জেলা হাসপাতালে রুটিন মেনে অগ্নিনির্বাপক যন্ত্র পরীক্ষা করার দাবি সুপারের।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিগত কয়েক দিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সম্প্রতি কলকাতার ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসের দাবি জেলা হাসপাতালে দুটো ইউনিট জেলা হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রের পরীক্ষা ও তাকে পুনরায় গ্যাস ভরানোর দায়িত্ব সরকারি পিডব্লুডির তাছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগে আগুন লাগলে জলের পাইপ লাইন বসানো হয়েছে যেখান থেকে জল দিয়ে আগুন নেভাবার ব্যাবস্থা আছে এবং তারজন্য প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী রয়েছে তারা মাসে একবার মক ড্রিলের ব্যাবস্থা করে। সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিনির্বাপক যন্ত্র ও আগুন নেভাবার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা আধিকারিক তদারকি করে থাকেন সেখানে এজেন্সির পক্ষ থেকে মক ড্রিলের ব্যাবস্থা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্রত্যেক সময়ে মাইকিং করে হাসপাতালের ভেতর বিড়ি- সিগারেট খাওয়া ও জলন্ত কিছু নিয়ে ভেতর নিয়ে যাবার উপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়। হাসপাতালে বর্তমানে প্রত্যেকদিন ৩০০ জন রুগী ভর্তি হয় এবং বর্তমানে ১৪০০ রুগী ভর্তি আছে বলে জানান সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *