
পাবলিক নিউজঃ সালানপুর:-কালীপূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও ফুলবেড়িয়া পঞ্চায়েতের সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচী করা হল ফুলবাড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত আলকুশা গ্রামে।
বারাবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধান উপাধ্যায় তথা আসানসোল মেয়র ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে দূর্গা পূজা উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয়েছিল। সেইসবের মধ্যে যেসব স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি বাকি রয়ে গিয়েছিল সেই স্থানে কালী পূজা উপলক্ষে এই কাপড় গুলি বিতরন করা হল।এদিন এই বস্ত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং, ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মুখার্জী, উপ প্রধান হিমাদ্রী শেখর মিশ্র, সহ অনেকে ।
































