
পাবলিক নিউজঃ দুর্গাপুর: দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনের রাস্তায় একটি চার চাকার গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। জানা গিয়েছে শুক্রবার রাতে বীরভূমের দুবরাজপুর থেকে চারজন একটি চার চাকার গাড়িতে করে দুর্গাপুরে আছে ঠাকুর দেখতে। গভীর রাতে ভগৎ সিং সংলগ্ন বুদ্ধবিহার পুজো মণ্ডপ দেখার পর গাড়িতে ওঠেন চারজন। হঠাৎ ধোয়া বের হতে থাকে। গাড়ি থেকে তড়িঘড়ি চারজনেই বেরিয়ে যান। তারপরেই দাউ দাউ করে জ্বলে যায় গাড়িটি। এই ঘটনাকে ঘিরে কোথায় এলাকায় জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আছে আগুন। শর্ট সার্কিটে জেরে এই অগ্নিকাণ্ড বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। গাড়ির নথিপত্র ঠিক আছে কিনা সেই নিয়েও তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।





Leave a Reply