পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার আসানসোল পোলোগ্রাউন্ডে ৪১ তম বইমেলার উদ্বোধন অনিষ্ঠানে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একটা স্টলের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। তিনি জানান আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বৃদ্ধি করার জন্য বইমেলাকে বেছে নেওয়া হয়েছে, এখানে আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের জনগণ আসবে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট সহ বিভিন্ন জিনিস প্রদর্শিত হয়েছে।