পুজোর আগে শাড়ি বিতরণ করলেন বিধায়ক

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– পুজোর আগে বহু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এই উপলক্ষে বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে তারা এই কাজ সবসময়ই করে আসছেন, এবারও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় নতুন শাড়ি বিতরণ করা হচ্ছে। উপস্থিত সকলকে দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানান বিধায়ক। আজ রূপনারায়ণপুর পিঠাকিয়ারি পুজো মন্ডপ প্রাঙ্গন, জিতপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও বিধায়ক আজ নামোকেশিয়ায় অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যোগ দেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিন শ্রীগুরু পল্লীতে নতুনভাবে তৈরি হওয়া একটি কালী মন্দিরের উদ্বোধন করেন তিনি। এ প্রসঙ্গে শ্রী উপাধ্যায় বলেন মাস কয়েক আগে এই এলাকার মানুষজন তার কাছে মন্দিরটির বিষয়ে অনুরোধ জানান। তবে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নিয়ে মন্দির গড়েছেন, প্রয়োজনীয় সহযোগিতা বিধায়কের পক্ষ থেকে করা হয়েছে বলে শ্রী উপাধ্যায় উল্লেখ করেন। তিনি বলেন পুজোর আগে আরো শাড়ি বিতরণের কর্মসূচি পালিত হবে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও দেবাঞ্জন বিশ্বাস, মহম্মদ আরমান, কৈলাশপতি মন্ডল, বিদ্যুৎ মিশ্র, ভোলা সিং, অর্ধেন্দু রায়, অভিজিৎ গুপ্ত, বিপ্লব চৌধুরী, রানু রায়, অপর্ণা দাস, সন্তোষ মণ্ডল, তাপস মন্ডল সহ বহু বিশিষ্টজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts