কুলটিতে জমি বিবাদ থেকে অশান্তি / প্রতিবেশীদের বিরুদ্ধে এ্যাসিড ও গরম জল ছোঁড়ার অভিযোগ, জখম ৩, তদন্তে পুলিশ……

পাবলিক নিউজঃ আসানসোল প্রকাশ দাস/অলোক চক্রবর্তী:– পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার কেন্দুয়া বাজার এলাকায় পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি। সেই অশান্তির জেরে প্রতিবেশী পরিবারের সদস্যদের বিরুদ্ধে পড়শি অন্য একটি পরিবারের সদস্যদের উপর গরম জল ও এ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠেছে।
কুলটির কেন্দুয়া বাজার এলাকার বাসিন্দা পবন কেশরি, নবীন কেশরি ও জ্যোতি কেশরী সহ অন্যান্যরা গরম জলের সঙ্গে এ্যাসিড মিশিয়ে অলোক কেশরি , রিশু কেশরি ও মোহিত কেশরির উপর ছুঁড়ে দেওয়া হয় বলে মণীষা কেশরি ও রাধা কেশরি মঙ্গলবার অভিযোগ করেন। তিজনকে গুরুতর আহত অবস্থায় আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে আক্রান্ত তিন যুবকের পরিবারের তরফে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কেন্দুয়া বাজার এলাকার দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সোমবার সেই জমিতে মোটরবাইক রাখা নিয়ে নতুন করে অশান্তি হয় বলে জানা যায়।
পুলিশের এক আধিকারিক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts