






পাবলিক নিউজ আসানসোল রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক সোমবার আসানসোল উত্তর বিধানসভা এলাকার গোপালপুরে হরিনাম সংকীর্তনকারী দলক ঢোল এবং মঞ্জিরা বিলি করেন। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আসানসোল উত্তর বিধানসভা এলাকার অধীনে যতগুলি হরিনাম সংকীর্তনকারী দল রয়েছে, তাদের সকলকে ঢোল এবং মঞ্জীরা দেওয়া হবে। সেই মতো এদিন এখানে ঢোল ও মঞ্জীরা বিলি করা হলো। তিনি আরো বলেন, সংকীর্তন বাংলার একটি প্রাচীন ঐতিহ্য। কিন্তু আমরা যতই আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি, ততই আমরা আমাদের ঐতিহ্য থেকে কোন না কোন ভাবে দূরে সরে যাচ্ছি। তাই সেই ঐতিহ্যকে ধরে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যাতে আমরা আমাদের বাংলার সংস্কৃতির শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারি। এই উপলক্ষে হওয়া এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, পার্ষদ অর্জুন মাঝি ছাড়াও অন্যান্য স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।






Leave a Reply