

পাবলিক নিউজঃ দুর্গাপুর :– দুর্গাপুরে বিগ বাজেটের পূজা গুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। দুর্গাপুরে বিগ বাজেটের পূজা গুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এ বছরের তাদের পূজোর থিম রাজস্থানের হাওয়া মহল। বিশেষ আকর্ষণীয় মণ্ডপের দুর্গা প্রতিমাতেও থাকছে রাজস্থানী ছোঁয়া। ৫৭ তম বর্ষে পদার্পণ করলো। বাজেট ৩৫ লক্ষ টাকা। শুভ চতুর্থীতে অর্থাৎ রবিবার আনুমানিক সন্ধ্যে সাতটায় পুজোর দার উদঘাটন করলেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, সঙ্গে ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমূখ।




Leave a Reply