অন্ডালের নদী থেকে উদ্ধার হল একটি স্কুটি।

পাবলিক নিউজঃ মন্থন পস্বন:– পশ্চিম বর্ধমান এর অন্ডালের নদী থেকে উদ্ধার হল একটি স্কুটি। নিখোঁজ স্কুটির মালিক দেবাসিস দত্ত। ব্রিজ দিয়ে পারাপারের সময় সম্ভবত ওই ব্যক্তি নদীর জলে তলিয়ে যায় বলে অনুমান স্থানীয়দের। স্কুটি উদ্ধার হয়েছে সিঙ্গারন নদী থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় দুর্গাপুরে একটা সংগীতানুষ্ঠান যান শ্রীরামপুর পঞ্চায়েতের শ্রীপল্লীর বাসিন্দা বলে জানা গেছে। তবলা বাদক দেবাশীষ দত্ত(৫৫)। অনুষ্ঠান শেষে রাতেই বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে গোপালমাঠ থেকে শ্রীরামপুর যাওয়ার রাস্তার ডিএসওয়াই রোডের ব্রীজ সংলগ্ন সিঙ্গারণ নদী থেকে দেবাশীষ বাবুর স্কুটিটি উদ্ধার হয়। পাশেই পড়ে থাকতে দেখা যায় তবলা শিল্পীর একটি ব্যাগও। তবে এখনো দেবাশীষ এর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধ ও বৃহস্পতিবার টানা বৃষ্টিপাতের কারণে সিঙ্গারন নদীর জল ব্রীজের উপর পর্যন্ত উঠেছে। স্থানীয়দের ধারণা স্কুটি নিয়ে বাড়ি ফেরার সময় সম্ভবত জলের তোড়ে নদীতে তলিয়ে যান দেবাশীষ বাবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। স্থানীয়রা সকালে নদীর জলে নেমে দেবাশীষ বাবুর খোঁজে উদ্ধার কাজ শুরু করেন। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দলকেও। তবে বেলা ১২-টা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত দেবাশীষ বাবুর খোঁজ পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে খবর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts