
পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :–স্নান করতে নেমে নুনিয়া নদীতে তলিয়ে ডুবে মৃত্যু হলো এক যুবকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি এলাকায়। আসানসোলের কালিপাহাড়ি ক্যান্টিন এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ঝাবড়া ভুঁইয়া (৩৬)।
জানা গেছে, এদিন বিকেলে বাড়ির অদূরে কালিপাহাড়িতে নুনিয়া নদীতে স্নান করতে নামে ঝাবড়া ভুঁইয়া। আচমকাই সে নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোক ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসে। একইসাথে খবর পেয়ে এলাকায় পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সন্ধ্যা নাগাদ ঐ যুবককে নদী থেকে উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

যুবকের বাড়ির লোকেরা পুলিশকে জানান যে, তার মৃগী রোগ ছিলো। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মৃগী রোগের কারণে ঐ যুবক স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় ও ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

Leave a Reply