দূর্গাপুজোর চারদিনে ভিড় সামাল দিতে পদক্ষেপ পূর্ব রেলের / আসানসোল – বর্ধমান ও অন্ডাল – সিউড়ির মধ্যে চলবে ৪ টি মেমু স্পেশাল

পাবলিক নিউজঃ আসানসোল,:–  বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজোর দিনগুলোতে ভ্রমণের সুবিধার্থে এবং যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ও দুর্গাপূজোর সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামাল দিতে পদক্ষেপ নিলো পূর্ব রেল। পুজোর চারদিন আসানসোল ডিভিশনের অন্ডাল এবং সিউড়ি ও আসানসোল এবং বর্ধমানের মধ্যে প্রতিদিন ৪ টি মেমু স্পেশাল অতিরিক্ত ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি ৯ অক্টোবর বুধবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে ।
পূর্ব রেল সূত্রে জানা গেছে, অন্ডাল – সিউড়ি মেমু পূজা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন অন্ডাল থেকে দুপুর একটার ছাড়বে ও আড়াইটের সময় সিউড়ি পৌঁছাবে। ঐ একই দিনে সিউড়ি – অন্ডাল পূজা স্পেশাল প্যাসেঞ্জার সিউড়ি ছাড়বে বিকেল সাড়ে তিনটের সময়। সেই ট্রেন বিকেল চারটে বেজে ৫০ মিনিটে অন্ডাল পৌঁছাবে। এই ট্রেনটি দু’দিকে যাতায়াতের সময় কাজোরা গ্রাম, সিঁদুলি, উখড়া , পাণ্ডবেশ্বর, ভীমগড় , পাঁচরা, দুবরাজপুর, চিনপাই ও কচুজোর স্টেশনে থামবে।
অন্যদিকে, আসানসোল – বর্ধমান মেমু পূজা স্পেশাল প্যাসেঞ্জার আসানসোল থেকে দুপুর তিনটের সময় ছাড়বে। সেই বিকেল পাঁচটার সময় বর্ধমান পৌঁছাবে । একই দিনে বর্ধমান – আসানসোল মেমু পূজা স্পেশাল প্যাসেঞ্জার বর্ধমান থেকে রাত ৯ টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে। সেই ট্রেন আসানসোল পৌঁছাবে রাত ১১ টা বেজে ৫৫ মিনিটে। এই ট্রেনটি দুদিকে যাতায়াতে কালিপাহাড়ি, রানিগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর, রাজবাঁধ, পানাগড়, মানকর, পারাজ, গলসি, খানা ও তালিত স্টেশনে থামবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts