
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- কুমারপুরের যুব সংঘ ময়দানে আজ অনুষ্ঠিত হলো জেনেক্স এক্সটিকা ও সৃষ্টি নগরের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ মহিলা ক্রিকেট প্রতিযোগিতা। ম্যাচটিতে জেনেক্স এক্সটিকা ৮৪ রানের বড় জয় অর্জন করে।
প্রথমে ব্যাট করে জেনেক্স এক্সটিকার মহিলা দল নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে সৃষ্টি নগর ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
ম্যাচ শেষে রানার্স ট্রফি ও উইনার ট্রফি দুই দলের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে আমন্ত্রিত সৃষ্টি নগরের মহিলা ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকেও পুরস্কৃত করা হয়। এ বিষয়ে জেনেক্স এক্সটিকার আবাসিক তৃতীয় মন্ডলের সঙ্গে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
দ্বিতীয় ম্যাচটি সৃষ্টি নগরে অনুষ্ঠিত হবে, যেখানে দুই দলের আরও একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার প্রত্যাশা রয়েছে।











Leave a Reply