
আলোক চক্রবর্তী বার্ণপুর:-মঙ্গলবার ইস্কো কতৃর্পক্ষ নিউটাউনে কোয়ার্টার খালি করতে গেলে এলাকার বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীদের বক্তব্য খাটাল খালি না করলে তারা কোয়ার্টার খালি করবে না ইতিপূর্বেই ইস্কো কতৃর্পক্ষকে খাটাল খালি করার কথা বলা হয়েছিল কিন্তু কতৃর্পক্ষ খাটাল খালি না করে কোয়ার্টার খালি করার জন্য চাপ দিচ্ছে। যতদিন খাটাল খালি না করা হচ্ছে ততদিন তারা কোয়ার্টার খালি করবে না। অন্যদিকে ইস্কো কতৃর্পক্ষর বক্তব্য ইস্কো কারখানার আধুনিকিকরণের জন্য প্রচুর কর্মী আসবে তাদের থাকার জন্য কোয়ার্টার দরকার নিউটাউনে কোয়ার্টার গুলো দখল করে রেখে দিয়েছে সেসব খালি করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এলাকাবাসীরা বাধা দিচ্ছে তাদের দাবি খাটাল উচ্ছেদ করতে হবে। তারা কতৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে খাটাল উচ্ছেদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা করা হবে।
