আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

পাবলিক নিউজ ডেস্ক:– আসানসোল, রাণীগঞ্জ ও বরাকর স্টেশনে ৬০০ হকারদের জীবিকা ট্রেনে বিভিন্ন ধরনের পন্য বিক্রি করা কিন্তু আর পি এফ ট্রেনে হকারদের আটক করে তাদের পণ্য বাজেয়াপ্ত করে তাদের নামে মামলা দিয়ে ফাইন নিয়ে নিচ্ছে। আর পি এফের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটনের নেতা রাজু ওয়ালিয়া বুধবার সকালে আসানসোল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান। তিনি জানান ট্রেনে হকারী কোন অপরাধ নয় সারা ভারতে ট্রেনে হকারি হয়ে আসছে, আসানসোল স্টেশনে ৪০/৫০ বছর ধরে হকারী করে আসছে তাদের অন্যায়ভাবে আটক করে পণ্য বাজেয়াপ্ত করে মামলা দিয়ে ফাইন আদায় করছে আর পি এফ তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল মেন গেটে বিক্ষোভ দেখান হবে এবং সোমবার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts