আসানসোল পুরনিগম / অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে

পাবলিক নিউজ আসানসোল :–আসানসোলের হটন রোডের মাস্টার পাড়ায় একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য আসা আসানসোল পুরনিগমের দলকে বাধা দেওয়ার অভিযোগ উঠলো বাড়ির মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোল পুরনিগমের লিখিত নির্দেশ থাকা সত্বেও বাড়ির মালিক রুকসানা খাতুনের স্বামী ইফতিকার আলি অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেন বলে পুর কর্মীরা জানিয়েছেন। তারা গোটা বিষয়টি আসানসোল পুরনিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারকে জানান বলে জানা গেছে।
পুর কর্মীদের কাজে বাধা দেওয়ার প্রসঙ্গে ইফতিকার আলি দাবি করেন যে তার নির্মাণ কোনও অবৈধ নয়। কোন বেআইনি কাজ করা হয় নি। তার কাছে সমস্ত নথিপত্র রয়েছে বলে দাবি তার। তাহলে কেন আসানসোল পুরনিগম তা নির্মাণকে অবৈধ বলে ভাঙার নির্দেশ দিয়েছে, তার কোন সদুত্তর বাড়ির মালিক দিতে পারেননি।
এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এটা আইনশৃঙ্খলার সমস্যা। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে। যে বাড়ির নির্মাণের কথা বলা হচ্ছে তার মালিক আসানসোল পুরনিগমে এসে বলেছিলেন যে তিনি নিজেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলবেন। কিন্তু তা তিনি করেননি। এখন যখন আসানসোল পুরনিগমের দল সেই নির্মাণ ভাঙতে গেছে, তখন তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। মেয়র বলেন, এখন আইনত যা কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts