পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– গত 3রা জানুয়ারি 2025 শুক্রবার, পশ্চিম বর্ধমানের অন্তর্ভুক্ত৭৫নং ওয়ার্ডের, হিরাপুর চক্রের,নবারুণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়য়ের সমস্থ ছাত্র ছাত্রীকে শীতের পোষাক ও পড়াশোনার বিভিন্ন সামগ্রী প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবাশীষ ব্যানার্জী মহাশয়। শ্রী ব্যানার্জী অবসর প্রাপ্ত ইসিএলের অধিকারীক ও বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জরিত। বিদ্যালয়য়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শ্রীমতি শ্রীচেতা মজুমদার মাহাতা,শ্রীমতি অনামিকা ঘোষ, শ্রীমতি রিঙ্কু আগুয়ান ও শ্রী সমরেশ ঘোষ সহ বিদ্যালয়ের পরিচালক সমিতি ও সমস্হ ছাত্রছাত্রীরা বিশেষ ভাবে শ্রী দেবাশীষ ব্যানার্জীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওনার বিভিন্ন সামাজিক কাজের জন্য ওনাকে নবারুণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন।