

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার দূর্গাপূজার ছুটির পর প্রথম দিন ওয়েষ্ট বেঙ্গল আইসিটি স্কুল কো- অর্ডিনেটর ওয়েলফেয়ার আ্যাসোসিয়সনের পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক সুনিতী সানফুইকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও তাদের বেতন কাঠামো বৃদ্ধির খুশীতে মিষ্টিমুখ করানো হয়। আইসিটি পশ্চিম বর্ধমান জেলার কম্পিউটার শিক্ষক সৈকত চট্টরাজ জানান ২০১৩ সালে তারা বিভিন্ন স্কুলের আইসিটি কম্পিউটার শিক্ষক হিসাবে কাজ করে আসছেন এবং ২০২১ সালে তাদের স্থায়ী করা হয়।২০২১ সাল থেকে তিন বছর নুন্যতম ১১ হাজার টাকায় কাজ করতেন, রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২০২১ সালে আইসিটি কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলে তাদের অনেকটাই বেতন বৃদ্ধি পেয়েছে সর্ব্বোচ্চ ২৫ হাজার টাকা তবে বিভিন্ন অফিসায়ল কাজের ত্রুটির কারণে বর্ধিত বেতন পাওয়া যাচ্ছিল না কিন্তু পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শক দপ্তরের কর্মীরা নিরলস প্রচেষ্টা করে ত্রুটিগুলো ঠীক করে বিগত আগষ্ট মাস থেকে তাদের বর্ধিত বেতন পাবার ব্যাবস্থা করে দিয়েছেন সেই কারণে সংঘটনের পক্ষ থেকে স্কুল পরিদর্শক সুনিতী সানফুই ও দপ্তরের সকল কর্মীদের কৃতজ্ঞতা জানান তাদের নিরলস প্রচেষ্টার জন্য তারা তাদের পরিবারের সাথে আনন্দের সাথে পূজা উপভোগ করতে পেরেছেন। সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার ওয়েষ্ট বেঙ্গল আইসিটি এসসিডব্লুএর সভাপতি রাজীব অধিকারী, সহ সভাপতি সঞ্জয় রানা, শ্রীকান্ত রায়,বিট্টু নন্দী, সৈকত চট্টরাজ, সৌরভ সরকার সহ অন্যান্য সদস্যরা।






Leave a Reply