ভিলাই ইস্পাত কারখানার ডিআইসিকে আইএসপি ও ডিএসপির অতিরিক্ত দায়িত্ব / বার্নপুরে এসে পরিদর্শন ও আধিকারিকদের সঙ্গে বৈঠক…

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল ভিলাই ইস্পাত কারখানা বা স্টিল প্ল্যান্টের ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ অনির্বাণ দাশগুপ্তকে বার্নপুর ইস্কো কারখানা বা আইএসপি ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা দূর্গাপুর ইস্পাত কারখানার ( ডিএসপি) ডিআইসি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাকে এই দুই কারখানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব নিয়েই অনির্বাণ দাশগুপ্ত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে বার্নপুরে পৌঁছান।
পরে ১৫ জানুয়ারি বুধবার সকালে তিনি ইস্কো স্টিল প্ল্যান্ট এবং টাউনশিপের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে পরিদর্শন করেন। পরে বার্নপুর ইস্কো কারখানার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইডি (ওয়ার্কস) দীপ্তেন্দু ঘোষ, ইডি (প্রকল্প) সুরজিত মিশ্র, ইডি (এমএম) অভিক দে, ইডি (এফএন্ডএ) অরূপ মুখোপাধ্যায় , ইডি (এইচআর) উমেন্দ্র পাল সিং, সিএমও ইনচার্জ ডাঃ সুশান্ত সিনহা ছাড়াও কারখানার সব সিজিএমরা।
পরে তিনি ইডি (প্রকল্প) সুরজিত মিশ্রের সঙ্গে কারখানার সম্প্রসারণ প্রকল্পের সাইটগুলি পরিদর্শন করেন। তিনি সেই জায়গাটিও দেখেছেন যেখানে ব্লাস্ট ফার্নেস “কল্যাণী” র চতুর্থ গরম ব্লাস্ট স্টোভ নির্মাণ করা হচ্ছে।
এদিন বিকেলে তিনি ইডি (ওয়ার্কস) কার্যালয়ের কনফারেন্স হলে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে উৎপাদন ও সংশ্লিষ্ট কাজের অবস্থা পর্যালোচনা সহ একটি বৈঠক করেন।
বুধবার সন্ধ্যায় অনির্বাণ দাশগুপ্ত বার্নপুর পরিদর্শন শেষ করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের উদ্দেশ্যে রওনা হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts