

পাবলিক নিউজঃ আসানসোল:– বাপের বাড়ি থেকে গলায় ওড়নার ফাঁস লাগালো এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বুধবার সন্ধ্যার এই ঘটনায় আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের রিভারসাইড টাউনশিপ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মহিলার ঘর থেকে তার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। মৃতার নাম সোনালী তাঁতি (২৬)। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বার্নপুরের রিভারসাইড টাউনশিপ এলাকার বাসিন্দা সোনালী তাঁতির সঙ্গে রঞ্জিৎ তাঁতি নামে এক যুবকের সাত বছর আগে বিয়ে হয়েছিলো। বর্তমানে তার দুটি মেয়ে আছে। সম্প্রতি স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি শ্বশুর বাড়ি ছেড়ে দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে থাকছিলেন। পরে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যায়। এরপরে বাপের বাড়িতে থাকাকালীন তার সঙ্গে বার্নপুরের ধেনুয়া গ্রামের এক যুবকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। বুধবার সন্ধ্যায় সোনালী তাঁতিতে বাপের বাড়িতে ঘরের মধ্যে গলায় ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার বাবা মহাদেব দাস এদিন পুলিশকে বলেন, মেয়ের সঙ্গে যে যুবকের ঘনিষ্ঠতা হয়েছিলো, সে বিবাহিত। ঐ যুবকের স্ত্রী সেই সম্পর্কের কথা কোনভাবে জানতে পারে। বুধবার সকালে ঐ যুবকের স্ত্রী আমার বাড়িতে আসে ও ঐ সম্পর্কের কথা বলে মেয়েকে মারধর করে। তারপর থেকে মেয়ে চুপচাপ হয়ে যায়। পরে সন্ধ্যায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আরো বলেন, মেয়ের ঘর থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে মেয়ে সবকিছু বলে গেছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ঐ মহিলা গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার বাপের বাড়ির তরফে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে কোন অভিযোগ দায়ের করা হয়নি।










Leave a Reply