
পাবলিক নিউজঃ আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডামরার বিধান স্মৃতি শিক্ষা নিকেতনে প্রতি বছরের মতো বৃহস্পতিবার এই বছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হয়। স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্য , ছাত্র – ছাত্রী ও অভিভাবক, এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালন সমিতির সভাপতি বাদল মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক ও শিক্ষিকারা।
বিধায়ক তার উদ্বোধনী ভাষণে স্কুলের দৈনন্দিন পঠন পাঠন দায়বদ্ধতার সাথে চালানোর পাশাপাশি মানব সম্পদের সঠিক ব্যবহার, সুষ্ঠ, পুষ্টিকর মিড ডে মিল পরিচালনা, বৃক্ষরোপণ, রক্তদান শিবির প্রভৃতি নানা ধরনের সামাজিক কাজের জন্য স্কুল কতৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।
স্কুলের ছাত্র – ছাত্রী ও শিক্ষক – শিক্ষিকারা আবৃত্তি , গান, নৃত্য ,শ্রুতি নাটক পরিবেশন করেন। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের ২০০ বছর , কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাসের ১২৫ বছর , সঙ্গীতকার ও গীতিকার সলিল চৌধুরীর ১০০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে স্কুলের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষক সুমিত রায়।
গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের দুই শিক্ষক তাপস ভট্টচার্য ও শান্তকুমার সোরেন। মূলতঃ নতুন প্রজন্ম ও অর্থনৈতিক ভাবে দুর্বল সমাজ থেকে উঠে আসা পড়ুয়াদের নিয়ে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারা স্কুলের এই বহুমুখী ভূমিকার প্রশংসা করেন ও কতৃপক্ষকে কুর্নিশ জানান।






Leave a Reply