

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার জেলা পরিষদের বাজেটে জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ী সালানপুর সহ বারাবনির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ১৮৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। বিশ্বনাথ বাউড়ী জানান জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, রাস্তা, নর্দমা, পুকুরের পরিস্কার সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য এই বাজেটে পয়সা বরাদ্দ করা হয়েছে। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন সালানপুর এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আরমান সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্যরা।











