


পাবলিক নিউজঃ কাঁকসা প্রতি বছরের মত এবছরও কাঁকসা থানা প্রাঙ্গনে কংকেশ্বরী কালি মন্দিরের পুজোর সূচনা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ,কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী,জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দোপাধ্যায়,বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে কালি পুজোর সূচনা করার পর কয়েকশো দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র প্রদান করেন ডিসিপি ইস্ট।
জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দোপাধ্যায় জানিয়েছেন এই পুজোকে ঘিরে মানুষের মধ্যে চরম উৎসাহ থাকে।কারণ কাঁকসা থানার পক্ষ থেকে পুজোর পাশাপাশি নানান সমাজসেবা মূলক কাজ করা হয়ে থাকে থানা প্রাঙ্গনে।পাশাপাশি পুজো উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য।যার জন্য এলাকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকে কালি পুজোর জন্য।





Leave a Reply