल ब्लॉक के खास काजोरा में संजय साहनी जो दिल्ली सें अपनी आई.आई.टी का पढ़ाई पूरा कर अब चौहान कोचिंग सेंटर में बच्चों को सिक्षा दे रहें,इसलिए पश्चिम बर्धवान जिला परिषद के सह कारी सभाधिपति विष्णु देव नोनिया ने फूल माला भेंट कर सम्मानित किया,इस दौरान कोचिंग के सभी बच्चे उपस्थित रहे। इस अवसर पर विष्णु देव नोनिया ने कहा मैं संजय जी को धन्यवाद देता हूं की वे दिल्ली से आईआईटी कर खासकाजोरा में आकर बच्चों को शिक्षित कर रहे हैं, अगर कभी भी संजय जी को कोई सहयोग या सहायता चाहिए तो बे झिझक मेरे पास आकर मुझसे मिल सकते हैं.

  • স্বামীর অবর্তমানে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, আটক দুস্কৃতি।

    স্বামীর অবর্তমানে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, আটক দুস্কৃতি।

    আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল দক্ষিণ থানার ৩ নং মহিশীলা কলোনির শায়ের পুকুরের বাসিন্দা গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির প্রচেষ্টার অভিযোগে আটক দুস্কৃতি। ঘটনার বিবরনে গৃহবধূ জানান তিনি ৩ নং মহিশীলা কলোনির শায়ের পুকুরের কাছে ব্যারাকে স্বামী ও সন্তানকে নিয়ে থাকেন এবং তার স্বামী বেসরকারি কোম্পানির সুরক্ষা কর্মীর কাজ করেন। শণিবার রাত্রে তার স্বামীর নাইট ডিউটির জন্য তিনি একাই ছিলেন রাত বারটা নাগাদ বাথরুম থেকে ঘরে এসে দেখেন তাদের ব্যারাকের ভাড়াটে রাজমিস্ত্রী তার ঘরে মদ্যপ অবস্থায় বসে আছে জিজ্ঞেস করাতে তার মুখ চেপে ধরে কোনরকমে তার হাত থেকে ছাড়িয়ে চীৎকার করে প্রতিবেশীদের ডাকাতে সে চলে গেলে বাড়ীর মালিক তাকে পুলিশের কাছে যেতে বারন কিন্তু মহিলা আপত্তি করে জানান আজকে তার সাথে এইরকম ব্যাবহার করেছে আগামী দিনে অন্য কারোর সাথে করবে তিনি উপযুক্ত বিচার চাই। অন্যদিকে মহিলার স্বামী অভিযোগ করেন তিনি জিজ্ঞেস করাতে তাকে লোহার রড দিয়ে মারতে আসে। গৃহবধূ গতকাল রাত্রে পুলিশকে ফোন করলে পুলিশ এসে দুস্কৃতিকে আটক করে নিয়ে যায়। রবিবার সকালে আসানসোল দক্ষিণ থানায় গিয়ে সস্ত্রীক অভিযোগ করেন।

  • থ্যালাসেমিয়া মুক্ত গড়ার লক্ষে রোটারি ক্লাবের সেমিনার।

    থ্যালাসেমিয়া মুক্ত গড়ার লক্ষে রোটারি ক্লাবের সেমিনার।

    আলোক চক্রবর্তী আসানসোল:-রবিবার আসানসোল ক্লাবে রোটারি কলকাতা সাউথ ওয়েষ্ট এবং রোটারি সানসিটির পক্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বনাথ বাউড়ী, দীপ্তার্ঘ বসু সহ বিশিষ্ট অতিথিরা। রোটারি ক্লাবের দীপ্তার্ঘ বসু জানান থ্যালাসেমিয়া জেনারিক রোগ এই রোগ থেকে আগামী প্রজন্মকে মুক্ত করতে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোটারি ক্লাব রাজ্যের চারটা জোনের সদস্যরা সকল ম্যারেজ রেজিস্ট্রার দপ্তরে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলে প্রত্যেক স্বামী স্ত্রী কে বিবাহের আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে তাদের রক্তে ঐ রোগের জীবাণু নাই এবং জীবাণু থাকেলও চিকিৎসা করার পর জীবাণু মুক্ত করার পর বিবাহের সম্মতি দিতে এই পদক্ষেপ নিলে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া সম্বভব।