

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সম্প্রতি মালদায় তৃণমূল কংগ্রেসের বিধায়ককে গুলি করে খুন করা হয় তারপর থেকে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল পৌরনিগমের ওয়ার্ড কাউন্সিলর ও একদা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমিতির রাজ্য সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অশোক রুদ্রকে নিরাপত্তা দেওয়া নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন অশোক রুদ্র। তিনি জানান এক সময়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি থাকার সুবাদে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো, মালদার খুন হওয়া বিধায়কের সাথে ভালো পরিচয় ছিল তবে কী কারণে পুনরায় তার সুরক্ষা দেওয়া হলো তা প্রশাসন বলতে পারবেন। ২০২২ সাল পর্যন্ত তার সুরক্ষা ছিল কেন তার সুরক্ষা উঠিয়ে নেওয়া হলো এবং পুনরায় চালু করা হলো সেটা প্রশাসন বলতে পারবেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বার্ণপুর এলাকায় দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেলে বালু বন্ধের জন্য আন্দোলন করেছিলেন তবে গত পরশু তার সুরক্ষা দেওয়ার কথায় বাড়ীর লোক চিন্তাগ্রস্ত তার দুবছরে বাচ্চা, বয়স্কা মা এবং স্কুলের শিক্ষিকা তার স্ত্রী স্বভাবতই সুরক্ষার প্রশ্নে একটু চিন্তান্বিত পরিবার।










Leave a Reply