পাবলিক নিউজ ডেস্ক দূর্গাপুর:– দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন বা সংস্থার এসবিএসটিসির প্রধান কার্যালয়ের ভেতরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও কন্ট্রাক্টর্স শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার রিলে ধর্ণা অবস্থান হয়। শ্রমিক সংগঠনের অফিস থেকে মিছিল করে কার্যালয়ে প্রবেশ করে পতাকা উত্তোলন করা হয়।
শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা ধর্না মঞ্চে বসে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরিবহন কর্পোরেশনগুলির ক্ষেত্রে রাজ্য সরকারের নীতিকে সমর্থন জানালেও কর্তৃপক্ষের ভূমিকার বিরুদ্ধেই মূলতঃ এদিনের আন্দোলন বলে আইএনটিটিইউসির অন্যতম রাজ্য সম্পাদক প্রতাপ বসু জানিয়েছেন।