

পাবলিক নিউজঃ পান্ডবেশ্বর:– ছটপূজো প্রাক্কালে মঙ্গলবার পাণ্ডবেশ্বরের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা কোলিয়ারি, বহুলা জামবাদ, হরিপুর, পাণ্ডবেশ্বর, লাউদোহা, ঝাঁঝরা সহ বিভিন্ন এলাকার ছটঘাট পরিদর্শন করেন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় মূলত হিন্দিভাষী মানুষদের বসবাস। তাই এই ছট পূজো খুব ধুমধামের সাথে পালন হয় এই খনি এলাকায়। পান্ডবেশ্বরের বিধায়কের পক্ষ থেকে প্রতি বছরের মতে এই বছরও ১০ হাজার ব্রতীদের হাতে ছট পূজোর ডালা সামগ্রী তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তা শুরু করা হয়েছে। বিধায়ক নিজে তার তুলে দিয়ে এই কর্মসূচির শুভসূচনা করেছেন।
ঘাট পরিদর্শন এসে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার বেশিরভাগ ঘাট বাঁধাই করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘাটে সাফাইয়ের কাজ প্রতিনিয়ত ও পুরোদমে চলছে। এই ছটপূজো বাংলাভাষী বাঙালি এবং হিন্দিভাষী বাঙালি সবাই একত্রিতভাবে পালন করে চলেছেন এই খনি এলাকায়। এবছরেও তার কোন ব্যতিক্রম হবে না বলে জানান বিধায়ক।




