

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী কুলটি :–সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বরাকর বাজারে হানা দিয়ে সাবধান করে গেলেন। সোমবার সকালে কুলটি থানার বরাকর বাজার এলাকায় সরকারি নির্দেশে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বরাকর বাজারের বিভিন্ন দোকানে হানা দেন। ফুড সেফটি, কনজিউমার এফেয়ার্স, মেট্রোলোজিক্যাল দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দোকানে হানা দিয়ে বিক্রয়জাত খাদ্য সামগ্রী পরীক্ষা করে দেখলেন।


হানা দেওয়ায় বিভিন্ন দোকানে মেয়াদ উর্ত্তীর্ন খাদ্য সামগ্রী পাওয়া যাওয়াতে তাদের সাবধান করে গেলেন এবং তাদের নির্দেশ দিয়ে গেলেন গুনগত মান বজায় রাখতে এবং মেয়াদ উর্ত্তীর্ন খাদ্য সামগ্রী বিক্রি বন্ধ করতে। কনজিউমার এফেয়ার্সের আধিকারিক জানান জনগণকে সচেতন করতে সাথে দোকানদারদের ক্রেতাদের সাথে প্রবঞ্চনা আটকাতে এইরকম হানা দেওয়া হয়েছে এবং আগামী দিনে আরো এই রকম হানা হবে।

Leave a Reply