आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय आज मुर्गा सोल में रामगुलाम सिंह तालाब का निरीक्षण करने पहुंचे इस मौके पर उनके साथ आसनसोल नगर निगम के डिप्टी मेयर

पब्लिक न्यूज आसनसोल:– आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय आज मुर्गा सोल में रामगुलाम सिंह तालाब का निरीक्षण करने पहुंचे इस मौके पर उनके साथ आसनसोल नगर निगम के डिप्टी मेयर वसीम उल एमएमआईसी मानस दास सहित इस छठ घाट कमेटी के तमाम सदस्य उपस्थित थे आज नगर निगम की तरफ से एक टीम द्वारा यहां की तैयारीयों का जायजा लिया गया। मेयर ने कहा कि यहां पर सारी तैयारियां पूरी हो चुकी हैं और कल मुख्यमंत्री ममता बनर्जी इस छठ घाट का वर्ष और उद्घाटन करेंगे उन्होंने कहा कि यह आसनसोल के लिए बेहद गौरव का विषय है कि मुख्यमंत्री ममता बनर्जी इस छठ घाट का वर्चुअल उद्घाटन करेंगी

आस्था के महापर्व छठ को देखते हुए आसनसोल नगर निगम की तरफ से निगम क्षेत्र के सभी छठघाटों की साफ सफाई और श्रद्धालुओं के सहूलियत का इंतजाम किया जा रहा है

पब्लिक न्यूज आसनसोल:– आस्था के महापर्व छठ को देखते हुए आसनसोल नगर निगम की तरफ से निगम क्षेत्र के सभी छठघाटों की साफ सफाई और श्रद्धालुओं के सहूलियत का इंतजाम किया जा रहा है इसी कड़ी में आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय डिप्टी मेयर वसीम उल हक तथा कारपोरेशन के अन्य अधिकारी आज शीतला और तपसी छठ घाट का जायजा लेने पहुंचे उन्होंने निगम के अधिकारियों‌ को निर्देश दिया कि कहीं पर किसी तरह की असुविधा न हो। डिप्टी मेयर वसीम उल हक ने कहा कि आस्था का महापर्व छठ मनाया जाएगा इसे देखते हुए नगर निगम की तरफ से मेयर विधान उपाध्याय के नेतृत्व में निरीक्षण किया जा रहा है और श्रद्धालुओं के सहूलियत का इंतजाम किया जा रहा है

ছট পুজোর প্রাক্কালে পান্ডবেশ্বরে ঘাট পরিদর্শনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

পাবলিক নিউজঃ পান্ডবেশ্বর:– ছটপূজো প্রাক্কালে মঙ্গলবার পাণ্ডবেশ্বরের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা কোলিয়ারি, বহুলা জামবাদ, হরিপুর, পাণ্ডবেশ্বর, লাউদোহা, ঝাঁঝরা সহ বিভিন্ন এলাকার ছটঘাট পরিদর্শন করেন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় মূলত হিন্দিভাষী মানুষদের বসবাস। তাই এই ছট পূজো খুব ধুমধামের সাথে পালন হয় এই খনি এলাকায়। পান্ডবেশ্বরের বিধায়কের পক্ষ থেকে প্রতি বছরের মতে এই বছরও ১০ হাজার ব্রতীদের হাতে ছট পূজোর ডালা সামগ্রী তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তা শুরু করা হয়েছে। বিধায়ক নিজে তার তুলে দিয়ে এই কর্মসূচির শুভসূচনা করেছেন।
ঘাট পরিদর্শন এসে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার বেশিরভাগ ঘাট বাঁধাই করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘাটে সাফাইয়ের কাজ প্রতিনিয়ত ও পুরোদমে চলছে। এই ছটপূজো বাংলাভাষী বাঙালি এবং হিন্দিভাষী বাঙালি সবাই একত্রিতভাবে পালন করে চলেছেন এই খনি এলাকায়। এবছরেও তার কোন ব্যতিক্রম হবে না বলে জানান বিধায়ক।

সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয় পাণ্ডবেশ্বরে/ বোর্ড অফ ডিরেক্টর পদে জয়ী বিধায়ক নরেন্দ্রনাথ

পাবলিক নিউজঃ পান্ডবেশ্বর:– পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর পল্লীমঙ্গল উন্নয়ন কৃষি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সমবায় সমিতির জয়ী হয়েছেন নমিনিটেড সদস্য  ১১ জন। এই সমবায় সমিতিতে ১১ জন সদস্যদের মধ্যে জয়ী হয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার  পদ বোর্ড অফ ডিরেক্টর। জানা গেছে, তিনি বিগত ১৫ বছর ধরে এই সমবায় সমিতির সদস্য হিসেবে রয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, সমবায় মূলত প্রান্তিক এলাকায় সাধারণ মানুষের কৃষি ঋণ প্রদান করে। যার উদ্দেশ্য হলে সাধারণ মানুষকে আর সমৃদ্ধশালী করে তোলা। সমবায় থাকলেই উন্নয়ন সম্ভব। সমবায় হচ্ছে সমষ্টিগত উন্নয়ন। তাই পাণ্ডবেশ্বর বৈদ্যনাথপুর পল্লীমঙ্গল উন্নয়ন কৃষি সমবায় সমিতি প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। বিধায়ক বলেন, সাধারণ মানুষের পাশে সমবায়ের এই সদস্যরা সব সময়  থাকবেন।

বারাবনিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো কয়লা বোঝাই ডাম্পার

পাবলিক নিউজঃ আসানসোল :–আসানসোলের বারাবনি থানার বারাবনি ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাপিস্টা ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায় একটি কয়লা বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ। ঘটনার খবর পেয়ে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা আইসিএমএলের খোলা মুখ খনির নিরাপত্তা রক্ষীর চলে আসেন ঘটনাস্থলে। তারা গোটা জায়গাটা
ঘিরে ফেলেন। যাতে উল্টে যাওয়া ডাম্পার থেকে কোন ভাবে কয়লা চুরি না হয়। এরপর ডাম্পারের কেবিন থেকে চালক ও খালাসিকে বার করা হয়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন বেলা বারোটা নাগাদ কাপিস্টা ফুটবল গ্রাউন্ডের কাছে নতুন রাস্তা দিয়ে কয়লা বোঝাই ডাম্পারটি যাচ্ছিলো। আচমকাই সেটি উল্টে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্পিড বেশী থাকার জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে।

বাতিল চেকে জাল সই, আসানসোল পুরনিগমের ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ / মধ্যপ্রদেশ থেকে ধৃত দুই

পাবলিক নিউজঃ আসানসোল:– বাতিল চেকে জাল সই করে আসানসোল পুরনিগমের ৪০ লক্ষ টাকারও বেশি আর্থিক জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (এডিপিসি) সাইবার ক্রাইম থানার পুলিশ। সাইবার ক্রাইম থানার অফিসারদের নিয়ে তৈরি সিট বা বিশেষ তদন্তকারী দল আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক একাউন্ট থেকে  ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেওয়ার এই ঘটনায় রবিবার মধ্যপ্রদেশের (এমপি) জব্বলপুর থেকে এই দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হলো মাধব সারোগী ও প্রিয়াংশু সাহু। তাদের মধ্যে মাধবের বাড়ি মধ্যপ্রদেশের আনুপুরে ও প্রিয়াংশুর বাড়ি ছত্রিশগড়ের পেন্দ্রায়। এদের বিরুদ্ধে অভিযোগ ছিলো যে বাতিল চেকে সই জাল করার পরে আসানসোলের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হয়। পরে এদিনই দুজনকে আসানসোল আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে আসানসোল সাইবার ক্রাইম থানার তরফে। বিচারক সেই আবেদনের ভিত্তিতে দুজনের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক একাউন্ট থেকে ৪০ লক্ষেরও বেশী টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হয়। স্বাভাবিক ভাবেই পুর প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে। কিন্তু কি করে এই টাকা উধাও হয়েছে? রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ঐ শাখা থেকে পুরনিগমকে জানানো হয় যে, তাদের লেডার প্যাডে একটি চিঠি জমা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে তারা ফোন নম্বর পরিবর্তন করতে চায়। তখন পুরনিগমের তরফে বলা হয়, এমন কোন আবেদন তারা করেনি। এরপর জানা যায়, ঐ ব্যাঙ্কে থাকা পুরনিগমের একাউন্ট থেকে ৪০ লক্ষ ৫০১ টাকা টাকা ট্রান্সফার হয়েছে মধ্যপ্রদেশের একটি ব্যাঙ্কে একাউন্টে। সবকিছু খতিয়ে দেখে জানা গেছে, টাকা ট্রান্সফারে একটি বাতিল হওয়া চেকে সই জাল করে গোটা বিষয়টি করা হয়েছে। ব্যাঙ্ক গোটা বিষয়টি নিয়ে নিজেদের মতো করে কিছু করার আগেই ৪০ লক্ষ টাকার মধ্যে ২৮ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ঐ ব্যাঙ্কে পড়ে আছে ১২ লক্ষ টাকা। সেই টাকা তোলা আটকানো হয়।
এরপর আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে পুরনিগমের ফিনান্স অফিসার (এফও) আহমেদ কামাল ফরিদিহ ৩০ অক্টোবর আসানসোলে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে বলা হয়  রাজ্য সরকারের একটি ফান্ড থেকে কিছু ব্যক্তির দ্বারা ব্যাঙ্কে একটি জাল স্বাক্ষর জমা দেওয়ার পরে ৪০ লক্ষ ৫০১ টাকার সরকারি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷
সেই অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানা
তদন্ত শুরু করার জন্য ( নং ৯১/২৪ ), ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩১৯(২), ৩১৮(৪), ৩১৬(২), ৬১(২), ৩৩৮, ৩৩৬(৩) ও ৩৪০(২) নং ধারায় একটি মামলা করে। এরপর সাইবার ক্রাইম থানার অফিসাররা আসানসোলের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় তদন্ত করতে যান। তারা দেখতে পান আসানসোল ব্যাঙ্ক থেকে এই টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার হয়েছে৷
এরপর আসানসোল সাইবার ক্রাইম থানার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি বা সিট) জব্বলপুরে পৌঁছায়। রবিবার অভিযান চালিয়ে গ্রেফতার করা মাধব সারোগী ও প্রিয়াংশু সাহুকে। তাদেরকে সেখানকার আদালতে পেশ করা হয়। সেই  আদালতের নির্দেশে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে দুজনকে মঙ্গলবার আসানসোলে নিয়ে আসা হয়।
এই প্রসঙ্গে, মঙ্গলবার আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (হেডকোয়ার্টার) ডাঃ অরবিন্দ কুমার আনন্দ বলেন, ঐ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মধ্যপ্রদেশ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।  আরো তদন্তের জন্য তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।
আসানসোল পুরনিগমের সরকারি টাকা হাতিয়ে নেওয়ার এটি দ্বিতীয় ঘটনা।  এর আগে, বিভিন্ন ট্যাক্স থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ব্যাঙ্কে জমা না করায় কুলটি থানায় দায়ের করা হয়েছিল আসানসোল পুরনিগমের তরফে। সেই ঘটনা ঘটেছিলো ২০২১ সালে। টাকার পরিমাণ ছিলো ৮৭ লক্ষ টাকা। কুলটি বোরো অফিসের এক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিলো।

আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগ / শিল্পে স্কিল কর্মীর ব্যবস্থায় ” উৎকর্ষ বাংলা” ওয়ার্কশপ

পাবলিক নিউজঃ আসানসোল:–মাঝারি ও ক্ষুদ্র শিল্পে স্কিল বা দক্ষ কর্মীর ব্যবস্থায়  মঙ্গলবার দুপুরে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগো ” উৎকর্ষ বাংলা ” শীর্ষক একটি ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের একটি বেসরকারি হোটেলের কনফারেন্স হলে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের ( টেকনো এডুকেশন, ট্রেনিং এ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট) সহযোগিতায় এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিলো।। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার এডিএম অতিরিক্ত জেলাশাসক ( স্কিল) ইন্দ্রদেব ভট্টাচার্য, জেলা নোডাল অফিসার ( স্কিল) দেবব্রত সরকার, পশ্চিম বর্ধমান জেলা প্রজেক্ট ম্যানেজার ( স্কিল) রাজেশ অধিকারী ও পিএডিইও ( স্কিল) সুমন্ত শ্যাম উপস্থিত ছিলেন। এছাড়াও আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তরফে সভাপতি গৌরী শঙ্কর আগরওয়াল, প্রোগ্রাম চেয়ারম্যান শচীন রায়, জেনারেল সেক্রেটারি বা মহাসচিব বিনোদ গুপ্ত, কো- চেয়ারম্যান উজ্জ্বল রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে শচীন রায় তার স্বাগত ভাষনে বলেন, আসানসোলে শিল্প বাড়ানোর জন্য এটি একটি ভাল সময়। বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণ করা হচ্ছে। ২৭ হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করা হবে। এটা ছাড়াও আসানসোলে মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আসানসোলে আরও অনেক সম্ভাবনা রয়েছে। যা সবার সদ্ব্যবহার করা দরকার। তিনি আরো বলেন, সব জায়গায় স্কিল বা দক্ষ কর্মীর প্রয়োজন। রাজ্য সরকার, তাই এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করছে।
সভাপতি গৌরী শঙ্কর আগরওয়াল বলেন, আসানসোলে শিল্পের প্রসারে অনেক সম্ভাবনা রয়েছে। এখানকার শিল্পপতিদের এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে।
অন্যদিকে বিনোদ গুপ্ত, আসানসোলে শিল্পের প্রসারে এই ধরনের ওয়ার্কশপ প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে উৎকর্ষ বাংলা চালু করেছিলেন। এতে প্রতি বছর লক্ষ লক্ষ শিল্পপতি উপকৃত হচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা এর থেকে অনেক সুবিধা পান।
এই আয়োজন প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রদেব ভট্টাচার্য বলেন, এটা রাজ্য সরকারের একটা অভিনব উদ্যোগ। শিল্প মহলে এর ব্যাপক সাড়া মিলেছে। আমরা চাই পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতিরা এর লাভ নিন। জেলা প্রশাসন সবরকম ভাবে সহযোগিতা করবে।

ছট পূজার শুভেচ্ছা জানাতে ট্যাবেলোর উদ্বোধন করলেন মেয়র।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মঙ্গলবার আসানসোল পৌরনিগমের দপ্তরে ট্যাবেলোর উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। মেয়র বিধান উপাধ্যায় জানান রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশ ধর্ম যার যার উৎসব সবার সব রকমের উৎসবে শুভেচ্ছা জানাতে হবে তাই ছট পূজা উপলক্ষে আসানসোল পৌরনিগমের দপ্তর থেকে ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে। আসানসোল পৌরনিগমের ১০৬ টা ওয়ার্ডে ট্যাবেলোগুলো ছট পূজার শুভেচ্ছা জানাবে এবং উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে আবেদন করা হবে।

১২ লক্ষ টাকার ছট ঘাটের উদ্বোধন করলেন মেয়র।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল মঙ্গলবার ছট পূজার প্রাক্কালে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সীতারামপুরে একটা ছট ঘাটের উদ্বোধন করলেন। মেয়র বিধান উপাধ্যায় জানান সীতারামপুরের বাসিন্দারা এলাকায় একটা ছট ঘাট বানাবার আবেদন করার পর মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ছট পূজার প্রাক্কালে ছট ঘাটের উদ্বোধন করা হয়েছে। ঘাট তৈরী করার জন্য ৯ লক্ষ টাকা এবং ঘাটের চারিদিকে বিদ্যুৎতি করনের জন্য ৩ লক্ষ টাকা খরচ হয়েছে এলাকাবাসীদের সুবিধার্থে ঘাট তৈরী করা হয়েছে এই ঘাটে ছট পূজার দিন প্রায় ২৫ হাজারের মতো শ্রদ্ধালু পূজা দিতে আসেন।

দামোদর নদীর ছট ঘাট পরিদর্শনে পুলিশ কমিশনার।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার দুপুরে আসানসোল পৌরনিগমের বার্ণপুরের দামোদর নদীর ছট ঘাট পরিদর্শন করলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ পুলিশ কমিশনারেটের সমস্ত পুলিশ আধিকারিকরা। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান দামোদর নদীর ঘাটে ছট পূজা অনুষ্ঠিত হয়, ছট পূজার প্রাক্কালে ঘাটের সব রকমের ব্যাবস্থা পরিদর্শন করতে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিক উপস্থিত হয়েছিলেন, ঘাটে ছট পূজার আগে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হবে, সুরক্ষা ব্যাবস্থার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে, ছট ব্রতীরা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিয়ে যাবার জন্য এ্যাম্বুলেন্স ছাড়া মেডিক্যাল শিবির করা হবে, ছট ব্রতীদের সবরকমের সুবিধার জন্য মহিলা পুলিশ মোতায়েন করা হবে।