


পাবলিক নিউজঃ দুর্গাপুর :– দুর্গাপুরে বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম উর্বশী দুর্গাপূজা কমিটি। এ বছর ২১ তম বর্ষে পদার্পণ করলো। বাজেট ৩৫ লক্ষ টাকা। পুজোর থিম এক টুকরো রাজস্থান। দর্শনার্থীরা মন্ডপে প্রবেশ করলে রাজস্থানের প্যালেস সহ সেখানকার অনেক কিছু জিনিস দেখতে পাবেন। শুভ চতুর্থীতে পুজোর দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যের সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা, উদ্যোক্তাদের দাবি তাদের পূজা মন্ডপ দুর্গাপুরবাসীর নজর কারবে।




Leave a Reply