

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– শণিবার রাত্রে রাণীগঞ্জ থানা এলাকায় বালাজী কারখানায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায় দেবজ্যোতী সরকার। মৃত দেবজ্যোতী সরকার বাঁকুড়া জেলার মেজিয়া থানার তেলেডি গ্রামের বাসিন্দা গীর্জাপাড়ার বাসিন্দা পিসতুতো ভাই রাজা দাস অভিযোগ করেন শণিবার রাত্রে কারখানার ভেতর মাল উঠানামানোর কাজ করার সময় মাটিতে রাখা বিদ্যুৎএর তারে পা পরে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে যায় কতৃর্পক্ষকে জানালেও মেন সুইচ বন্ধ না করাতে ছটফট করতে থাকে কারখানার সহকর্মী কতৃপক্ষকে জানালেও তারা বিদ্যুৎ এর মেন সুইচ বন্ধ করে না ফলে চোখের সামনে ছটফট করতে করতে মারা যায় তাকে অচৈতন্য অবস্থায় প্রথমে রাণীগঞ্জের মারওয়ারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দূর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। তিনি অভিযোগ করেন কারখানার কতৃপক্ষর অবহেলা কারণে মারা গেছে, কতৃপক্ষ কর্মীদের কাজের জন্য জুতো, গ্লাভস এবং অন্যান্য জিনিস কর্মীদের দেয় না ফলে বেশিরভাগ কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। কারখানার কতৃপক্ষ মৃত কর্মীর ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন।





