

আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-শণিবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জশিট গঠন হবার তারিখ ছিল কিন্তু বিচারক পুনরায় ১৪ নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী পরবর্তী তারিখে চার্জ গঠনের কোন অজুহাত দেখানো চলবে না তাছাড়া আজ সিবিআইয়ের আইনজীবীর উপর তিনি বীতশ্রদ্ধ হয়েছেন লালা ওরফে অনুপ মাজিকে নোটিশ পাঠানো নিয়ে। লালা ওরফে অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখার্জি বিচারকের কাছে সওয়াল জবাবের সময় জানান তার মক্কেলকে হাতে নোটিশ না দিয়ে ই মেলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন কিন্তু নোটিশ পাঠানোর উদ্দেশ্য বা কীভাবে হাজিরা দেবেন স্বাক্ষী না বাদি হিসাবে তার কোন উল্লেখ ছিল না। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চার্জশীট গঠনের পর কাউকে নোটিশ পাঠানো যায় না আগামী তারিখের আগে সব ঠীক করে আসার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply