


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৫ বছরের এক ব্যাক্তির পেটের মধ্যে সফলতার সাথে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরিয়ে দেওয়াতে জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস হাসপাতালের চিকিৎসকদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক ডাঃ অমিত গুপ্তা জানান শেখ আনওয়ার নামে ৪৫ বছরের এক ব্যাক্তি হাসপাতালে আসেন পেটে ব্যাথার সাথে বারবার পায়খানা হচ্ছে এবং পায়খানার সময় রক্তপাত হচ্ছে সবথেকে বড় কথা তার ওজন ক্রমশঃ কমে যাচ্ছে তার বক্তব্য শুনে তাকে কয়েকটি পরীক্ষার জন্য বলা হয় সেগুলো আসার পর হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অমিত মুখার্জির কাছে পাঠানো হয় সেখান থেকে কিছু পরীক্ষা করার পর পাওয়া যায় তার পেটে কলোনে একটা টিউমার মতো হয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। সুপার স্পেশালিটি হাসপাতালের সব চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয় এবং আপাতত রুগী সুস্থ আছে। হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস জানান আসানসোল হাসপাতালে অনেক বড় জটিল অস্ত্রোপচার করা হয়েছে এবং সবকটা সফলতার সাথে করা হয়েছে, বর্তমানে একটা জটিল অস্ত্রোপচার করা হয়েছে হাসপাতালের সমস্ত চিকিৎসকদের যৌথ উদ্দ্যোগে তিনি সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।










Leave a Reply